সাবেক আইজিপি বেনজীরের সাভানা রিসোর্টে হঠাৎ অভিযান
Published: 21st, January 2025 GMT
সাবেক আইজিপি বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্কে অভিযান শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। আজ মঙ্গলবার সকাল ১১টা ৫০ মিনিটে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল পার্কে প্রবেশ করে। তারা পার্কের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
অভিযানে প্রতিনিধি দলটি পার্কের বিভিন্ন অফিস পক্ষের কম্পিউটার ও ফাইলপত্র যাচাই-বাছাই করছে। পার্কের কর ফাঁকির বিষয়টি তারা তদন্ত করছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে আর কী কী বিষয়ে তদন্ত করা হবে তা এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের জানানো হয়নি। তদন্ত কার্যক্রম শেষ হলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলা হবে বলে প্রতিনিধি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বেনজীর পুলিশের প্রধান ও র্যাবের মহাপরিচালক থাকাকালে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক গড়ে তোলেন। জমি দখল করে এই পার্কটি করা হয়েছে বলে গত বছর অভিযোগ ওঠে। গত বছরের জুনে এ পার্কটি আদালতের নির্দেশে ক্রোক করা হয়। পরে স্থানীয় প্রশাসন এটির দায়িত্বভার গ্রহণ করে। পার্কটির রিসিভার নিয়োগ করা হয়েছে। তারা পার্কটি পরিচালনা করছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//