শীতে বান্দরবানের সৌন্দর্য দর্শনার্থীদের মাঝে যতটা আনন্দ বয়ে আনে, ঠিক এর বিপরীতে পাহাড়ে বসবাসরত সুবিধাবঞ্চিত শীতার্তদের জন্য অনেকটা দুর্ভোগ হয়ে নেমে আসে। পাহাড়ি জনপদে শীতের প্রকোপ অনেকটাই বেশি। সুবিধাবঞ্চিত অধিকাংশ জনগোষ্ঠীর জন্য শীত কখনও শহুরে জনজীবনের মতো রোমাঞ্চকর হয়ে ওঠে না। ঘন কুয়াশা ও তীব্র শীতের থাবায় নিদারুণ কষ্ট ও দুঃসহ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে দেশের বিভিন্ন প্রান্তের অসহায় সুবিধাবঞ্চিত মানুষেরা। কেউ অট্টালিকায় আরামের ঘুমে বিভোর, কেউ আবার রাস্তার পাশে, রেলস্টেশনে বা বাসস্ট্যান্ডে কোনো রকমে একটা গরম কাপড় নিয়ে রাত পার করছে, কেউ বা আবার গরম পোশাক না পেয়ে সারারাত আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এটিই বাস্তব চিত্র! এসব দেখে মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ‘মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশন’-এর তরুণ স্বেচ্ছাসেবকরা। 
বান্দরবান আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘শীতে সুবিধাবঞ্চিত প্রাথমিক শিক্ষার্থীদের সকালের ঘন কুয়াশা উপেক্ষা করে শীতের পোশাক ছাড়া ক্লাসে আসা অনেকটা চ্যালেঞ্জিং। এ পরিস্থিতিতে শীতার্তদের মাঝে উষ্ণতার পরশ নিয়ে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশনের সদস্যরা। যারা দীর্ঘদিনের প্রচেষ্টায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।’ 
এ বিষয়ে মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশন বান্দরবানের ডেপুটি টিম লিডার ছমিরা আক্তার শিরিন বলেন, ‘বান্দরবান সদর, রুমা উপজেলা এবং শহরের অলিগলিতে ভবঘুরে, ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’
শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বসিত আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রহিম বলে, ‘কম্বল আর চাদর উপহার পেয়ে আমরা অনেক খুশি। যারা আমাদের উপহার দিয়েছেন ওনাদের ধন্যবাদ।’ 
বান্দরবানের টিম লিডার ইয়াসিন আরাফাত বলেন, ‘বান্দরবানের শীতার্ত মানুষের পাশাপাশি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে মানবিক পাঠশালা সবসময় কাজ করে যাবে।’
মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশনের পরিচালক ইয়াসিন আরাফাত বলেন, ‘বান্দরবানের পাশাপাশি চট্টগ্রামেও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে মানবতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশন। আগামীতে সারাদেশে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব।’
২০১৯ সালের একদল স্বপ্নবাজ তারুণ্যের হাত ধরে প্রতিষ্ঠিত হয় মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশন। ২০২৪ সালের জুলাই মাসে যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত যুব সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছে সংগঠনটি। বর্তমানে কক্সবাজার, বান্দরবান এবং চট্টগ্রামের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছেন সংগঠনটির সদস্যরা।  u

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ন দরব ন র

এছাড়াও পড়ুন:

ঠিক কতটুকু ডিটারজেন্ট ব্যবহার করলে কাপড় হবে পরিষ্কার, অপচয়ও কমবে

ডিটারজেন্ট কতটুকু ব্যবহার করবেন

গড়পড়তা ২–৩ কেজি কাপড়ের জন্য ২ টেবিল চামচের বেশি ডিটারজেন্ট লাগে না।

ডিটারজেন্টের মাপার ক্যাপ কখনো পূর্ণ করবেন না। অধিকাংশ সময় এত কাপড় একসঙ্গে ধোওয়া হয় না।

একটি মাত্র পোশাক ভিজিয়ে রাখতে চাইলে প্রতি গ্যালন (৩ দশমিক ৭৮ লিটার)

পানিতে ১ চা–চামচ ডিটারজেন্ট যথেষ্ট।

অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহারের লক্ষণ

কাপড়ে ডিটারজেন্টের আস্তর লেগে থাকবে।

কাপড় শক্ত, খসখসে বা আঠালো হয়ে যাবে।

রঙিন কাপড় ম্লান ও সাদা কাপড় ধূসর হয়ে যাবে।

ওয়াশিং মেশিন থেকে দুর্গন্ধ আসবে।

আরও পড়ুনধোয়ার পর কাপড়ের ক্ষতি হবে না, যদি মেনে চলেন এসব উপায়১৪ অক্টোবর ২০২৪কোন কোন বিষয়ের ওপর নির্ভর করবে ডিটারজেন্টের পরিমাণ

কাপড়ের পরিমাণ ও ধরন: তোয়ালে, বিছানার চাদরের মতো ভারী কাপড়ের জন্য ডিটারজেন্ট একটু বেশি দরকার হয়।

কাপড় কতটা নোংরা: দাগযুক্ত কাপড়ে সামান্য বাড়তি ডিটারজেন্ট দিন।

পানির খরতা: খর পানিতে ডিটারজেন্ট বেশি লাগে, মৃদু পানিতে কম।

হাতে কাপড় ধোওয়ার সময়

ছোট বালতি (৩–৮ লিটার পানি): ১ চা–চামচ

মাঝারি বালতি (৯–১৪ লিটার পানি): ২ চা–চামচ

বড় বালতি (১৫ লিটারের বেশি পানি): ১ টেবিল চামচ

কাপড় দেওয়ার আগে পানিতে ডিটারজেন্ট ভালোভাবে গুলিয়ে নিন। তাতে অবশিষ্টাংশ কাপড়ে আটকে থাকবে না।আরও পড়ুনধোয়া কাপড় থেকেও দুর্গন্ধ বেরোচ্ছে? জেনে রাখুন সমাধান০২ অক্টোবর ২০২৩কাপড়ের ধরন অনুযায়ী

সিল্ক ও পশমি কাপড়: ১/২–১ চা–চামচ (প্রতি ৩–৮ লিটার পানি)

সুতি ও সিনথেটিক কাপড়: ১ চা–চামচ (ময়লা বেশি হলে সামান্য বাড়ান)

খুব নোংরা কাপড়: আগে দাগ পরিষ্কার করে নিন, তারপর ১.৫ চা–চামচ পর্যন্ত ডিটারজেন্ট দিন।

দাগ দূর করার টিপস

কোনো দাগ সহজে না উঠলে তার ওপর সরাসরি সামান্য ডিটারজেন্ট লাগিয়ে আলতো করে ঘষুন।

পরে পানিতে ভিজিয়ে নিন।

এতে পুরো বালতিতে অতিরিক্ত ডিটারজেন্ট দিতে হবে না।

পর্যাপ্ত ডিটারজেন্ট ব্যবহার করছেন কি না বুঝবেন যেভাবে

কাপড় ধোয়ার পর সাবানের আস্তর বা গন্ধ থাকবে না।

কাপড় হবে নরম ও আরামদায়ক।

লন্ড্রি পড ব্যবহার করলে

ছোট লোড: ১ পড

মাঝারি লোড: ২ পড

বড় লোড: ৩ পড

সূত্র: গুড হাউসকিপিং

আরও পড়ুনবডি স্প্রে নাকি পারফিউম—কখন, কোথায়, কোনটা ব্যবহার করবেন২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ