ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ‘সুন্দরী নারী’ বলে সম্বোধন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার মিসরের অবকাসযাপনকেন্দ্র শারম আল শেখে আন্তর্জাতিক এক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় মেলোনির দিকে ফিরে এ কথা বলেন ট্রাম্প।

গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির নেতৃত্বে সোমবার শারম আল শেখে আলোচনায় বসেছিলেন ২০টির বেশি দেশের নেতারা। সেখানে উপস্থিত একমাত্র নারী সরকারপ্রধান ছিলেন মেলোনি।

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে নিজের প্রচেষ্টা নিয়ে সেখানে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প তাঁর পেছনে অন্যান্য নেতার সঙ্গে দাঁড়িয়ে থাকা মেলোনিকে উদ্দেশ্য করে বলেন, ‘যুক্তরাষ্ট্রে আপনি যদি কোনো নারীকে সুন্দরী বলেন, আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু আমি আমার সুযোগ নিতে চাই।’

আরও পড়ুনমিসরে ‘শান্তি সম্মেলনে’ ট্রাম্পের সঙ্গে যাঁরা থাকছেন১২ অক্টোবর ২০২৫

এরপর ট্রাম্প মেলোনির দিকে ঘুরে বলেন, ‘যদি আমি আপনাকে বলি, আপনি সুন্দরী, আপনি নিশ্চয়ই রাগ করবেন না, তাই না? কারণ, আপনি তা–ই।’

ওই সময় ৪৮ বছর বয়সী মেলোনিকে হাসতে এবং মাথা নাড়তে দেখা যায়।

ট্রাম্প ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ‘অসাধারণ’ নেতা বলেও বর্ণনা করেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইতালিতে তিনি (মেলোনি) খুবই সম্মানিত। তিনি একজন খুবই সফল রাজনীতিক।

আরও পড়ুনমিসরে ট্রাম্পের ‘শান্তি’ সম্মেলনে থাকছে না হামাস-ইসরায়েল১২ অক্টোবর ২০২৫

ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির নথিতে সোমবার ট্রাম্প এবং অন্য দেশের নেতারা স্বাক্ষর করেন। স্বাক্ষরিত নথি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কোনো তথ্য জানা যায়নি। স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, ‘এটি (যুদ্ধবিরতি) কার্যকর থাকবে।’

আরও পড়ুনগাজায় বোমাবর্ষণে ইসরায়েলকে সমর্থন, আন্তর্জাতিক আদালতে ইতালির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ০৮ অক্টোবর ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ন দর

এছাড়াও পড়ুন:

সাভারে ২৫ লাখ টাকা ছিনতাই: ৯ জন গ্রেপ্তার, ৫ লাখ টাকা উদ্ধার

ঢাকার সাভারে নগদ ২৫ লাখ টাকা ও বিভিন্ন ব্যাংকের ৩ কোটি ২৫ লাখ টাকার ৭টি পে-অর্ডার ছিনতাইয়ে মামলায় নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খান এ তথ্য জানান। গ্রেপ্তার ডাকাতদের কাছ থেকে ছিনতাইকৃত ৫ লাখ টাকা, একটি নোয়া মাইক্রোবাস, ডাকাতির কাজে ব্যবহৃত খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন:

ঝিনাইদহে মা-মেয়েকে মারধর, থানায় অভিযোগ

শ্রীনগরে অস্ত্র চালানোর প্রশিক্ষণের ভিডিও ভাইরাল

গত ২৫ সেপ্টেম্বর দুপুরে ডেলিকেট গার্মেন্টসের তিন কর্মকর্তাকে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে গাড়িতে তুলে নিয়ে মারধর করে তাদের কাছে থাকা ২৫ লাখ টাকা ও বিভিন্ন ব্যাংকের ৩ কোটি ২৫ লাখ টাকার ৭টি পে-অর্ডার ছিনিয়ে নেওয়া হয়।

গ্রেপ্তাররা হলেন, পাবনার চাটমোহর থানার শহিদুল ইসলাম (৪২), শেরপুরের শ্রীবরদী থানাধীন ধাতুয়া গ্রামের সুমন মিয়া (৬৫), পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার গাবুয়া গ্রামের ইদ্রিস (৪৮), মৌলভীবাজার জেলার রাজনগর থানার করতল এলাকার উজ্জ্বল (৪২), ফরিদপুরের আলফাডাঙ্গা থানাধীন ভাটপাড়া গ্রামের মামুন আহম্মেদ মিন্টু (৫২), মাগুরার সদর থানার বাটাজোর গ্রামের ইউনুস বিশ্বাসের ছেলে মেহেদী হাসান (২৭), সাতক্ষীরার দেবহাটা থানাধীন গুরুগ্রাম এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে শামীম আহম্মেদ সবুজ (৩২), পিরোজপুরের মঠবাড়িয়া থানার দক্ষিণ বড় মাচুয়া গ্রামের শাহাদাত (৬০) এবং শরীয়তপুরের সখিপুর থানার কানুন গো সাহেবের কান্দি গ্রামের মৃত নুরুল হক প্রধানের ছেলে মো. ফরহাদ হোসেন (৩৭)।

অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (১২ অক্টোবর) বিকালে সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে নোয়া মাইক্রোবাসসহ প্রথমে ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর কাকরাইল এলাকায় অভিযান চালিয়ে আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার (১৪ অক্টোবর) সাত দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

ডাকাতির মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর সাভারের ফুলবাড়িয়ার ডেলিকেট গার্মেন্টস লিমিটেডের তিন কর্মকর্তা জমি রেজিস্ট্রি করার জন্য ব্যাংক থেকে টাকা তুলে তেজগাঁও রেজিস্ট্রি অফিসে যাওয়ার পথে তাদের প্রাইভেটকারটি ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গাব্রিজ এলাকায় পৌঁছায়। সেখানে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতদলের সদস্যরা তাদের গাড়ির গতিরোধ করে। পরে ডাকাতরা তাদের নোয়া মাইক্রোবাসে তুলে নিয়ে হাতকড়া পরিয়ে মারধর করার পাশাপাশি সঙ্গে থাকা নগদ টাকা ও পে-অর্ডারগুলো ছিনিয়ে নিয়ে ভিন্ন ভিন্ন স্থানে নামিয়ে দেয়। 

২৬ সেপ্টেম্বর কারখানার একজন কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন। 
 

ঢাকা/সাব্বির/বকুল

সম্পর্কিত নিবন্ধ