ইউপি সদস্যের গুদামে নকল সার, জরিমানা
Published: 23rd, January 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক ইউপি সদস্যের গুদাম থেকে ৪৯ বস্তা টিএসপি ও ডিপিএ নকল সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের দাতমন্ডল গ্রামে মেসার্স কাউছার এন্টারপ্রাইজের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউস সারোয়ার। মেসার্স কাউছার এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো.
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য কাউছার মিয়া নকল সারের ব্যবসা করে আসছিলেন। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় ওই ইউপি সদস্যের গুদাম থেকে ৪৯ বস্তা টিএসপি ও ডিএপি নকল সার উদ্ধার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলায় পলাতক থাকায় তাকে পাওয়া যায়নি। পরে গুদামে থাকা কর্মচারী রিপন মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা বলেন, ‘‘আমি যোগদানের পর থেকেই শুনছি, নাসিরনগরের কিছু এলাকায় নকল সার বিক্রি হচ্ছে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নকল সার জব্দ করা হয়েছে।’’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউস সারোয়ার বলেন, ‘‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারা লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার লাইসেন্স বাতিল করার জন্য সুপারিশ করা হয়েছে।’’
ঢাকা/রুবেল/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর নকল স র উপজ ল সদস য
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল