দুর্নামের মাঝেই প্লে’অফের দৌড়ে দুর্বার রাজাশাহী
Published: 27th, January 2025 GMT
আহসান ভাটিকে ছক্কা হাঁকিয়ে বাউন্ডারি পার করলেন রায়ান বার্ল। সঙ্গে সঙ্গে সিলেট স্ট্রাইকার্সের রান টপকে যায় দুর্বার রাজশাহী। ড্রেসিংরুমের সামনে অধিনায়ক তাসকিন আহমেদকে জড়িয়ে সতীর্থরা মেতে ওঠেন উদযাপনে।
একটু বাড়তি উদযাপন তো করার কথাই। ক্রিকেটারদের পাওনা বুঝিয়ে না দিতে পারার দুর্নামের মাঝে টানা দুই জয়ে শেষ চারের দৌড়ে টিকে রইলো রাজশাহী। ১২ ম্যাচে দলটি পয়েন্ট ১২। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তিনে।
দুই ম্যাচ বাকি থাকা খুলনা টাইগার্স যদি শেষ দুই ম্যাচের একটিতে হারে প্লে’অফে চলে যাবে রাজশাহী। তিন ম্যাচ বাকি থাকা চিটাগং কিংস আছে চতুর্থ স্থানে। তাদের পয়েন্ট ১০। প্লে’অফের দুটি স্থানের জন্য লড়াই করবে খুলনা-চিটাগং-রাজশাহী। আগেই নিশ্চিত করেছে রংপুর-বরিশাল। ১০ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া ঢাকার সম্ভাবনা নেই বললেই চলে।
আরো পড়ুন:
প্লে’অফের দৌড়ে রাজশাহীর সামনে সুবর্ণ সুযোগ
‘টাকা থাকলে দল নেবে, না থাকলে নেবে না’—বলছেন মালান
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১১৭ রান করে সিলেট। তাড়া করতে নেমে ৫ উইকেট হাতে রেখে ১৯ বল আগেই ম্যাচ জিতে রাজশাহী।
৩৪ বলে ৪৮ রান করে অপরাজিত ছিলেন রায়ান বার্ল। ২টি ছক্কা ও ৫টি চারে সাজান ইনিংস। ব্যাটিং বিপর্যয়ের পর আকবরকে সঙ্গে নিয়ে খেলার হাল ধরেন বার্ল। আকবর ৪৩ রান করে আউট হন শেষ মুহুর্তে। সিলেটের হয়ে দুটি করে উইকেট নেন তানজীম হাসান সাকিব-জন রস।
এর আগে শেষ তিন ওভারে ৪১ রান নিয়ে শতরান পার হতে পারে প্লে’অফ থেকে ছিটকে যাওয়া সিলেট।
১১ বলে ১টি ছয় ও ২টি চারের মারে সুমন খান ২০ রান করে অপরাজিত ছিলেন। এ ছাড়া আহসান ভাটি ২১ বলে ২৫ ও জাকির হাসান ২৫ বলে ২৪ রান করেন। জাকের আলী ১৮ বলে ১৭ রান করেন।
শুরু থেকে উইকেটের মিছিলে বিপর্যস্ত ছিল সিলেট। ৭২ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে। চার ব্যাটার ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরের মুখ দেখেননি।
রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেনে এসএম মেহরব। ৩ উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল র ন কর উইক ট
এছাড়াও পড়ুন:
এদের কোনো দিন শিক্ষা হবে না
আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫