দায় নিচ্ছেন না ব্যবস্থাপনা কমিটির সদস্যরা
Published: 22nd, January 2025 GMT
জয়পুরহাটের আক্কেলপুরে আড়াই শতাধিক বিনিয়োগকারীর প্রায় ৮৫ কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া দুই এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর খোঁজ মেলেনি। ফলে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা এখন টাকা ফেরত পাওয়ার আশায় দ্বারে দ্বারে ঘুরছেন। এ বিষয়ে সমকালে গত ১৪ জানুয়ারি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এনজিও দুটির ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে থাকা সদস্যরা এর দায় নিতে চাইছেন না। তারা বলছেন, কমিটির পদে থাকার বিষয়ে তারা জানতেনই না। আবার উপজেলা সমবায় অফিস বলছে, অডিটে কখনোই ওই তিন এনজিওর প্রতারণার বিষয়টি তারা জানতে পারেননি। গ্রাহকের টাকা নিয়ে পালিয়ে যাওয়া ওই দুই এনজিও হলো পারভীন সমাজকল্যাণ সংস্থা ও সমতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি। প্রতিষ্ঠান দুটির তদারকির দায়িত্বে থাকা উপজেলা সমবায় কর্মকর্তা আবু হাশেম মো.
জানা গেছে, ২০১৭ সালে আক্কেলপুরের ছয় ব্যক্তি উপজেলা সমবায় অফিসে আবেদন করে সমতা সমবায় সমিতি নামে নিবন্ধন নেয়। পরে সেটি সংশোধন করে সমতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি নামে আওতাভুক্ত সদস্যদের মধ্যে ক্ষুদ্র ঋণদান কর্মসূচি পরিচালনা করে। ওই সমিতিতে ২০২২ সালে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হয়। তার পর থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত কমিটির সভাপতি রায়কালী ইউনিয়নের মোফাজ্জল হোসেনের ছেলে সুলতান মাহমুদ, সহসভাপতি পোপীনাথপুর ইউনিয়ের আব্দুল আজিজের মেয়ে স্বপ্না বানু, সম্পাদক তিলকপুর ইউনিয়নের আলতাফ হোসেনের ছেলে কে এম নুরুজ্জামান, কোষাধ্যক্ষ রায়কালী ইউনিয়নের ফারুকুল ইসলামের ছেলে এনায়েত আহম্মেদ এবং সদস্য তিলকপুর ইউনিয়নের রেজাউল ইসলামের মেয়ে নূরুন নেছা এবং রায়কালী ইউনিয়নের আহম্মেদ আলীর ছেলে মুক্তার হোসেন দায়িত্বে রয়েছেন। সর্বশেষ ২০২৩ সালের অডিট অনুযায়ী, তাদের মূলধন ছিল ২৭ লাখ ৩৩ হাজার ৫০৪ টাকা। মোট সদস্য ছিল ৪৮৫ জন।
সমতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির প্রধান কার্যালয় উপজেলার রায়কালী ইউনিয়নের চন্দনদীঘি বাজারে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় এবং ব্যবস্থাপনা কমিটির পদে থাকা ছয় ব্যক্তিই আক্কেলপুরের। অপরদিকে পারভিন সমাজকল্যাণ সংস্থার প্রধান কার্যালয় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে। কিন্তু গ্রাহকদের বলা হতো, সান্তাহার ও নওগাঁয় সদরদপ্তর তাদের। উপজেলায় ছয়টি শাখায় দুই প্রতিষ্ঠানের কার্যক্রম একই কার্যালয় এবং একই কর্মী দ্বারা পরিচালিত হতো।
এ বিষয়ে জানতে সমতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুলতান মাহমুদ, সম্পাদক কে এম নুরুজ্জামান ও সদস্য মুক্তার হোসেনের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। জানা গেছে, তারাও ফোন বন্ধ করে গা-ঢাকা দিয়েছেন। তবে অপর তিনজন বলছেন ভিন্ন কথা। সহসভাপতি স্বপ্না বানু ও কোষাধ্যক্ষ এনায়েত আহম্মেদের ভাষ্য, তারা সমতাতে চাকরি করতেন। এর বেশি তাদের জানা নেই। ব্যবস্থাপনা কমিটিতে থাকার বিষয়টিও তারা অস্বীকার করেন।
কমিটির আরেক সদস্য নূরুন নেছা বলেন, কয়েক বছর আগে আমি ওই প্রতিষ্ঠানে একটি সঞ্চয় রেখেছিলাম। এর বেশি আমার জানা নেই। আমি কখনও ওই প্রতিষ্ঠানে যাইনি। তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।
এ প্রসঙ্গে জেলা সমবায় কর্মকর্তা মর্জিনা বেগম জানান, সমতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির পালিয়ে যাওয়ার বিষয়ে তিনি অবগত নন। অডিটের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রশিক্ষণে আছি; এখন কথা বলতে পারব না।
এ বিষয়ে আক্কেলপুরের ইউএনও মনজুরুল আলম বলেন, সাধারণ মানুষ বেশি মুনাফার লাভে পড়ে ওই দুটি প্রতিষ্ঠানে টাকা আমানত রেখেছিলেন। দুই প্রতিষ্ঠানের কার্যালয় বর্তমানে তালাবদ্ধ রয়েছে। তবে তাদের বিরুদ্ধে এখনও কেউ অভিযোগ দেয়নি।
উৎস: Samakal
কীওয়ার্ড: ক ষ দ র ব যবস য় কম ট র এনজ ও ইউন য় সদস য উপজ ল
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফতুল্লার লামাপাড়ায় মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনী সনদ প্রদান, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলায় মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানে প্রয়াস বিগত ২২ বছর যাবত নিরবিচ্ছিন্নভাবে সেবা করে যাচ্ছে।
সব ধরনের আইন ও বিধি-বিধান মেনে সেবার মানোন্নয়ন প্রয়াসের বর্তমান লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানসম্পন্ন টেকসই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রম কেন্দ্রটি পরিচালনা করে থাকে।
জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, প্রয়াসে চিকিৎসা কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, বিভিন্ন মেয়াদে সুস্থ থাকার স্বীকৃতি ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারনায় অংশগ্রহণ প্রয়াসের টেকসই চিকিৎসা পরিকল্পনার অংশ।
তিনি আরো বলেন, আমরাই প্রথম নারায়ণগঞ্জে ৪০ বেডে লাইসেন্স প্রাপ্ত মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র। প্রয়াসের প্রতিষ্ঠা ২০০৩ সালে হলেও আমরা লাইসেন্স পেয়েছি ২০০৬ সালে। গত ২০২১ সাল থেকে আমরা প্রতিবছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়ে আসছি।
এসময় তিনি অভিভাবক প্রতিনিধি ও প্রাক্তন সদস্যদের প্রয়াসের সামগ্রিক কার্যক্রমে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, অফিসার এডমিন সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার শেখ ফরিদ উদ্দিন ও মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শওকত হোসেন, লিটন, আমজাদ, বাবুসহ রিকোভারীবৃন্দ।