স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যে নির্ধারিত লিগ ম্যাচ আগামী ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হবে। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) চলতি সপ্তাহের শুরুতে ম্যাচটি স্পেনের বাইরে আয়োজনের অনুমতি দেওয়ার পরই এ আনুষ্ঠানিক ঘোষণা এল।

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস গতকাল মায়ামিতে ‘ওয়ার্ল্ড সকার সামিট’ সম্মেলনে ইএসপিএনের সাংবাদিক ফার্নান্দো পালোমোকে বলেছেন, ভিয়ারিয়াল ও বার্সেলোনার মধ্যে ম্যাচটি মায়ামির হার্ডরক স্টেডিয়ামে আয়োজনের ‘সব প্রস্তুতি প্রায় শেষ’।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে বিদেশের মাটিতে আয়োজিত হতে যাওয়া প্রথম ম্যাচ হবে এটি। এর আগে এনএফএল এবং এনবিএ এই পদ্ধতি অনুসরণ করেছে।

লা লিগার জন্য ঐতিহাসিক পদক্ষেপ

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস বিবৃতিতে বলেছেন, ‘এই ম্যাচ একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা লা লিগা ও স্প্যানিশ ফুটবলকে অন্য পর্যায়ে নিয়ে গেল। আমরা জানি, এতে কিছু উদ্বেগ থাকবে, কিন্তু পুরো মৌসুমে ৩৮০ ম্যাচের মধ্যে এটি মাত্র একটি ম্যাচ। সারা বিশ্বে লাখ লাখ ভক্ত আছেন লা লিগার। তাঁদের মধ্যে অনেকেই প্রিয় দলকে একবারের জন্য হলেও সরাসরি মাঠে দেখার স্বপ্ন দেখেন। এ ম্যাচ সেই সুযোগ করে দেবে।’

তেবাসের ভাষায়, ‘এই (ম্যাচ) আয়োজনের লক্ষ্য হলো বৈশ্বিক ভক্তদের আরও কাছে পৌঁছানো। আর সেটা স্পেনের মাঠে যাঁরা প্রতি সপ্তাহে খেলা উপভোগ করেন, তাঁদের প্রতি প্রতিশ্রুতি অটুট রেখেই।’

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইলেক্ট্রো মার্টের নুরুল আফছার পেলেন ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার

‘সিইও অব দ্য ইয়ার–২০২৫’ পুরস্কার পেয়েছেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. নুরুল আফছার। বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে ইলেকট্রনিকস শ্রেণিতে তিনি এ পুরস্কার পেয়েছেন। গত শনিবার রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইলেক্ট্রো মার্ট গ্রুপ।

দেশের ব্যবসা খাতের শীর্ষ নির্বাহীদের সম্মাননা প্রদান ও তাঁদের সাফল্য উদ্‌যাপনে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস দিয়ে আসছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

বিজ্ঞপ্তিতে ইলেক্ট্রো মার্ট গ্রুপ জানিয়েছে, ৩০ বছরের বেশি সময় ধরে ইলেকট্রনিকস খাতে যুক্ত রয়েছেন নুরুল আফছার। তিনি উদ্ভাবনী, অংশগ্রহণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে ইলেক্ট্রো মার্ট গ্রুপ ও দেশের ইলেকট্রনিকস খাতকে সমৃদ্ধ করেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে ইলেক্ট্রো মার্ট গ্রুপ বাংলাদেশের ইলেকট্রনিকস শিল্পে নতুন উচ্চতায় পৌঁছেছে। নিয়মিত বাজার গবেষণা, পণ্য উন্নয়ন, নিত্যনতুন বিপণন কৌশল গ্রহণ ও ইলেকট্রনিকস পণ্যে বৈচিত্র্য আনার কাজ করছেন তিনি। এ ছাড়া তাঁর নেতৃত্বে বিশ্বের শীর্ষস্থানীয় কনকা ও গ্রি ইলেকট্রনিকস পণ্যের জন্য কারখানা স্থাপন, বাজার সম্প্রসারণ ও দক্ষতা বৃদ্ধির ফলে ইলেক্ট্রো মার্ট টেকসই উন্নতি অর্জন করেছে।

সি-স্যুট অ্যাওয়ার্ডস পাওয়ার পর মো. নুরুল আফছার বলেন, ‘এই অ্যাওয়ার্ড পেয়ে আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এ স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।’

সম্পর্কিত নিবন্ধ