দুই স্ত্রীর বিবাদে প্রাণ গেল যুবদল নেতার
Published: 14th, October 2025 GMT
বাগেরহাটের কচুয়া উপজেলায় জাহিদুল ইসলাম মিন্টু (৪৫) নামে এক যুবদল নেতাকে বাড়ির ভেতরে কুপিয়ে হত্যা করেছে কয়েকজন ব্যক্তি। সোমবার (১৩ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। পুলিশের ধারণা, দুই স্ত্রীর বিরোধের কারণে মিন্টু হত্যার শিকার হয়েছেন।
নিহত মিন্টু কচুয়া উপজেলার শিবপুর গ্রামের সরদার আবু বক্করের ছেলে।
আরো পড়ুন:
মানিকগঞ্জে ৫ লাশ উদ্ধার
নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা
পুলিশ জানায়, দুই বিয়ের কারণে মিন্টুর সংসারে অশান্তি চলছিল। গতকাল সোমবার রাতে তার দুই স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে ৮-১০ জন লোক বাড়িতে এসে মিন্টুকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে প্রথমে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মিন্টুকে মৃত ঘোষণা করেন।
রাড়িপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার রেজাউল হোসেন বলেন, “মিন্টুর দুই স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এরই মধ্যে গতকাল সোমবার রাতে বাইরে থেকে কিছু লোক গিয়ে মিন্টুকে হত্যা করে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।”
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.
তিনি আরো বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।”
ঢাকা/শহিদুল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য ব এনপ অভ য গ
এছাড়াও পড়ুন:
শুকনা আমের বাজার, সাফল্য দুই উদ্যোক্তার
কাঁচা আম শুকিয়ে শুকনা আম হিসেবে তা বিক্রি করে সাড়া ফেলে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের দুই কৃষি উদ্যোক্তা। শুকনা আম বানানো এত কঠিন কী, আর তাতে লাভই–বা কত? এমন প্রশ্ন আসতেই পারে। শুরুতেই জানিয়ে দিই, শুকনা আমের বৈশ্বিক বাজার ২২৪ কোটি মার্কিন ডলারের। প্রতি ডলারের বিনিময়মূল্য ১২২ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় সোয়া ২৭ হাজার কোটি টাকার বেশি।