বরিশালের হয়ে সাকিবকে ছাড়িয়ে গেলেন তামিম
Published: 16th, January 2025 GMT
বিপিএলের উত্তেজনা এখন চট্টগ্রামের বীর চট্টলায়। এ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল। ঢাকার বিপক্ষে অনায়াসে জয় তুলে নিয়েছে বরিশাল। দলের অধিনায়ক তামিম ইকবালের অনবদ্য ৬১ রানের ইনিংস বরিশালের জয়ে বড় ভূমিকা রেখেছে। এই ইনিংস খেলার পথে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গড়েছেন নতুন এক রেকর্ডও।
আগে ব্যাট করে ঢাকার পক্ষে তানজিদ তামিমের ৬২ রানের ইনিংসে ভর করে দলটি ১৯.
এদিন ফিফটি করে বরিশালের হয়ে সবচেয়ে বেশি অর্ধশতকের রেকর্ডে সাকিব আল হাসানকে ছাড়িয়ে যান তামিম। এর আগে বরিশালের হয়ে সাকিব এবং তামিম দুজনেরই ছিল ছয়টি করে ফিফটি। তবে তামিম এদিন সপ্তম ফিফটি করে এই রেকর্ড নিজের করে নিয়েছেন।
সাকিব বরিশালের জার্সিতে ২২ ইনিংসে করেছিলেন ছয়টি ফিফটি। তামিম সাতটি ফিফটি করেছেন ৩০ ইনিংসে। এছাড়া তামিম বরিশালের প্রথম ব্যাটার হিসেবে এক হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন।
এই রেকর্ডগড়া ইনিংস দিয়ে তামিম শুধু নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতাই বজায় রাখেননি, বরিশালকেও শক্ত অবস্থানে নিয়ে গেছেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল ত ম ম ইকব ল র কর ড
এছাড়াও পড়ুন:
সিলেট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) ভোরে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, দুপুরে মাহফুজুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
আরো পড়ুন:
সাভারে পোশাক শ্রমিককে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
জামালপুরে জেলা আ.লীগের নেতা গ্রেপ্তার
ঢাকা/নুর/বকুল