দুর্নামের মাঝেই প্লে’অফের দৌড়ে দুর্বার রাজাশাহী
Published: 27th, January 2025 GMT
আহসান ভাটিকে ছক্কা হাঁকিয়ে বাউন্ডারি পার করলেন রায়ান বার্ল। সঙ্গে সঙ্গে সিলেট স্ট্রাইকার্সের রান টপকে যায় দুর্বার রাজশাহী। ড্রেসিংরুমের সামনে অধিনায়ক তাসকিন আহমেদকে জড়িয়ে সতীর্থরা মেতে ওঠেন উদযাপনে।
একটু বাড়তি উদযাপন তো করার কথাই। ক্রিকেটারদের পাওনা বুঝিয়ে না দিতে পারার দুর্নামের মাঝে টানা দুই জয়ে শেষ চারের দৌড়ে টিকে রইলো রাজশাহী। ১২ ম্যাচে দলটি পয়েন্ট ১২। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তিনে।
দুই ম্যাচ বাকি থাকা খুলনা টাইগার্স যদি শেষ দুই ম্যাচের একটিতে হারে প্লে’অফে চলে যাবে রাজশাহী। তিন ম্যাচ বাকি থাকা চিটাগং কিংস আছে চতুর্থ স্থানে। তাদের পয়েন্ট ১০। প্লে’অফের দুটি স্থানের জন্য লড়াই করবে খুলনা-চিটাগং-রাজশাহী। আগেই নিশ্চিত করেছে রংপুর-বরিশাল। ১০ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া ঢাকার সম্ভাবনা নেই বললেই চলে।
আরো পড়ুন:
প্লে’অফের দৌড়ে রাজশাহীর সামনে সুবর্ণ সুযোগ
‘টাকা থাকলে দল নেবে, না থাকলে নেবে না’—বলছেন মালান
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১১৭ রান করে সিলেট। তাড়া করতে নেমে ৫ উইকেট হাতে রেখে ১৯ বল আগেই ম্যাচ জিতে রাজশাহী।
৩৪ বলে ৪৮ রান করে অপরাজিত ছিলেন রায়ান বার্ল। ২টি ছক্কা ও ৫টি চারে সাজান ইনিংস। ব্যাটিং বিপর্যয়ের পর আকবরকে সঙ্গে নিয়ে খেলার হাল ধরেন বার্ল। আকবর ৪৩ রান করে আউট হন শেষ মুহুর্তে। সিলেটের হয়ে দুটি করে উইকেট নেন তানজীম হাসান সাকিব-জন রস।
এর আগে শেষ তিন ওভারে ৪১ রান নিয়ে শতরান পার হতে পারে প্লে’অফ থেকে ছিটকে যাওয়া সিলেট।
১১ বলে ১টি ছয় ও ২টি চারের মারে সুমন খান ২০ রান করে অপরাজিত ছিলেন। এ ছাড়া আহসান ভাটি ২১ বলে ২৫ ও জাকির হাসান ২৫ বলে ২৪ রান করেন। জাকের আলী ১৮ বলে ১৭ রান করেন।
শুরু থেকে উইকেটের মিছিলে বিপর্যস্ত ছিল সিলেট। ৭২ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে। চার ব্যাটার ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরের মুখ দেখেননি।
রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেনে এসএম মেহরব। ৩ উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল র ন কর উইক ট
এছাড়াও পড়ুন:
মনোনয়ন দৌড়ে এবারও হেরে গেলেন মনির খান
জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান— যার কণ্ঠে প্রেম, ব্যথা আর প্রার্থনার সুরে ভেসেছে একটি প্রজন্ম। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী শুধু গানে নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির খান। ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই কণ্ঠশিল্পী। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। সেই আসনে দল মনোনয়ন দিয়েছে মেহেদী হাসান রনিকে।
আরো পড়ুন:
নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা
বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা
মনোনয়ন না পেলেও মনির খান প্রতিক্রিয়া দিয়েছেন ইতিবাচকভাবে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩-এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।”
শিল্পীর এই পোস্টে প্রশংসা করেছেন ভক্তরা। রাজনীতিতেও তার সংযম ও সৌজন্যতা তুলে ধরেছেন অনেকেই।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় কোনো শিল্পী বা অভিনেতার নাম নেই। মনির খানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বেশি আলোচিত ছিলেন নায়ক উজ্জ্বল ও হেলাল খান, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীন।
ঢাকা/রাহাত/রাসেল