৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
Published: 29th, January 2025 GMT
হবিগঞ্জ জেলার মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধরাবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম জুয়েল মিয়া (৪০)। তিনি উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আউশ মিয়ার ছেলে।
ডিবি পুলিশ জানায়, ভারত থেকে গাঁজা নিয়ে আসার সময় একদল মাদক পাচারকারীকে ধাওয়া করে ডিবি সদস্যরা। এ সময় বাকিরা পালিয়ে গেলেও আটক করা হয় জুয়েল মিয়াকে।
হবিগঞ্জ ডিবির অফিসার ইনচার্জ (ওসি) নন্দন কান্তি ধর বলেন, ‘‘অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। গ্রেপ্তার জুয়েলের বিরুদ্ধে ৮-১০টি মাদক ও ডাকাতি মামলা রয়েছে। এছাড়া, তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে এখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা হবে।’’
ঢাকা/আজহারুল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।
আরো পড়ুন:
ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ
খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
ঢাকা/শাহীন/বকুল