চট্টগ্রামে ব্যস্ততম সড়কে গুলিতে আবদুল হাকিম (৫২) নামে বিএনপির এক কর্মী খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের কাউকে গ্রেপ্তার করা যায়নি। শনাক্ত হয়নি ছয় অস্ত্রধারীর কেউ। তবে পুলিশ বলছে, তদন্ত অব্যাহত আছে।

এদিকে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক চারজনের মধ্যে তিনজনকে গতকাল বৃহস্পতিবার ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন মো.

নাছিম, মহিউদ্দিন ও আরাফাত হোসেন। খুনের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নিহত হাকিমের পরিবার।

গত মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মদুনাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের মাত্র ২০০ মিটার দূরে মোটরসাইকেলে করে এসে একদল অস্ত্রধারী প্রকাশ্যে গুলি করে মুহাম্মদ আবদুল হাকিমকে হত্যা করে। এ সময় তিনি রাউজানের খামার

সাদা গাড়িটিতে করে রাউজান থেকে চট্টগ্রামে ফিরছিলেন আব্দুল হাকিম। পথে হাটহাজারীর মদুনাঘাটে গাড়ি লক্ষ করে গুলি করে সন্ত্রাসীরা

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নির্বাচন নিয়ে সব বাধা-সংশয় ধুয়ে-মুছে কেটে গেছে: শফিকুল 

ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় নেই, সব বাধা-সংশয় ধুয়ে মুছে কেটে গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।  

আরো পড়ুন:

উপদেষ্টা পরিষদের সভায় ১১ অধ্যাদেশ, ৩ প্রস্তাব অনুমোদন

স্বনির্ভর হতে হবে, এর বাইরে কোনো কথা নাই: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘‘অনেক অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখব। বিগত ১৬ বছর হাসিনার আমলে আমরা ফেক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। এবার ইতিহাসের অন্যতম বেস্ট ইলেকশন হবে।’’

এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি আমেজ শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন শফিকুল আলম। তিনি বলেন, ‘‘জামালপুর, হালুয়াঘাটে দেখেছি, নেতাদের প্যানা পোস্টার। রাজনৈতিক দলগুলো প্রার্থিতা ঘোষণা করেছে। যখন দুই-তিন সপ্তাহ পর থেকে সব দল প্রার্থীদের নাম দেওয়া শুরু করবে, তখন নির্বাচনি পরিবেশ জমজমাট হয়ে উঠবে।’’  

শফিকুল আলম আরো বলেন, ‘‘জুলাই সনদসহ অনেক ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে; আশা করি, পিআর ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। এটা নিয়ে সমস্যা হবে না। ১৫ তারিখ সব দল জুলাই সনদে সই করবে।’’  

বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলমকে ইসরাইলের কারাগার থেকে মুক্ত করতে ভূমিকা রাখায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ধন্যবাদ জানিয়েছেন বলে জানান প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, ‘‘আলোকচিত্রী শহিদুল আলম ইসরাইল থেকে একটি বিমানে ইস্তাম্বুলের পথে রয়েছেন। সার্বক্ষণিক তার খোঁজখবর রাখা হচ্ছে। ইস্তাম্বুলে পৌঁছলে তার সঙ্গে কথা বলে জানা যাবে, কখন বাংলাদেশে আসবেন। বাংলাদেশ দুতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে অবস্থান করছেন শহীদুল আলমকে রিসিভ করতে।’’

এ সময় ময়মনসিংহ প্রেস ক্লাবের সহ-সভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। 

ঢাকা/মিলন/বকুল

সম্পর্কিত নিবন্ধ