নিজ বাড়িতে হামলার পর বলিউড অভিনেতা সাইফ আলী খানের হামলাকারীকে ধরতে তৎপর ছিল পুলিশ। পরে গ্রেপ্তার করা হয় শরিফুল ইসলাম শেহজাদ নামের এক ব্যক্তিকে। গেল কয়েকদিনে তাকে নিয়ে কম আলোচনা হয়নি। এবার এল চমকপ্রদ তথ্য।

মহারাষ্ট্র সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিভাগের রিপোর্ট বলছে, সাইফের বাড়ি থেকে হামলাকারীর যে ১৯টি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সেগুলোর সঙ্গে শরিফুলের আঙুলের ছাপের কোনও মিল নেই।

মুম্বাই পুলিশ সাইফ আলী খানের বাড়ি থেকে সম্ভাব্য হামলাকারীর ১৯টি ফিঙ্গারপ্রিন্টের নমুনা সংগ্রহ করে। শরিফুল ইসলাম শেহজাদের ১০টি আঙুলের ছাপও পাঠানো হয়েছিল। মহারাষ্ট্র সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা যে রিপোর্ট দিয়েছে তাতে রীতিমতো চমকপ্রদ তথ্য এসেছে।

বলা হচ্ছে, সাইফের বাড়ি থেকে পাওয়া ১৯টি নমুনার একটাও মিলছে না শরিফুলের সঙ্গে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আদৌ শরিফুলই সাইফের বাড়িতে হামলা চালিয়েছেন তো?

এর আগে শরিফুলের বাবা রুহুল আমিন প্রশ্ন তোলেন, তার ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে ঠিকই কিন্তু সাইফের বাড়ির সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে সে অন্য লোক।

সে সময় পুলিশ নিশ্চিত করে সাইফের বাড়িতে হামলা চালিয়েছিল শরিফুলই। জিজ্ঞাসাবাদেও পুলিশ এমন তথ্য পেয়েছে বলে জানান। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে ফিঙ্গারপ্রিন্ট মিলছে না কেন? সূত্র: আনন্দবাজার ও সংবাদ প্রতিদিন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা, আপনার আসনে কে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পেয়েছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

ঢাকায় বিএনপির মনোনয়ন পেলেন যারা

ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস

দেখে নিন আপনার আসনে বিএনপির প্রার্থী কে

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ