চট্টগ্রামে ব্যস্ততম সড়কে গুলিতে আবদুল হাকিম (৫২) নামে বিএনপির এক কর্মী খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের কাউকে গ্রেপ্তার করা যায়নি। শনাক্ত হয়নি ছয় অস্ত্রধারীর কেউ। তবে পুলিশ বলছে, তদন্ত অব্যাহত আছে।

এদিকে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক চারজনের মধ্যে তিনজনকে গতকাল বৃহস্পতিবার ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন মো.

নাছিম, মহিউদ্দিন ও আরাফাত হোসেন। খুনের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নিহত হাকিমের পরিবার।

গত মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মদুনাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের মাত্র ২০০ মিটার দূরে মোটরসাইকেলে করে এসে একদল অস্ত্রধারী প্রকাশ্যে গুলি করে মুহাম্মদ আবদুল হাকিমকে হত্যা করে। এ সময় তিনি রাউজানের খামার

সাদা গাড়িটিতে করে রাউজান থেকে চট্টগ্রামে ফিরছিলেন আব্দুল হাকিম। পথে হাটহাজারীর মদুনাঘাটে গাড়ি লক্ষ করে গুলি করে সন্ত্রাসীরা

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার শ্বাসকষ্ট, দোয়া চাইল বিএনপি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট হচ্ছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। মেডিকেল বোর্ড জানিয়েছে, তাঁর বুকে সংক্রমণ ও হৃদরোগের সমস্যা রয়েছে। বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

সম্পর্কিত নিবন্ধ