আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রথম পর্যায়ে ১০০টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রার্থীদের এই প্রাথমিক তালিকা ঘোষণা করা হবে। দ্বিতীয় পর্যায়ে যাচাই-বাছাই শেষ হলে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করার কথা বলছে দলটি।

আজ রোববার এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ১০০ প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে। একই দিন তোপখানা রোডের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে মনোনীত প্রার্থীদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের দুজন ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে গঠিত প্রার্থী বাছাই কমিটি দীর্ঘ কার্যক্রম শেষ করে ইতিমধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দিয়েছে। দলের কার্যনির্বাহী কাউন্সিলের সাম্প্রতিক এক সভায় সেই প্রতিবেদন মূল্যায়নের পর প্রথম পর্যায়ে ১০০টি আসনে দলের প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করা হয়।

মাসখানেক আগে এবি পার্টির আগ্রহী প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী, দল থেকে সর্বোচ্চসংখ্যক আসনে প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত জানানো হয়। এর ধারাবাহিকতায় প্রাথমিক এই তালিকা ঘোষণা করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে যাচাই–বাছাই শেষ হলে নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে আশা করা যাচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম

এছাড়াও পড়ুন:

মিস ইউনিভার্সের ‘ওয়ান্টেড’ মালিকের উত্থানের গল্প

মিস ইউনিভার্সের সহ-মালিক, থাই মিডিয়া টাইকুন অ্যান জ্যাকাফং জাক্রাজুতাটিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) থাইল্যান্ডের ব্যাংককের সাউথ মিউনিসিপাল কোর্ট এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। থাইল্যান্ডভিত্তিক গণমাধ্যম দ্য ন্যাশন এ খবর প্রকাশ করেছে। 

এ প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যান জ্যাকাফং জাক্রাজুতাটিপের বিরুদ্ধে প্রতারণার মামলাটি করেন ডা. রাউইওয়াত মাসকামাডল। বাদীপক্ষের দাবি, ২০২৩ সালের ২৪ জুলাই থেকে ৮ আগস্টের মধ্যে, আসামিরা মিথ্যা বিবৃতি এবং গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে ৩০ মিলিয়ন বাত আত্মসাৎ করেছে। এতে করে গুরুতর আর্থিক ক্ষতির মুখে ফেলেছে তাকে। রাউইওয়াত দণ্ডবিধির ৩৪১ ধারায় ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। 

আরো পড়ুন:

বাংলাদেশ জয়ী না হয়েও জিতেছে: মিথিলা

শ্যুটিংয়ে নিয়ে মডেলকে ধর্ষণ: পরিচালক নাসিরুদ্দিন গ্রেপ্তার

নানা বিতর্কের মধ্য দিয়ে কয়েক দিন আগে শেষ হয়েছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। এরই মধ্যে মিস ইউনিভার্সের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অ্যান জ্যাকাফং জাক্রাজুতাটিপ। সামনে এসেছে শূন্য থেকে বিশাল সাম্রাজ্য গড়ে তোলার প্রসঙ্গ।  

থাই মিডিয়া টাইকুন অ্যান জ্যাকাফং জাক্রাজুতাটিপ। থাইল্যান্ডের বিখ্যাত জেকেএন গ্লোবাল গ্রুপের মালিক এই রুপান্তরকামী নারী। বিশ্বের অন্যতম সুন্দরী প্রতিযোগিতার আসর মিস ইউনিভার্স। একসময় এটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানায় ছিল। ২০২২ সালের অক্টোবরে ২ কোটি ডলার মূল্যে এটি কিনে নেন অ্যান জাকাপং জাক্রাজুতাটিপ। মিস ইউনিভার্সের সর্বশেষ আসর তারই মালিকানায় অনুষ্ঠিত হয়েছে।  

নারী ধনকুবের অ্যান জ্যাকাফং জাক্রাজুতাটিপের সাফল্যে বিশ্বের মানুষ বিস্মিয় প্রকাশ করেন। কিন্তু তার জীবনের জার্নি মোটেও সহজ ছিল না। যৌন হেনস্তা থেকে শুরু করে নানারকম অত্যাচার সহ্য করে বর্তমান অবস্থানে পৌঁছেছেন তিনি। ১৯৭৯ সালের ১৭ ফেব্রুয়ারি থাইল্যান্ডে জন্মগ্রহণ করেন অ্যান জ্যাকাফং জাক্রাজুতাটিপ।  তার বাবা-মা থাইল্যান্ডের ব্যাংককে ভিডিও রেন্টের একটি দোকান চালাতেন। তারাই তাদের সন্তানকে ইংরেজি ভাষা শেখার আগ্রহ তৈরি করেন। পরবর্তীতে ইংরেজি ও থাই ভাষায় কথা বলতে শিখেন অ্যান। তবে তার শৈশব মোটেও সুখকর ছিল না। 

৪৬ বছরের অ্যান ছোটবেলায় ছেলেদের স্কুলে পড়াশোনা করতেন, যেখানে তাকে তার ক্লাসের বন্ধুরাও বিরক্ত করতো। শারীরিক গড়নে ছোটবেলা থেকেই অ্যান অন্যদের চেয়ে আলাদা ছিলেন; শিক্ষকের কাছেও যৌন হেনস্তার শিকার হন। এরপর স্কুলই ছেড়ে দেন তিনি। 

খুব ছোট বয়স থেকেই পেট্রোল পাম্পে কাজ শুরু করেন অ্যান জ্যাকাফং জাক্রাজুতাটিপ। এক সাক্ষাৎকারে তিনি জানান, ছোটবেলা থেকেই নিজেকে মেয়ে ভাবতেন তিনি। কিন্তু তার অভিভাবক এই মনোভাবকে সমর্থন করতেন না। এরপর অ্যান তার বাড়ি ছেড়ে দেন এবং পড়াশোনার জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। অস্ট্রেলিয়ার বন্ড ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন তিনি। 

আস্ট্রেলিয়াতে অবস্থান করার সময়ে মা-বাবার বিরুদ্ধে গিয়ে অ্যান নিজেকে নারীতে রূপান্তর করতে শুরু করেন। যদিও তিনি তার গলার স্বরকে পুরুষের মতোই রেখেছেন। কারণ অ্যান এটাকে নিজের পরিচয়ের অংশ বলে মনে করেন। 

পড়াশোনা শেষ করে অস্ট্রেলিয়া থেকে থাইল্যান্ডে ফিরে আসেন অ্যান জ্যাকাফং জাক্রাজুতাটিপ। শুধু তাই নয়, পারিবারিক সেই ভিডিও রেন্টের ব্যবসায় সহায়তা করেন। পারিবারিক ব্যবসায় সহায়তার পাশাপাশি নিজের ব্যবসা শুরুর প্রস্তুতিও নিয়ে ফেলেন। বর্তমানে অ্যান থাইল্যান্ডের টপ কনটেন্ট ম্যানেজমেন্ট ও ডিস্ট্রিবিউশন সংস্থা জেকেএন গ্লোবাল মিডিয়ার সিইও। 

জেকেএন গ্রুপের আওতায় স্বাস্থ্য, বিউটি, পানীয় ও ডিজিটাল সংবাদ চ্যানেল চালু করেন অ্যান জ্যাকাফং জাক্রাজুতাটিপ। বর্তমানে জেকেএন গ্লোবাল মিডিয়ার ১৫টি আলাদা আলাদা ব্যবসা রয়েছে।  ২০২০ সালে ফোর্বসের তালিকা অনুসারে বিশ্বের তৃতীয় ধনী রূপান্তরকামী নারী নির্বাচিত হন। তার মোট সম্পত্তির পরিমাণ ২১০ মিলিয়ন ডলার। 

অ্যান জ্যাকাফং জাক্রাজুতাটিপ দুই সন্তানের মা। অ্যান্ড্রু ও অ্যাঞ্জেলিকা নামে এক পুত্র এবং এক কন্যাসন্তান রয়েছে তার। কৃত্রিম গর্ভধারণের মাধ্যমে এই দুই সন্তান পৃথিবীর আলো দেখেছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • বিভাগীয় প্রধানের পদত্যাগের দাবিতে তড়িৎ প্রকৌশলের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন
  • ১০ বছর পর রাবির গোল্ড মেডেলিস্ট রফিকুলের মাস্টার্সের ফল প্রকাশ
  • মিস ইউনিভার্সের ‘ওয়ান্টেড’ মালিকের উত্থানের গল্প