শমিত-তপুকে নিয়ে একাদশে আসতে পারে তিন পরিবর্তন, বিবেচনায় জায়ানও
Published: 14th, October 2025 GMT
ঢাকায় ৯ অক্টোবর হংকং চায়নার বিপক্ষে হাভিয়ের কাবরেরার একাদশ নির্বাচন নিয়ে হয়েছিল বিস্তর সমালোচনা। সেদিন কোচ একাদশে রাখেননি শমিত সোম, জায়ান আহমেদ, ফাহামিদুল ইসলাম ও জামাল ভূঁইয়াকে। দ্বিতীয়ার্ধে এই খেলোয়াড়েরা বদলি হিসেবে নামার পর বাংলাদেশের খেলায় আসে প্রাণ, আর ৩-১ গোলে পিছিয়ে থেকেও ম্যাচ শেষ হয় ৩-৩ সমতায়। যদিও শেষ পর্যন্ত বাংলাদেশ হেরেছে ৪-৩ গোলে।
তখন থেকেই আলোচনায় ছিল, ফিরতি ম্যাচে কোচ সংশোধন করবেন একাদশ? আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ছটায় হংকংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচে কাবরেরা একাদশে অন্তত তিনটি পরিবর্তন আনতে পারেন বলে জানা গেছে। টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানিয়েছেন, শমিত সোম ও তপু বর্মণকে শুরুর একাদশে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ। অন্য এক সদস্য জানান, লেফট ব্যাকে নামতে পারেন জায়ান আহমেদ, যিনি সর্বশেষ ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে ঝলক দেখিয়েছেন।
হংকংয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচে বাংলাদেশের প্রথম একাদশ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৭০ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের উখিয়া উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়ন পরিচালিত এ অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (১৩ অক্টোবর) রাতে অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
আরো পড়ুন:
লালন মেলায় মাদক কারবারিদের মারধরে সাংবাদিক আহত
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পালংখালী বিওপির বিশেষ টহলদল সীমান্ত পিলার বিডি-১৯ থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে কাটাখাল মিজানের ঘের এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার দিক থেকে একজন ধানক্ষেতের ভেতর দিয়ে বাংলাদেশে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি হাতে থাকা রঙিন কাপড়ে মোড়ানো একটি পোটলা ফেলে নাফ নদী পাড়ি দিয়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে রঙিন কাপড়ে মোড়ানো ব্যাগে মোট ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে হ্নীলা বিওপিতে স্থাপিত রাডারের মাধ্যমে সীমান্ত পিলার বিআরএম-১২ এলাকার উত্তর-পূর্ব দিকে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। পরে বিজিবির বিশেষ টহলদল সেখানে ফাঁদ পেতে অভিযান চালায়। এক চোরাকারবারি জালিয়াপাড়া সুইচগেটের কাছে আসলে তাকে চ্যালেঞ্জ করলে হাতে থাকা কালো প্লাস্টিক ব্যাগ ফেলে নাফ নদীতে ঝাঁপ দেয়।
ঘটনাস্থল থেকে ব্যাগ উদ্ধার করে তাতে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, পলাতক মাদক চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া ও টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/তারেকুর/বকুল