বন্ধ হচ্ছে কেয়া কসমেটিকসের ডাইং ও ইউটিলিটি বিভাগও
Published: 23rd, January 2025 GMT
শেয়ারবাজারে তালিকাভুক্ত কেয়া কসমেটিকস কোম্পানির কারখানা আগামী ১ মে থেকে এবং ডাইং ও ইউটিলিটি বিভাগ আগামী ২৫ মে থেকে স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। কারখানা বন্ধের জন্য বাজার অস্থিতিশীল, ব্যাংকের সঙ্গে হিসাবের অমিল, কাঁচামালের অপর্যাপ্ততা এবং কারখানার অপ্রতুল উৎপাদন কার্যক্রমকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘোষণা প্রকাশ করা হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে।
কেয়া কসমেটিকসের কোম্পানি সচিব নূর হোসেন সমকালকে বলেন, সব কারখানা নয়, কোম্পানির গার্মেন্ট সম্পর্কিত বিভাগ ও কারখানা স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত হয়েছে। কেয়া কসমেটিকস, কেয়া ডিটারজেন্ট এবং কেয়া সোপ কারখানা সম্পূর্ণরূপে চালু থাকবে। তিনি জানান, আগেই চার কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। নতুন করে ডাইং বিভাগ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কেয়া কসমেটিকস কোম্পানির চারটি বিভাগের অধীনে তাদের সব কারখানা পরিচালিত হয়। বিভাগগুলো হলো– কসমেটিকস, নিট কম্পোজিট, স্পিনিং এবং কটন বিভাগ। শ্রমিক অসন্তোষের পর ডিসেম্বর থেকে গার্মেন্ট সম্পর্কিত বিভাগের কারখানাগুলো বন্ধ আছে। এসব কারখানায় প্রায় ১০ হাজার শ্রমিক ও কর্মচারী কর্মরত ছিলেন, যার উল্লেখযোগ্য অংশ শ্রবণ ও বাকপ্রতিবন্ধী।
গতকাল ডিএসইতে কেয়া কসমেটিক্স কোম্পানির শেয়ার ৪ টাকা ৯০ পয়সা থেকে ৫ টাকা ১০ পয়সার মধ্যে ৮ লাখ ৫৫ হাজার শেয়ার পৌনে ৪৩ লাখ টাকায় কেনাবেচা হয়েছে।
কারখানা বন্ধের তথ্য গত ৮ জানুয়ারি ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ হয়। তখন ডিএসইর একটি চিঠির পরিপ্রেক্ষিতে কেয়া কসমেটিকস ফিরতি চিঠিতে জানায়, রপ্তানি আয়ের অর্থ তিনটি ব্যাংক এ কোম্পানির বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টে জমা না করায় কাঁচামাল আমদানিসহ সার্বিক পরিচালন ব্যয় মেটাতে পারছে না। এ কারণে কেয়া স্পিনিং, কটন, গার্মেন্ট ও নিটিং ডিভিশন এবং কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড বন্ধ করে দিতে হয়েছে। কেয়া কসমেটিকসের ব্যবস্থাপনা পরিচালক খালেদা পারভিন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, গত চার বছর ধরে তারা তাদের বার্ষিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছেন। এর কারণ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ ব্যাংক এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলসহ (এফআরসি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
চিঠিতে ব্যবস্থাপনা পরিচালক জানান, ২০০৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত কোম্পানির রপ্তানি কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ব্যাংকের সঙ্গে বৈদেশিক মুদ্রা লেনদেনে সমস্যার সৃষ্টি হয়েছে। এর উল্লেখযোগ্য হলো– ২০০৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাউথইস্ট ব্যাংকের মাধ্যমে খোলা এলসির বিপরীতে রপ্তানি আয় ছিল ১১১ কোটি ১৮ লাখ ৬০ হাজার ডলার। তবে কোম্পানির বৈদেশিক মুদ্রা (এফসি) অ্যাকাউন্টে ২৬ কোটি ৬০ লাখ ডলার জমা হয়নি। একইভাবে পূবালী ব্যাংকের মাধ্যমে খোলা এলসির মাধ্যমে ২০০৭ থেকে ২০১৫ সালের মধ্যে রপ্তানি আয় ১৬ কোটি ৭০ লাখ ডলারের কোনো অর্থ এফসি অ্যাকাউন্টে জমা হয়নি। এ ছাড়া ন্যাশনাল ব্যাংকের সঙ্গে খোলা এলসির বিপরীতে ২০০৯ থেকে ২০১৫ সালের মধ্যে রপ্তানি আয় ছিল ৫ কোটি ৮৪ লাখ ৭০ হাজার ডলার, যার কোনো অর্থ এফসি অ্যাকাউন্টে জমা হয়নি। চিঠিতে কেয়া কসমেটিকসের এমডি বলেন, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, বৈদেশিক বন্ডেড ওয়্যারহাউস সুবিধা ব্যবহারের ক্ষেত্রে এফসি ক্লিয়ারিং অ্যাকাউন্টের মাধ্যমে বিটিবি বা আমদানির অর্থ পরিশোধ করতে হবে। কিন্তু উল্লেখিত ব্যাংকগুলো এ নিয়ম মানেনি।
তিনি আরও বলেন, এ সমস্যার কারণে ব্যাংকিং সুবিধা স্থগিত হওয়ায় কেয়া কসমেটিকসের কার্যক্রমে মারাত্মক প্রভাব পড়েছে। বেতন দিতে দেরি হওয়ায় গত ২৬ ডিসেম্বর শ্রমিকরা বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেন। ফলে তাদের কেয়া স্পিনিং ডিভিশন কটন, গার্মেন্ট ও নিটিং ডিভিশন এবং কেয়া ইয়ার্ন মিলস বন্ধ করে দিতে হয়েছে। তবে কেয়া কসমেটিকস এবং ডাইং সেকশন চালু রয়েছে। তিনি বলেন, সমস্যাগুলো জানানোর পর বিএসইসি একটি নিরীক্ষা প্রতিষ্ঠানকে তদন্তের দায়িত্ব দিয়েছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কোম্পানির আর্থিক হিসাব চূড়ান্ত করতে বা রপ্তানি কার্যক্রম পুরোপুরি চালু করতে পারছেন না।
উৎস: Samakal
কীওয়ার্ড: কসম ট ক পর চ ল সমস য
এছাড়াও পড়ুন:
পুঁজিবাজারে ধারাবাহিক পতনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি
পুঁজিবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা পর্যবেক্ষণে অস্বাভাবিক এবং সন্দেহজনক বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
তাই বিষয়টি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে তদন্ত করে খতিয়ে দেখা প্রয়োজন বলে করে কমিশন। ফলে সাম্প্রতিক সময়ে পুঁজিবাজার নিম্নমুখী প্রবণতার কারণ খতিয়ে দেখতে বেশ কিছু শর্ত নির্ধারণ করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে বিএসইসি।
গত রবিবার (২৭ এপ্রিল) এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। বিএসইসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা রাইজিংবিডি ডটকমকে এই তথ্য জানিয়েছেন।
আরো পড়ুন:
‘অরেঞ্জ বন্ড অন্তর্ভুক্তিমূলক পুঁজিবাজার তৈরির সুযোগ দিচ্ছে’
যমুনা অয়েলের ৯ মাসে মুনাফা বেড়েছে ৩৭.৭৮ শতাংশ
তদন্তের বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) অবহিত করা হয়েছে।
গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন-বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শামসুর রহমান, উপ-পরিচালক মুহাম্মদ ওরিসুল হাসান রিফাত, ডিএসইর সহকারী মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান এবং সিডিবিএলের সহকারী ব্যবস্থাপক কাজী মিনহাজ উদ্দিন।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রাজনৈতিক ক্ষমতার পট পরিবর্তনের পর পুঁজিবাজারের হাল ধরেন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। ওই দিন অর্থাৎ ১৯ আগস্ট ডিএসইর প্রধান ডিএসইএক্স সূচক ছিল ৫৭৭৫.৪৯ পয়েন্টে। তিনি কাজে যোগ দেওয়ার ৮ মাস অতিবাহিত হলেও পুঁজিবাজারে গতিশীলতা ফিরে আসেনি। বরং, ক্ষেভে বিনিয়োগকারীরা সড়কে নেমে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সর্বশেষ সোমবার (২৮ এপ্রিল) ডিএসইর ডিএসইএক্স সূচক কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫২.৭৯ পয়েন্টে। ফলে প্রায় ৮ মাসে ডিএসইএক্স সূচক ৮২২.৭০ পয়েন্ট কমেছে।
এমন পরিস্থিতি বিএসইসির গঠিত তদন্ত কমিটি সাম্প্রতিক সময়ে পুঁজিবাজার নিম্নমুখী প্রবণতার কারণ খতিয়ে দেখবে। এ কাজে কোনো কারসাজি চক্র জাড়িত আছে কি-না এবং বাজারে চক্রান্তকারী গুজব রটিয়েছে কিনা-তা খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।
বিএসইসির তদন্তের আদেশ
সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারের নিম্নমুখী প্রবণতা পর্যবেক্ষণ করেছে বিএসইসি, যা অস্বাভাবিক এবং সন্দেহজনক বলে মনে করা হচ্ছে। তাই কমিশন বিষয়টি পুঁজিবাজার এবং সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে তদন্ত করে দেখা প্রয়োজন বলে মনে করছে। এরই ধারাবাহিকতায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ (১৯৬৯ সালের অধ্যাদেশ নম্বর XVII) এর ২১ ধারা এবং বাংলাদেশ সিকিউরিটিও অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৫ নম্বর আইন) এর ১৭(ক) ধারার প্রদত্ত ক্ষমতাবলে কমিশন আলোচ্য বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছে। উক্ত তদন্ত কার্যক্রম পরিচালনা করার জন্য বিএসইসি, ডিএসই এবং সিডিবিএলের ৪জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হলো। গঠিত তদন্ত কমিটির কর্মকর্তারা এই আদেশ জারির তারিখ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে এ সংক্রান্ত একটি প্রতিবেদন কমিশনে দাখিল করবে।
যেসব বিষয় খতিয়ে দেখবে তদন্ত কমিটি
ডিএসইএক্স সূচকের সাম্প্রতিক পতনের কারণ চিহ্নিত করা। বাজারে গুজব ছড়ানোর সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা অন্য কোনো আনুষঙ্গিক বিষয় থাকলে তা চিহ্নিত করা। গঠিত তদন্ত কমিটি বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য সুপারিশ প্রদান করা।
এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম রাইজিংবিডি ডটকমকে বলেন, “বিনিয়োগকারীদের স্বার্থে সাম্প্রতিক সময়ে পুঁজিবাজার নিম্নমুখী প্রবণতার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটি কি কি কারণে বাজার পতনমুখী প্রবণতায় রয়েছে তা খতিয়ে দেখবে। একইসঙ্গে বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য কি কি করা প্রয়োজন সে বিষয়েও সুপারিশ প্রদান করবে তদন্ত কমিটি।”
ঢাকা/এনটি/এসবি