Samakal:
2025-05-01@05:25:02 GMT

গ্যালাক্সি সিরিজে এআই

Published: 26th, January 2025 GMT

গ্যালাক্সি সিরিজে এআই

নতুন স্মার্টফোন মডেল গ্যালাক্সি এস২৫ উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড স্যামসাং। মডেলে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার। ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ উদযাপনে ‘গ্যালাক্সি আনপ্যাকড ২০২৫’ আসরে মডেল উন্মোচিত হয়।
নির্মাতারা জানান, গ্যালাক্সি সিরিজের তিনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন– এস২৫, এস২৫ প্লাস ও এস২৫ আলট্রা প্রদর্শিত হয়। প্রতিটি মডেলেই স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহৃত, যা পারফরম্যান্সকে ভিন্নতা দেবে।
মডেলে এস২৫ সিরিজে এআই ফিচার অন্তর্ভুক্ত।
ক্রস-অ্যাপ অ্যাকশন, সার্কেল টু সার্চ, ইন্টেলিজেন্ট মাল্টিমোডাল সার্চ, কল ট্রান্সক্রিপশন, ডকুমেন্ট সামারি ফিচার ছাড়াও সময়ের সব অ্যাপ্লিকেশন
ও পরিষেবা দেবে।
১২০ হার্টজ রিফ্রেশ রেট, কিউএইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড টুএক্স ডিসপ্লে। প্রধান ক্যামেরা ২০০ মেগাপিক্সেল সেন্সরের কোয়াড-ক্যামেরা সেটআপ ও ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স। মডেলে টেরাবাইট ডেটা স্টোর করা সম্ভব। ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ব্যাটারি ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার। ডিভাইসগুলো পাওয়া যাবে বৈচিত্র্যপূর্ণ রঙে। 

তবে অঞ্চলভেদে নতুন আসা সবকটি স্মার্টফোনের ফিচার আলাদা হতে পারে।
স্যামসাং ইলেকট্রনিকসের এমএক্স ডিভিশনের হেড অব প্রডাক্ট অ্যান্ড মারকম সৈয়দ মো.

বদরুল আরিফীন বলেন, ব্র্যান্ডের আনপ্যাকড উদযাপনে গ্যালাক্সি এস২৫ মডেল উন্মোচনে কানেক্টিভিটির ভবিষ্যৎ নির্ধারণে কার্যকরভাবে এগিয়ে যাচ্ছি।
প্রযুক্তিপ্রেমীরা স্মার্ট কম্প্যানিয়নের মাধ্যমে স্মার্টফোন ব্যবহারে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতার 
সম্মুখীন হবেন।
দুটি মডেলে সাত বছরের সিকিউরিটি আপগ্রেড ও সাতবার অপারেটিং সিস্টেম (ওএস) আপডেট সুবিধা পাবেন।
 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ