বন্দরে মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত
Published: 7th, November 2025 GMT
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত ৮টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব হাজীপুর এলাকায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু বলেন, ফ্যাস্টিট সরকার গনতন্ত্র হরণ করার মাধ্যমে এদেশের মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে।
আপনারা দেখেছেন তারা দিনের ভোট রাতে নিয়ে গেছে।৫ আগস্টের পর সাধারন জনগন ভোটের অধিকার ফিরে পাচ্ছে। এখন আমাদের সকল ভেদাভেদ ভূলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয় করতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটি সদস্য মোঃ শহিদুল ইসলাম রিপনের সভাপতিত্বে মত বিনিময় প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু।
কলাগাছিয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বিএনপি নেতা বাদল ঢালী সঞ্চালনায় মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি সদস্য মনোয়ার হোসেন শোখন, একই আহবায়ক কমিটি অপর সদস্য এডঃ শরীফুল ইসলাম শিপলু, বন্দর উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক এডঃ আকবর হোসেন, বন্দর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু, মহানগর বিএনপি নেতা মোঃ আলমগীর হোসেন, বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান, ২৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি বুলবুল ও কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা দ্বীন ইসলাম প্রমুম।
মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, মদনপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবু মেম্বার, মুছাপুর ইউনিয়ন সাবেক যুবদল নেতা নূর হোসেন, ২২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কাজী সোহাগ, কলাগাছিয়া ইউনিয়ন যুবদল নেতা বাবুল মিয়া, বাচ্চু মিয়া, আব্দুল হাতেম, দিলদার ফকির, সাঈদ ও বন্দর থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মিলনসহ ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ কল গ ছ য় য বদল র র ব এনপ ইসল ম সদস য
এছাড়াও পড়ুন:
বিএনপির মনোনীত প্রার্থী মাসুদের পক্ষে আনুর নেতৃত্বে শহরে গণসংযোগ
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনুর নেতৃত্বে শহরে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ (সদর -বন্দর) আসনের ধানের শীষের প্রার্থী জনাব মাসুদুজ্জামান মাসুদের পক্ষে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ রেডিমেট পোষাক প্রস্তুতকারক বানিজ্যিক এলাকা ২নং রেল গেইট সংলগ্ন ১৬ নং ওয়ার্ডের আলমাস পয়েন্ট থেকে শুরু করে জমির সুপার মার্কেট,রহমত উল্ল্যা মার্কেট,ভূঁইয়া মার্কেট,হাকিম মার্কেট,ভাই ভাই মার্কেট, সোহরাওয়ার্দী মার্কেট,ফজর আলী ট্রেড সেন্টার হয়ে নয়ামাটি হোসিয়ারী মার্কেটে ধানের শীষ ও ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু বলেন, জনকল্যাণমুখী রাজনীতির জন্য নারায়ণগঞ্জ ৫ আসনের মাসুদুজ্জামান মাসুদ ভাইকে মনোনয়ন দিয়েছেন। আমরা নারায়ণগঞ্জের একটি নতুন ধারার সুস্থ রাজনীতির বিকাশ ঘটাতে যাচ্ছি।
মাসুদুজ্জামান এর নেতৃত্বে আমরা নারায়ণগঞ্জকে বসবাস যোগ্য ও নিরাপদ নগরী গড়ে তুলবো, ইতিমধ্যে নমিনেশন দেওয়ার পরে কিছু কুচক্রী ও মুক্ত স্বৈরাচার দলের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে এবং শৃঙ্খলা ভঙ্গ করে অপপ্রচার চালাচ্ছে, এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
আমরা এই সকল অপপ্রচার এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদ ভাই এর পরিবার একটি জাতীয়তাবাদী পরিবার।
তিনি আরো বলেন, ইসলামী মূল্যবোধ, আত্মমর্যাদাশীল জাতি গঠন, স্বাধীনতার সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তারেক রহমানের নির্দেশনায় মাসুদুজ্জামানের নেতৃত্বে সামাজিক সুশাসন ও নারায়ণগঞ্জ থেকে সন্ত্রাস চাঁদাবাজ, মাদক, কিশোর গ্যাং নির্মূলে সকল জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নে আমরা মাঠে নেমেছি।
এসময় উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সরকার আলম, ৯০ এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ছাত্রদল ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জয়নাল আবেদীন, সাবেক সদর থানা যুবদলের সভাপতি বিএনপি নেতা জাহাঙ্গীর মাতবর, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য মোঃ জুবায়ের আলম জ্বলক, ১৪ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আক্তার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ফোরামের জেলা সাধারণ সম্পাদক কার্তিক,১৩ নং ওয়ার্ড বিএনপির নেতা আওলাদ, বাশার, ইব্রাহিম, হাসান, ১৫ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক ইসলাম,
তারেক জিয়া প্রজন্ম দলের সিঃ সহ সভাপতি মোশাররফ হোসেন,১৫ নং ওয়ার্ড যুবদল নেতা আকিব,সাগর, সুজিত,নারায়ণগঞ্জ মহানগর, সদর থানা বিএনপি ও যুবদল, ছাত্রদল, কৃষক দলের নেতৃবৃন্দ যথাক্রমে দেলোয়ার, নুর আলম,সিপন,মোস্তাক,শাহ জালাল,টমাস,সেলিম,সুজন, সঞ্জু,জিতু,রাকিব, বাবু প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন জনাব মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের কঠোর নির্দেশ শৃঙ্খলা বজায় রেখে সকল পর্যায়ের বিএনপির ত্যাগী নেতাকর্মীদের সম্মিলিত ঐক্যবদ্ধতায় ধানের শীষের পক্ষে জনগণকে সাথে নিয়ে গুপ্ত স্বৈরাচার কে প্রতিরোধ করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ।
ধানের শীষ প্রার্থী কে নিয়ে জনমনে সকল বিভ্রান্তি, ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সবাই সম্মিলিত ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক চিন্তায় প্রতিরোধ করার আহবান জানান।