গার্দিওলার বিশ্বাস সিটি পুরোনো ছন্দে ফিরেছে
Published: 20th, January 2025 GMT
ইপসউইচকে তাদেরই মাঠে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। রোববার (২০ জানুয়ারি, ২০২৫) এই ম্যাচ জিতে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের সেরা চারে উঠে এসেছে দলটি। অথচ এই ম্যাচের আগেও নাজেহাল অবস্থা ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। গত বছরের সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে ইপসউইসকে হারানোর আগ পর্যন্ত ২৬ ম্যাচ খেলা সিটিজেনদের জয় ছিল মাত্র ৯টি!
স্বাভাবিকভাবেই ৬-০ গোলের জয় দারুণ উদীপ্ত করেছে ম্যানসিটিকে। সেই আত্মবিশ্বাসেই দলটির ম্যানেজার পেপ গার্দিওলা জানালেন- তারা আগের অবস্থায় ফিরে এসেছেন।
ইপসউইচের বিপক্ষে সিটি বিরতির আগে ও পরে ৩টি করে গোল করে। প্রথমার্ধে ফিল ফোডেনের জোড়া গোলের সাথে একবার জালের ঠিকানা পেয়েছেন মাতিও কোভোচিচ। বিরতির পর গোল পান দুদিন আগেই সাড়ে ৯ বছরের জন্য সিটির সাথে নতুন চুক্তি করা আর্লিং হালান্ড। বাকি গোল দুটি করেন জেরেমি ডকু এবং জেমস এমকেতি।
আরো পড়ুন:
সিটির সঙ্গে সাড়ে নয় বছরের চুক্তি করে হালান্ড বললেন- ‘প্রিয় ডিফেন্ডাররা, আমি এখানে থাকতে এসেছি’
জয়বঞ্চিত ক্লান্ত ম্যানসিটি
২২ ম্যাচ শেষে সিটির পয়েন্ট ৩৮। সমান ম্যাচে নিউক্যাসেলেরও পয়েন্ট ৩৮। তবে গোল ব্যবধানে (+৩) এগিয়ে থাকায় সেরা চারে গার্দিওলার দল। শীর্ষ থাকা লিভারপুল ১২ পয়েন্ট এগিয়ে। ২১ ম্যাচে অল রেডদের সংগ্রহ ৫০ পয়েন্ট।
ম্যাচ শেষে আবেগাপ্লুত সিটি ম্যানেজার গার্দিওলা জানান, “আমরা সত্যিই খুশি। আমরা আবার সেই দল হয়ে উঠেছি যেভাবে বিগত ১০ বছর সবাই আমাদের চিনত।”
বড়দিনের পর এটাই ম্যানসিটির সবচেয়ে স্বস্তিদায়ক জয়। ম্যাচ শেষে দলের পারফরম্যান্সের ব্যাপারে জিজ্ঞেস করলে ম্যানসিটির স্প্যানিশ ম্যানেজার জানান, “খুব ভালো, হয়তো আমাদের সেরা না, কিন্তু আমাদের ধারাবাহিকতার কাছাকাছি। বল পায়ে সবাই ছিল দ্রুত, তীক্ষ্ণ; একে অপরের সাথে বোঝাপড়া ভালো ছিল।”
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
করিডর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান
করিডর দেওয়া না–দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জনগণের কাছ থেকে আসতে হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বৃহস্পতিবার বিকেলে মহান মে দিবসে আয়োজিত শ্রমিক সমাবেশে ‘করিডর’ নিয়ে কথা বলেন তারেক রহমান। জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের রাখাইনে সহায়তা পাঠানোর জন্য ‘মানবিক করিডর’ স্থাপন নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের স্বাধীনতাপ্রিয় জনগণ মনে করে, করিডর দেওয়া না–দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। এ ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম, এটাই রীতি।’
জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এই সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডর হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতা–সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনো আলোচনা করার প্রয়োজন বোধ করেনি।
দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তী সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কি না কিংবা নেওয়া উচিত কি না, এই মুহূর্তে সেই বিতর্ক তুলতে চান না উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপির বক্তব্য স্পষ্ট—বিদেশিদের স্বার্থ নয়, অন্তর্বর্তী সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে।
ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এ বছর রমজান মাসে নিত্যপণ্যের দাম তুলনামূলকভাবে সহনীয় থাকায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তারেক রহমান। তবে তিনি বলেন, রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার চাল ও তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। চাল–তেলের দাম বেড়েছে কিন্তু মানুষের আয় বাড়েনি। তাহলে জনগণ এখন তাদের এমন ভোগান্তির কথা কার কাছে, কোথায় কীভাবে বলবে?
নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সমাবেশে নেতা-কর্মীদের একাংশ। ঢাকা, ১ মে