সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
Published: 13th, November 2025 GMT
সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ শান্ত (২৬) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বোধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের আজীবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শান্ত সিদ্ধিরগঞ্জ দক্ষিণ আজীবপুর রেললাইন এলাকার চাঁন বাদশার ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শান্ত কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি সাদা জিপারে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শান্ত স্বীকার করেছে সে সিদ্ধিরগঞ্জ এবং আশপাশের এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত শান্তর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ সময় তিনি দৃঢ়তার সাথে বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ
এছাড়াও পড়ুন:
জাপানের প্রধানমন্ত্রী ২ থেকে ৪ ঘণ্টা ঘুমান
জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি জানিয়েছেন, তিনি প্রতি রাতে মাত্র দুই থেকে চার ঘন্টা ঘুমান। বৃহস্পতিবার আইনসভা কমিটিকে তিনি এ কথা বলেছেন।
গত সপ্তাহে সংসদীয় অধিবেশনের প্রস্তুতির জন্য তাকাইচি তার অফিসে ভোর ৩টার কর্মী সভার আয়োজন করেন। এ ঘটনায় সমালোচনার মুখে পড়েন তিনি।
জাপানের কুখ্যাত দীর্ঘ কর্মঘণ্টা হ্রাস করার গুরুত্ব সম্পর্কে প্রশ্ন করা হলে তাকাইচি বলেছেন, “আমি এখন প্রায় দুই ঘন্টা ঘুমাই, সবচেয়ে বেশি সময় চার ঘন্টা। আমার মনে হয় এটি আমার ত্বকের জন্য খারাপ।”
জাপান দীর্ঘদিন ধরে একটি সুস্থ কর্মজীবন ভারসাম্য বজায় রাখতে লড়াই করছে। অনেক কর্মী অফিসে প্রচণ্ড চাপের সম্মুখীন হচ্ছেন। এমনকি অতিরিক্ত কাজের কারণে মারা যাওয়া লোকদের জন্য ‘কারোশি’ শব্দটিও রয়েছে।
অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করার জন্য ওভারটাইম কাজের সর্বোচ্চ সীমা বাড়ানোর বিষয়ে তার সরকারের আলোচনার ব্যাখ্যাও চাওয়া হয়েছিল তাকাইচির কাছে।
তিনি আলোচনার পক্ষে যুক্তি দিয়ে তিনি জানান, শ্রমিক ও নিয়োগকর্তাদের বিভিন্ন চাহিদা রয়েছে। কিছু মানুষ জীবিকা নির্বাহের জন্য দুটি চাকরি করতে পছন্দ করে, অন্যদিকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ওভারটাইমের উপর কঠোর সীমা আরোপ করে। তবে যেকোনো পরিবর্তন নিশ্চিত করবে যে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে।
তিনি বলেন, “প্রকৃতপক্ষে, যদি আমরা এমন একটি পরিস্থিতি তৈরি করতে পারি যেখানে লোকেরা তাদের ইচ্ছানুযায়ী শিশুর যত্ন নেওয়ার দায়িত্বের মধ্যে সঠিকভাবে ভারসাম্য বজায় রাখতে পারে ও কাজ করতে, অবসর সময় উপভোগ করতে এবং আরাম করতে সক্ষম হয় - তাহলে তা আদর্শ হবে।”
তাকাইচি গত মাসে জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন।
ঢাকা/শাহেদ