ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার পথে একধাপ এগিয়ে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিতলেই কিংবা পরিত্যক্ত হলে সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ। 

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১২টায় ওয়ার্নার পার্কে উইন্ডিজের বিপক্ষে লড়াইয়ে নামবেন নিগার সুলতানা জ্যোতিরা। খেলাটি সরাসরি দেখা যাবে টফিতে।

তিন ম্যাচ সিরিজ এখন ১-১ সমতায়। যেকোনো সংস্করণে উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের এটি ছিল প্রথম জয়। সব মিলিয়ে ওয়ানডে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ২১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান সপ্তমে। স্বাগতিক ভারতসহ ছয়টি দল সরাসরি বিশ্বকাপে যাবে। 

আরো পড়ুন:

আইসিসির বর্ষসেরা একাদশে পাকিস্তানের ৩, ভারতের নেই কেউ

তবে কী ভাঙছে শেবাগের সংসার? 

সমান পয়েন্ট নিয়ে নিউ জিল্যান্ডের অবস্থান বর্তমানে ষষ্ঠ স্থানে। বাংলাদেশ যদি আজ জিতে কিংবা ম্যাচটি পরিত্যাক্ত হয় তাহলে নিউ জিল্যান্ডকে টপকে ষষ্ঠ স্থানে চলে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা। সঙ্গে সঙ্গে প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপ খেলার কৃতিত্ব অর্জন করবে বাংলাদেশের মেয়েরা। 

দ্বিতীয় ওয়ানডেতে নিগার সুলতানা জ্যোতির ব্যাটে ভর করে ১৮৪ রান করে বাংলাদেশ। তাড়া করতে নেমে নাহিদা আক্তারদের ঘূর্ণিতে ১২৪ রানে থামে উইন্ডিজ। ৬০ রানের বড় জয়ে সিরিজে সমতার সঙ্গে বিশ্বকাপ যাত্রায় এগিয়ে যায় বাংলাদেশ। 

ঢাকা/রিয়াদ/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন। 

আরো পড়ুন:

মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?

আমি খুব কেঁদেছিলাম: মোহিনী

অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ