বিশ্বের সবচেয়ে বড় সংগীত স্বীকৃতি গ্র্যামি। যা গত ৬৬ বছর ধরে প্রদান করে আসছে। যথারীতি এবারও সেই প্রস্তুতি প্রায় শেষ। গত নভেম্বরেই ঘোষণা হয়েছে মনোনয়নপ্রাপ্তদের নাম ও অনুষ্ঠানের তারিখ। মাঝে লস অ্যাঞ্জেলেসে ঘটা ইতিহাসের ভয়াবহ দাবানলের কারণে এ অনুষ্ঠান পেছাতে পারে বলেও ধারণা করা হয়েছিল। অবশেষে জানা গেল, অনিশ্চয়তা ছাপিয়ে নির্দিষ্ট তারিখেই ২ মার্চ ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর বসতে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায়। তবে অনুষ্ঠান আয়োজনে থাকছে ব্যতিক্রম বিষয়।
আয়োজকরা এর মধ্যে জানিয়েছেন, এবারের আয়োজনে শুধু সংগীতের আনন্দই ঘিরে থাকছে না, থাকবে আগুনে পোড়া বিষণ্নতা আর সেই ছাইচাপা শহরটাকে ফের সবুজে ফেরানোর যৌথ সংকল্প ও উদ্যোগ। সম্প্রতি আয়োজন কর্তৃপক্ষ জানিয়েছেন সংগীতের এই মর্যাদাপূর্ণ আসরে গাইবেন কারা।
জানা গেছে, ২৫ বছর বয়সী মার্কিন গায়িকা এবার গ্র্যামির মঞ্চ মাতাবেন তরুণ মার্কিন গায়িকা সাবরিনা কার্পেন্টার। গত বছর বিশ্বসংগীতে নাটকীয় উত্থান ঘটেছে ‘এসপ্রেসো’, ‘প্লিজ প্লিজ প্লিজ’, ‘গুড লাক, বেবি’র মতো গান গাওয়া এই কণ্ঠশিল্পী। এ বছরে গ্র্যামিতে এই কণ্ঠশিল্পী একাধিক বিভাগে মনোনয়নও পেয়েছেন।
সাবরিনা ছাড়াও এবারের আসরে গান পরিবেশন করবেন ব্রিটিশ তারকা চার্লি এক্সসিএক্স। তিনি গাইবেন গত বছরে প্রকাশ হওয়া তাঁর ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘ব্র্যাট’-এর গানগুলো। এবারের আসরে সাত মনোনয়ন পেয়েছেন চার্লি। গত বছর আলোচিত তরুণ গায়ক বেনসন বুন।
২২ বছর বয়সী এই শিল্পীর অ্যালবাম ফায়ারওয়ার্কস অ্যান্ড রোলারব্লেডস মুক্তির পর বিশ্বজুড়ে তরুণদের রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। তাঁকেও পারফর্ম করতে দেখা যাবে এবারের আসরে। এ ছাড়াও থাকছে আরও দুই তরুণ গায়িকা রে ও ডোচির পারফরম্যান্স। আরেক আলোচিত গায়িকা বিলি আইলিশও গাইবেন। তিনিও এবারের আসরে সাত মনোনয়ন পেয়েছেন। তরুণ শিল্পীরা ছাড়াও থাকবে শাকিরা, টেডি সুইমসের গান।
গ্র্যামিতে এবার সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। বিয়ন্সে এবারের আসরে পারফর্ম করবেন কিনা, নিশ্চিত নয়। এবারের গ্র্যামি সঞ্চালনা করবেন কমেডিয়ান ট্রেভর নোয়া।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন ধরনের ব্যাটারি তৈরি করছে ফোর্ড
কম খরচে দীর্ঘ পথ যেতে সক্ষম বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য লিথিয়াম ম্যাঙ্গানিজ রিচ (এলএমআর) সেলযুক্ত ব্যাটারি তৈরি করছে ফোর্ড। নতুন এ ব্যাটারি ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। ফোর্ডের ইলেকট্রিফাইড প্রপালশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক চার্লস পুন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মিশিগানের রোমুলাসে অবস্থিত আয়ন পার্ক ব্যাটারি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে বিশেষ প্রযুক্তির মাধ্যমে লিথিয়াম ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এলএমআর ব্যাটারি তৈরি করা হচ্ছে।
ফোর্ডের তথ্যমতে, এলএমআর ব্যাটারির শক্তির ঘনত্ব নিকেল ব্যাটারির তুলনায় বেশি। তাই নতুন ব্যাটারি কাজে লাগিয়ে দীর্ঘ পথ চলতে পারবে বৈদ্যুতিক গাড়ি। নতুন ব্যাটারির বিষয়ে চার্লস পুন বলেছেন, ‘ফোর্ড প্রথমে নিকেল-ম্যাঙ্গানিজ-কোবাল্ট (এনএমসি) ব্যাটারি তৈরি করেছে। এরপর ২০২৩ সালে তৈরি করেছে লিথিয়াম-আয়রন-ফসফেট এলএফপি ব্যাটারি। এবার আসছে এলএমআর ব্যাটারি। আমরা এই দশকের মধ্যেই এলএমআর ব্যাটারির উৎপাদন বাড়াতে চাই। ফোর্ডের ভবিষ্যৎ মডেলের গাড়িতে এই ব্যাটারি ব্যবহারের জন্য কাজ চলছে।’
সায়েন্স ডাইরেক্ট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, লিথিয়াম-সমৃদ্ধ ম্যাঙ্গানিজভিত্তিক ক্যাথোড উপকরণ ৩০ বছর আগে আবিষ্কৃত হয়েছে। নিকেল ও কোবাল্টের অনুপস্থিতির কারণে এসব ব্যাটারির শক্তির ঘনত্ব বেশি।
সূত্র: ইনসাইড ইভিস