ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে হামজা চৌধুরীর চুক্তির মেয়াদ এখনও আড়াই বছর রয়েছে। তবে চলতি মৌসুমে খুব একটা দলে সুযোগ পাচ্ছেন না তিনি। কেবল ছয়টি ম্যাচে মাঠে নেমেছেন এবার। লেস্টারের বর্তমান কোচ রুদ ফন নিস্তেলরুইর পরিকল্পনায় খুব একটা থাকছেন না হামজা। সে কারণে তাকে দ্বিতীয় বিভাগের দল শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলতে পাঠাচ্ছে লেস্টার সিটি। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি, ২০২৫) লেস্টার থেকে আনুষ্ঠানিকভাবে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন বাংলাদেশের হামজা চৌধুরী।

ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নিতে চেষ্টা করছে শেফিল্ড। সেক্ষেত্রে দলটির হয়ে নিয়মিত একাদশে সুযোগ পাবেন হামজা। যেটার তার ও বাংলাদেশের জন্য সুখবরই বটে।

এর আগে ২০২২-২৩ মৌসুমেও একবার ধারে খেলেছিলেন হামজা। সেবার তার পারফরম্যান্স মনে ধরেছিল শেফিল্ডের কোচ ক্রিস উইল্ডারের। তাইতো এবার হামজাকে প্রশংসায় ভাসাতে কার্পণ্য করেননি তিনি।

আরো পড়ুন:

সমঝোতায় আল-হিলাল ছাড়লেন নেইমার, যাচ্ছেন কোথায়?

ব্রাজিলকে উড়িয়ে দেওয়া আর্জেন্টিনাকে রুখে দিল কলম্বিয়ার 

শেফিল্ডে যোগ দেওয়া বিষয়ে হামজা বলেছেন, ‘‘শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে পেরে আমি আনন্দিত। গেল কয়েক সপ্তাহ ধরেই আমাদের মধ্যে আলাপ-আলোচনা হচ্ছিল। এখন আমি দলটির হয়ে অবদান রাখতে প্রস্তুত। লিগে কোন অবস্থানে আছে শেফিল্ড সেটা আমি জানি। আমি তাদের আরও বড় কিছু অর্জন করতে সহযোগিতা করতে চাই।’’

শেফিল্ড ইউনাইটেডও হামজাকে স্বাগত জানিয়েছে। তাকে বাংলাদেশের ব্লেড উল্লেখ করে ক্লাবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছে। এমনকি একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে বাংলাদেশের পতাকাও দেখান হয়েছে।

চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে শেফিল্ড রয়েছে দ্বিতীয় স্থানে। শীর্ষে আছে লিডস ইউনাইটেড। ইংলিশ ফুটবলের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ইংলিশ প্রিমিয়ার লিগে উন্নীত হবে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।

জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।

জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

একই দাবিতে আগামীকাল ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।

সম্পর্কিত নিবন্ধ