খাল খনন পরিদর্শনে ৩ উপদেষ্টা, সংকট নিরসনে কড়া বার্তা
Published: 19th, January 2025 GMT
চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপের অংশ হিসেবে গতকাল শনিবার মহানগরীর বহদ্দারহাটে বারইপাড়া খাল খনন কার্যক্রম ও আশপাশের খাল-নালার পরিস্থিতি পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। পরিদর্শনের সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজমের সঙ্গে ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা.
আজ রোববার মহানগরীর জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি মতবিনিময় সভা করবেন উপদেষ্টারা। ওই তিন উপদেষ্টার সঙ্গে যুক্ত হবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সংকট নিরসনে একটি কর্মপরিকল্পনা নির্ধারণ করে আগামী মার্চ মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য লক্ষ্য দেওয়া হবে সংস্থাগুলোকে। লক্ষ্য পূরণে ব্যর্থ হলে সংস্থাগুলোকে জবাবদিহি করতে হবে।
খাল খনন কার্যক্রম পরিদর্শন শেষে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, শহরের জলাবদ্ধতা নিরসনে কাজ করতে আমরা চট্টগ্রামে এসেছি। আগামী বর্ষা মৌসুমের আগে একটা দৃশ্যমান উন্নতির চেষ্টা করছি। আগামীকাল (আজ) আমরা সবার সঙ্গে সার্কিট হাউসে আলোচনায় বসব। সেখানে একটা কর্মপরিকল্পনা তৈরি করব। এ কর্মপরিকল্পনা সংস্থাগুলোকে জানিয়ে দেওয়া হবে। মার্চের মধ্যে বাস্তবায়নযোগ্য কিছু সুনির্দিষ্ট কাজ তাদের দেওয়া হবে। কোনো অজুহাত শোনা হবে না। ব্যর্থতার দায় তাদের নিতে হবে। আমরা একটা দৃশ্যমান উদ্যোগ দেখতে চাই। না হলে এসব প্রকল্পের আদৌ প্রয়োজন আছে কিনা, আমরা ভেবে দেখব।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, প্রকল্পগুলো যদি জলাবদ্ধতা সমস্যার সমাধান করতে না পারে, তাহলে সেসব প্রকল্প নিয়ে সরকার নতুনভাবে ভেবে দেখবে।
মূলত জলাবদ্ধতা নিরসনে প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সংস্থাগুলোর সমন্বয়ের অভাব রয়েছে। খালগুলো ভরাট হওয়ার তিনটি বড় কারণ আছে। খালের জায়গায় ব্যক্তি মালিকানায় বড় ভবন গড়ে তোলা হয়েছে। পাহাড় কাটার ফলে মাটি পড়ে এবং পলিথিন ও প্লাস্টিকে খাল ভরাট হয়ে যাচ্ছে।
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) দুটি, সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ড একটি করে প্রকল্প বাস্তবায়ন করছে। চার প্রকল্পে মোট ব্যয় প্রায় ১৪ হাজার ৩৫১ কোটি টাকা। এর মধ্যে ২০১৭ সালে শুরু হওয়া ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি সবচেয়ে বড়। ৮ হাজার ৬২৬ কোটি টাকা ব্যয়ে এটি বাস্তবায়ন করা হলেও কোনো সুফল পায়নি নগরবাসী।
উৎস: Samakal
কীওয়ার্ড: উপদ ষ ট প রকল প ন রসন নগর র
এছাড়াও পড়ুন:
ছুটি না পেয়ে অসুস্থ শ্রমিকের মৃত্যু, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় লারিজ ফ্যাশনের পোশাক কারখানায় অসুস্থ হয়ে রিনা আক্তার (৩২) নামের এক শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
সোমবার (৩ নভেম্বর) সকালে তারা মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে থানা পুলিশের সঙ্গে হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানিয়েছেন, রিনা আক্তার অসুস্থ অবস্থায় কারখানায় কাজ করছিলেন। রোববার তিনি বেশি অসুস্থতা অনুভব করলে ছুটি চেয়ে আবেদন করেন। তবে, কর্তৃপক্ষ ওই শ্রমিকের আবেদনে সাড়া না দিয়ে কাজ করতে বাধ্য করেন। ওই নারী গুরুতর অসুস্থ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লে তাৎক্ষণিকভাবে সহকর্মীরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অবরোধকারী শ্রমিকদের অভিযোগ, তাদের সহকর্মীর মৃত্যুর জন্য মালিকপক্ষ দায়ী। রিনা অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে ছুটি দেওয়া হয়নি। চিকিৎসার অভাবে মারা গেছেন তিনি।
লারিজ ফ্যাশনের মালিকপক্ষ ও কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন শ্রমিকরা।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে লারিজ ফ্যাশন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শিমুল বলেছেন, আমাদের একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়। এতে আমাদের কোনো গাফিলতি নেই। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেছেন, সহকর্মীর মৃত্যুর জন্য গার্মেন্টস মালিকপক্ষ দায়ী, এমন অভিযোগ করে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। ঘটনাস্থলে থানা পুলিশের সঙ্গে হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশও আছে। শ্রমিকরা রাস্তা থেকে সরে গেছেন। যানচলাচল স্বাভাবিক হয়েছে।
ঢাকা/অনিক/রফিক