নেত্রকোনার কেন্দুয়ায় স্কুলছাত্রীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হামলার শিকার হয়েছেন একজন শিক্ষক।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে কেন্দুয়া উপজেলার সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে এ হামলা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আহত শিক্ষক মো. মহসীন আলম ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙ্গালী জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে স্কুলের পাশ দিয়ে যাওয়া কয়েকজন বখাটে যুবক রাস্তা থেকে বিদ্যালয়ের ছাত্রীদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য ও ক্লাসরুমে ইট-পাটকেল নিক্ষেপ করে আসছিল। আজও ক্লাশ চলাকালে তারা একই ঘটনা ঘটালে প্রতিবাদ জানান শিক্ষক মহসিন আলম। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা তাকে নানাভাবে গালিগালাজ করে এবং ‘দেখে নেবে’ বলে হুমকি দেয়। মহসিন আলম তাদের সঙ্গে কথা বলতে গেলে বখাটেরা অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে কিল-ঘুষি মারে এবং দ্রুত পালিয়ে যায়। আহত মহসিন আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়।

প্রধান শিক্ষক জানান, তিনি এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেছেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেছেন, “প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক আমাকে মৌখিকভাবে জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/ইবাদ/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মহস ন

এছাড়াও পড়ুন:

এবার রাবির ৩ বিভাগে ভর্তির জন্য দিতে হবে লিখিত পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন, আইন ও ভূমি প্রশাসন বিভাগ এবং ইংরেজি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য শিক্ষার্থীদের বসতে হবে লিখিত পরীক্ষায়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্তরা এই বিভাগগুলোতে ভর্তির সুযোগ পাবেন। 

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিভিন্ন বিভাগে ভর্তির শর্ত প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ইংরেজি, আইন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে ভর্তির ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইংরেজি বিষয়ে ৫০ নম্বরের একটি সমন্বিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন:

রাবিতে জিএস-রেজিস্ট্রার বাকবিতণ্ডা: বিএনপিপন্থি শিক্ষকদের নিন্দা

গাঁজা সেবনের অভিযোগে রাবির ৬ শিক্ষার্থী আটক

ইংরেজি বিভাগের জন্য ওই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্য থেকে ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ১ হাজার ৫০০ জন, আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের জন্য এমসিকিউ পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় অংশে ৪৫ শতাংশ নম্বর পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রথম ১ হাজার ৫০০ জনকে নিয়ে সমন্বিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইংরেজি বিভাগের জন্য শুধু লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা ও অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে। অপরদিকে আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের জন্য এমসিকিউ ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত যৌথ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে।

এবারের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছরে সিলেকশন থাকবে না। দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে। এছাড়া এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত হবে।

‘এ’ (মানবিক) ইউনিটের আবেদন ফি ১ হাজার ৩২০ টাকা, ‘বি’ (বাণিজ্য) ইউনিটের আবেদন ফি ১ হাজার ১০০ টাকা ও ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের আবেদন ফি ১ হাজার ৩২০ টাকা। সব ইউনিটের ফি ১০ শতাংশ সার্ভিস চার্জসহ নির্ধারণ করা হয়েছে।

ঢাকা/ফাহিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ