ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তিতে ভূমিকার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন। খবর দ্য গার্ডিয়ানের।

সোমবার (১৩ অক্টোবর) ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ট্রাম্পের উপস্থিতিতিতে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, “আপনার (ট্রাম্পের) নাম শুধু ইসরায়েলের নয়, বরং মানবজাতির ইতিহাসে খোদাই করা থাকবে।”

আরো পড়ুন:

ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প, পাচ্ছেন ‘প্রেসিডেন্ট পদক’

গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

নেতানিয়াহু বলেন, “এই আবেগঘন দিনে, যা আমাদের জনগণের ইতিহাসে খোদাই করা থাকবে, আপনার নামও আমাদের জাতির এঁতিহ্যের অংশ হয়ে থাকবে।”

নেতানিয়াহু এখানেই থেমে থাকেননি। তিনি ট্রাম্পের অবদানকে আরো উচ্চাসনে স্থান দিয়ে যোগ করেন, “ইতিমধ্যেই আপনার নাম মানবজাতির ইতিহাসে খোদাই করা হয়ে গেছে।” 

নেসেটে পাশে বসে থাকা ট্রাম্পকে উদ্দেশ্যে করে নেতানিয়াহু আরো বলেন, “আমরা জানি আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা কী ছিল, আমাদের বাকি জিম্মিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি নির্ণায়ক ভূমিকা।”

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, “এই মুহূর্তটির জন্য আমরা কতদিন অপেক্ষা করেছি। আমি সমগ্র জাতির পক্ষ থেকে আপনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই।”

নেতানিয়াহু তার ভাষণে ট্রাম্পকে ইসরায়েলের ‘সর্বকালের সেরা বন্ধু’ হিসেবে অভিহিত করেন। তিনি নেসেটকে বলেন, “ডোনাল্ড ট্রাম্প হলেন হোয়াইট হাউজে ইসরায়েল রাষ্ট্রের সবচেয়ে সেরা বন্ধু।”

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন,  “কোনো আমেরিকান প্রেসিডেন্ট ইসরায়েল রাষ্ট্রের জন্য এর চেয়ে বেশি কিছু করেননি, এমনকি কাছাকাছিও নয়, যেটি ট্রাম্প করেছেন।”

ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, এটি এমন একটি প্রস্তাব যা ‘আমাদের অঞ্চলে শান্তির ঐতিহাসিক সম্প্রসারণের দ্বার উন্মুক্ত করে’।

তিনি বলেন, “আমি এই শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, আপনি (ট্রাম্প) এই শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং একসাথে আমরা এই শান্তি অর্জন করব।” 

নেসেট ভাষণে নেতানিয়াহু আরো বেশ কয়েকটি কারণে ট্রাম্পকে ধন্যবাদ জানান। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য, মার্কিন দূতাবাসকে রাজধানীতে স্থানান্তর করার জন্য, গোলান হাইটসের উপর ইসরায়েলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়ার জন্য, জাতিসংঘে ইসরায়েলের পক্ষে দাঁড়ানোর জন্য, এছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি অধিকারকে স্বীকৃতি দেয়াসহ আব্রাহাম চুক্তির মধ্যস্থতা করার জন্যও তিনি ধন্যবাদ জানান।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র ইসর য় ল ইসর য় ল র খ দ ই কর আম দ র র জন য আপন র

এছাড়াও পড়ুন:

এনায়েতনগরে এনসিপি নেতা আল আমিনের গণসংযোগ 

নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিন দিনভর গণসংযোগ করেছেন। শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও প্রচার প্রচারনা চালায় এনসিপির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন এনসিপির প্রার্থী ও দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। 

দুপুরে মাসদাইর কবরস্থান মসজিদে জুমআর নামাজের পর গণসংযোগ শুরু করেন। মাসদাইর বাজার ও এর আশেপাশে প্রচার প্রচারনা চালানো হয়।

বিকেলে মাসদাইর পাকাপুল মসজিদ থেকে আব্দুল্লাহ আল আমিন এর নেতৃত্বে গণসংযোগ কর্মসূচি শুরু হয়। হেঁটে লিফলেট বিতরণের মাধ্যমে এনায়েতনগর ৭নং ও ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা পরিচালনা করা হয়।

এসময় বেকারী মোড়, স্কুল ঘর, খানকার মোড়, গাইবান্ধা বাজার, ঘোষের বাগ, গুদারা ঘাটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, সমস্যা শোনা এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরা হয়। 

গণসংযোগে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন এবং এলাকাবাসীর ব্যাপক সাড়া পাওয়া যায়।

সম্পর্কিত নিবন্ধ