হারারেতে শুরু হয়েছিল, মিরপুরে শেষ। মাঝে কেটে গেছে ১৭ বছর। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ৮ বলে ৫ রানের এক ইনিংস দিয়ে ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব তামিম ইকবালের। শেষটা হয়েছে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ৫৮ বলে ৪৪ রানের ইনিংস দিয়ে।

মাঝের এই ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ১৫২৫৪ রান তুলতে তামিম যে ৪৫২টি ইনিংস খেলেছেন, তার অনেকগুলো বদলে দিয়েছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাস, অনেক ইনিংসে ক্রিকেট বিশ্বই নতুন করে চিনেছে বাংলাদেশকে।

আরও পড়ুনতামিম, সেসবই তাহলে মনে রাখি১১ জানুয়ারি ২০২৫

২০০৭ বিশ্বকাপে পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে যে সাহসী ও উদ্ধত এক তরুণকে চিনেছিল ক্রিকেট বিশ্ব, অবসরের পর তাঁকে অন্তত পারফরম্যান্সের বিচারে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান বলতে দ্বিধা থাকার কথা না কারোরই। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ২২ বার ম্যাচসেরা হয়েছেন, ৭ বার সিরিজ–সেরা। আবার ম্যাচ বা সিরিজ–সেরা না হয়েও এ দেশের ক্রিকেটপ্রেমীদের মনে চিরকাল জায়গা করে নেওয়া ইনিংসও কী কম তামিমের! দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে তামিমের সেরা ইনিংসগুলো বেছে নিতে বললে অনেকেই অনেক রকম তালিকা করবেন। আচ্ছা, কাজটা যদি তামিম নিজে করেন? মানে, তামিমের চোখে তাঁর সেরা ইনিংস কোনগুলো?

গত শুক্রবার রাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ