মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধ শেষ হয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তিনি ইসরায়েলে যাচ্ছেন গাজা থেকে জিম্মিদের মুক্তির তদারকি করতে। খবর বিবিসির।
রবিবার ওয়াশিংটন ডিসি থেকে ইসরায়েলে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, গাজা যুদ্ধে অবসান হয়েছে। গাজায় দ্রুতই একটি শান্তি বোর্ড গঠিত হবে।
আরো পড়ুন:
মার্কিন পর্যটকদের ওপর ১০ হাজার ডলার ভিসা বন্ড আরোপ করল মালি
টেনেসির সামরিক কারখানায় বিস্ফোরণে নিহত ১৬
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমি মনে করি এটি স্বাভাবিক হতে চলেছে।”
রবিবার গাজায় তৃতীয় দিনের মতো ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি পালিত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, আজ সোমবার স্থানীয় সময় দুপুর নাগাদ হামাসের হাতে থাকা সব জিম্মিকে মুক্তি দিতে হবে।
প্রথম পর্যায়ের এই শান্তি চুক্তিতে গাজা থেকে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মি ও ২৮ জনের মরদেহ ফেরত আসার কথা রয়েছে। এর বিনিময়ে ইসরায়েল মুক্তি দেবে ২৫০ জন ফিলিস্তিনি বন্দি এবং গাজার ১৭০০ জনকে। পাশাপাশি মানবিক সহায়তার পরিমাণও বাড়ানো হবে।
ইসরায়েলি সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, জীবিত জিম্মিদের নিরাপদে ইসরায়েলে ফেরার পরই বন্দিদের মুক্তি দেওয়া হবে।
শনিবার তেল আবিবে শত-সহস্র মানুষ সমবেত হয়ে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানায়।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১২০০ ইসরায়েলি নাগরিক নিহত এবং ২৫১ জন জিম্মি হয়েছিলেন। সেই ঘটনার পর ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় নিহত হয় ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি। যার মধ্যে ১৮ হাজারের বেশি শিশু।
ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের পর তিনি সোমবার ইসরায়েল পৌঁছে নেসেটে (পার্লামেন্ট) ভাষণ দেবেন। এরপর তিনি যাবেন মিসরের শার্ম আল শেখে, যেখানে গাজা নিয়ে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে। মার্কিন প্রেসিডেন্ট ও মিসরের প্রেসিডেন্টের সভাপতিত্বে এই সম্মেলনে ২০টি দেশের নেতারা যোগ দেবেন।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র ইসর য় ল
এছাড়াও পড়ুন:
এনায়েতনগরে এনসিপি নেতা আল আমিনের গণসংযোগ
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিন দিনভর গণসংযোগ করেছেন। শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও প্রচার প্রচারনা চালায় এনসিপির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন এনসিপির প্রার্থী ও দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন।
দুপুরে মাসদাইর কবরস্থান মসজিদে জুমআর নামাজের পর গণসংযোগ শুরু করেন। মাসদাইর বাজার ও এর আশেপাশে প্রচার প্রচারনা চালানো হয়।
বিকেলে মাসদাইর পাকাপুল মসজিদ থেকে আব্দুল্লাহ আল আমিন এর নেতৃত্বে গণসংযোগ কর্মসূচি শুরু হয়। হেঁটে লিফলেট বিতরণের মাধ্যমে এনায়েতনগর ৭নং ও ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা পরিচালনা করা হয়।
এসময় বেকারী মোড়, স্কুল ঘর, খানকার মোড়, গাইবান্ধা বাজার, ঘোষের বাগ, গুদারা ঘাটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, সমস্যা শোনা এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরা হয়।
গণসংযোগে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন এবং এলাকাবাসীর ব্যাপক সাড়া পাওয়া যায়।