সরাসরি বিশ্বকাপের স্বপ্নযাত্রায় রাতে মাঠে নামছে বাংলাদেশ
Published: 24th, January 2025 GMT
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার পথে একধাপ এগিয়ে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিতলেই কিংবা পরিত্যক্ত হলে সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১২টায় ওয়ার্নার পার্কে উইন্ডিজের বিপক্ষে লড়াইয়ে নামবেন নিগার সুলতানা জ্যোতিরা। খেলাটি সরাসরি দেখা যাবে টফিতে।
তিন ম্যাচ সিরিজ এখন ১-১ সমতায়। যেকোনো সংস্করণে উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের এটি ছিল প্রথম জয়। সব মিলিয়ে ওয়ানডে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ২১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান সপ্তমে। স্বাগতিক ভারতসহ ছয়টি দল সরাসরি বিশ্বকাপে যাবে।
আরো পড়ুন:
আইসিসির বর্ষসেরা একাদশে পাকিস্তানের ৩, ভারতের নেই কেউ
তবে কী ভাঙছে শেবাগের সংসার?
সমান পয়েন্ট নিয়ে নিউ জিল্যান্ডের অবস্থান বর্তমানে ষষ্ঠ স্থানে। বাংলাদেশ যদি আজ জিতে কিংবা ম্যাচটি পরিত্যাক্ত হয় তাহলে নিউ জিল্যান্ডকে টপকে ষষ্ঠ স্থানে চলে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা। সঙ্গে সঙ্গে প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপ খেলার কৃতিত্ব অর্জন করবে বাংলাদেশের মেয়েরা।
দ্বিতীয় ওয়ানডেতে নিগার সুলতানা জ্যোতির ব্যাটে ভর করে ১৮৪ রান করে বাংলাদেশ। তাড়া করতে নেমে নাহিদা আক্তারদের ঘূর্ণিতে ১২৪ রানে থামে উইন্ডিজ। ৬০ রানের বড় জয়ে সিরিজে সমতার সঙ্গে বিশ্বকাপ যাত্রায় এগিয়ে যায় বাংলাদেশ।
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফতুল্লার লামাপাড়ায় মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনী সনদ প্রদান, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলায় মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানে প্রয়াস বিগত ২২ বছর যাবত নিরবিচ্ছিন্নভাবে সেবা করে যাচ্ছে।
সব ধরনের আইন ও বিধি-বিধান মেনে সেবার মানোন্নয়ন প্রয়াসের বর্তমান লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানসম্পন্ন টেকসই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রম কেন্দ্রটি পরিচালনা করে থাকে।
জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, প্রয়াসে চিকিৎসা কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, বিভিন্ন মেয়াদে সুস্থ থাকার স্বীকৃতি ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারনায় অংশগ্রহণ প্রয়াসের টেকসই চিকিৎসা পরিকল্পনার অংশ।
তিনি আরো বলেন, আমরাই প্রথম নারায়ণগঞ্জে ৪০ বেডে লাইসেন্স প্রাপ্ত মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র। প্রয়াসের প্রতিষ্ঠা ২০০৩ সালে হলেও আমরা লাইসেন্স পেয়েছি ২০০৬ সালে। গত ২০২১ সাল থেকে আমরা প্রতিবছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়ে আসছি।
এসময় তিনি অভিভাবক প্রতিনিধি ও প্রাক্তন সদস্যদের প্রয়াসের সামগ্রিক কার্যক্রমে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, অফিসার এডমিন সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার শেখ ফরিদ উদ্দিন ও মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শওকত হোসেন, লিটন, আমজাদ, বাবুসহ রিকোভারীবৃন্দ।