মিশরে আয়োজিত গাজা শান্তি সম্মেলনে সহ-সভাপতির ভূমিকায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অপ্রত্যাশিতভাবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ হন মার্কিন প্রেসিডেন্ট। খবর হিন্দুস্তান টাইমসের।

সোমবার গাজা শান্তি সম্মেলনে প্রায় ৩০ জন রাষ্ট্রনেতার মধ্যে একমাত্র নারী ছিলেন মেলোনি। শান্তিচুক্তিতে স্বাক্ষরের পর ট্রাম্প উপস্থিত বিশ্বনেতাদের ধন্যবাদ জানানোর সময় মেলোনির প্রতি ব্যক্তিগত মন্তব্য করেন।

আরো পড়ুন:

ফিলিস্তিনের স্বীকৃতির দাবি এড়িয়ে গেলেন ট্রাম্প

‘মানবজাতির ইতিহাসে আপনার নাম খোদাই করা থাকবে’: ট্রাম্পকে নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমাদের এখানে একজন নারী আছেন, একজন তরুণী। আমি আসলে এটা বলার অনুমতি পাই না, কারণ যুক্তরাষ্ট্রে কোনো নারীকে সুন্দর বললে সাধারণত সেটিই হয় আপনার রাজনৈতিক জীবনের সমাপ্তি।"

এরপর মেলোনির দিকে ঘুরে ট্রাম্প যোগ করেন, “আমি ঝুঁকি নিচ্ছি, কিন্তু বলতে চাই- আপনি সত্যিই সুন্দরী। আশা করি এতে আপনি কিছু মনে করবেন না। এখানে আসার জন্য ধন্যবাদ, আমি কৃতজ্ঞ।”

ট্রাম্পের মুখে নিজের এমন প্রশংসা শুনে মেলোনি হেসে ওঠেন। তবে ট্রাম্প এইটুকুতে থামেননি। প্রশংসা অব্যাহত রেখে তিনি মেলোনিকে একজন ‘অবিশ্বাস্য নেত্রী’ এবং ‘সফল রাজনীতিবিদ’ বলেও উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, “মেলোনি এখানে আসতে চেয়েছিলেন। ইতালিতে তাকে সবাই খুব শ্রদ্ধা করে। উনি একজন সফল রাজনীতিবিদ।”

গাজ়ার শান্তি চুক্তি নিয়ে আলোচনার মঞ্চে মেলেনিকে নিয়ে ট্রাম্পের এমন মন্তব্যের ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। 

এদিকে, একই সম্মেলনে মেলোনির আরেকটি ভিডিওও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে তাকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে হাস্যরসাত্মক আলাপ করতে দেখা যায়। পাশে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ভিডিওতে এরদোয়ান মেলোনিকে উদ্দেশ্য করে বলেন, “আপনাকে দেখতে চমৎকার লাগছে, তবে আমি আপনাকে ধূমপান ছাড়তে বাধ্য করব।” মেলোনি তখন হাসতে হাসতে জবাব দেন, “আমি জানি, আমি জানি।”

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র স ন দর

এছাড়াও পড়ুন:

কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৩০

কিশোরগঞ্জের ইটনায় গরু চুরি চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

রবিবার (১২ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন-রানার্সআপ ঘোষণা নিয়ে সংঘর্ষ, আহত ১২

ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

নিহত রোমান মিয়া (২২) একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাফর ইকবাল জানান, গজারিয়া গ্রামের ইউপি সদস্য জসিম উদ্দিন ও একই এলাকার আবদুল করিমের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। কয়েকদিন আগে জসিম উদ্দিনের বাড়ি থেকে গরু চুরি চেষ্টার অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। বিষয়টি সামাজিকভাবে মীমাংসার কথা থাকলেও রবিবার উভয় পক্ষের অন্তত চার শতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।

তিনি জানান, সংঘর্ষ চলাকালে জসিম উদ্দিনের পক্ষের রোমান মিয়াসহ কয়েকজন আহত হন। স্থানীয়রা তাদের কিশোরগঞ্জ এবং পাশ্ববর্তী সিলেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোমান মিয়াকে মৃত ঘোষণা করেন। বাকিরা এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। 

ঢাকা/রুমন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ভাত দেওয়ার মুরোদ না থাকা গোঁসাইয়ের কিল কেন শিক্ষকের পিঠে
  • হাদিসের ভিত্তি, চর্চা ও স্তর
  • বগুড়ায় মদপানে আরো একজনের মৃত্যু, নিহত বেড়ে ৫
  • তামান্নাকে নিয়ে আন্নু কাপুরের ‘অশ্লীল’ মন্তব্য
  • সায়েন্স ল্যাব মোড়ে ব্লকেড কর্মসূচি ঢাকা কলেজের ছাত্রদের
  • নেতানিয়াহুকে ক্ষমা করে দিতে ট্রাম্পের আহ্বান
  • বগুড়ায় বিষাক্ত মদপানে অসুস্থ পাঁচজনেরই মৃত্যু
  • অধ্যাদেশের দাবিতে বিক্ষোভ, ঢাকা কলেজে শিক্ষককে হেনস্তা, কাল শিক্ষা ক্যাডারের কর্মবিরতি
  • কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৩০