১০ ট্রাক অস্ত্র মামলার আসামি এনামুলের মুক্তি
Published: 16th, January 2025 GMT
চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) তৎকালীন মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল সোয়া তিনটার দিকে তিনি মুক্তি লাভ করেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ইব্রাহিম রাজু এর সত্যতা নিশ্চিত করেছেন।
ইব্রাহিম রাজু জানান, ১০ ট্রাক অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে চট্টগ্রাম কারাগারে বন্দি ছিলেন কে এম এনামুল হক। উচ্চ আদালত থেকে তার খালাস প্রাপ্তির রায় গতকাল (বুধবার) রাতে চট্টগ্রাম কারাগারে পৌঁছে। সবকিছু যাচাই করে এবং আইনগত সকল প্রক্রিয়া সম্পন্ন করে বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়। এসময় কারাফটকে তার স্বজনরা উপস্থিত ছিলেন।
ঢাকা/রেজাউল/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গণতন্ত্রে যাওয়ার ওপরে নির্ভর করছে বাংলাদেশের অস্তিত্ব: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনৈতিক অস্বাভাবিক পরিস্থিতির পরিবেশে বসবাস করছি। ফ্যাসিস্ট বিদায় নিলেও গণতন্ত্র এখনো ফিরে আসেনি। গণতন্ত্রে যাওয়ার ওপরে নির্ভর করছে বাংলাদেশের অস্তিত্ব।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অবিলম্বে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ের সংস্কারে একমত হয়েছে, সেগুলো বাস্তবায়ন করে দ্রুত নির্বাচন দিন। আর যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়নি সেগুলো লিখিতভাবে নির্বাচিত পার্লামেন্টে উপস্থাপন করুন। দয়া করে রাজনৈতিক দলগুলোকে অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোনো চুক্তি করবেন না, যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বাইরে যাবে।
শ্রমিকদের অধিকারের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যুগের পরিবর্তন হয়েছে কিন্তু শ্রমিকের প্রয়োজন কমেনি। বারবার সরকার এসেছে কিন্তু শ্রমিকদের ন্যায্য পাওনা কেউই দিতে পারেনি। দেশে সবচেয়ে বঞ্চিত খেটে খাওয়া মানুষ।