বিপিএলের উত্তেজনা এখন চট্টগ্রামের বীর চট্টলায়। এ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল। ঢাকার বিপক্ষে অনায়াসে জয় তুলে নিয়েছে বরিশাল। দলের অধিনায়ক তামিম ইকবালের অনবদ্য ৬১ রানের ইনিংস বরিশালের জয়ে বড় ভূমিকা রেখেছে। এই ইনিংস খেলার পথে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গড়েছেন নতুন এক রেকর্ডও।  

আগে ব্যাট করে ঢাকার পক্ষে তানজিদ তামিমের ৬২ রানের ইনিংসে ভর করে দলটি ১৯.

৩ ওভারে সংগ্রহ করে ১৩৯ রান। তবে সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিম ইকবালের ৪৮ বলে ৬১ রান এবং ডেভিড মালানের ৪১ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংসে বরিশাল ২৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে।  

এদিন ফিফটি করে বরিশালের হয়ে সবচেয়ে বেশি অর্ধশতকের রেকর্ডে সাকিব আল হাসানকে ছাড়িয়ে যান তামিম। এর আগে বরিশালের হয়ে সাকিব এবং তামিম দুজনেরই ছিল ছয়টি করে ফিফটি। তবে তামিম এদিন সপ্তম ফিফটি করে এই রেকর্ড নিজের করে নিয়েছেন।  

সাকিব বরিশালের জার্সিতে ২২ ইনিংসে করেছিলেন ছয়টি ফিফটি। তামিম সাতটি ফিফটি করেছেন ৩০ ইনিংসে। এছাড়া তামিম বরিশালের প্রথম ব্যাটার হিসেবে এক হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন।  

এই রেকর্ডগড়া ইনিংস দিয়ে তামিম শুধু নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতাই বজায় রাখেননি, বরিশালকেও শক্ত অবস্থানে নিয়ে গেছেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল ত ম ম ইকব ল র কর ড

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ