বরগুনার সাথে সারাদেশে বাস চলাচল শুরু
Published: 29th, January 2025 GMT
সাড়ে ১৩ ঘণ্টা পর বরিশালে বাস-শ্রমিক মালিক ও জেলাপ্রশাসকের সাথে বৈঠকে দাবি মেনে নেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিকরা। এরপর থেকেই বরগুনা-ঢাকাসহ বরগুনার সাথে সারাদেশের বাস চলাচল শুরু হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে সাতটায় ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা বাস মালিক- শ্রমিক ইউনিয়নের নেতা কবির হোসেন।
ধর্মঘট প্রত্যাহারের পর টিকিট বিক্রি শুরু করেছে বরগুনার কেন্দ্রীয় বাস টার্মিনালের বিভিন্ন পরিবহনের কাউন্টারগুলো।
ইমরান পরিবহনের কাউন্টার ম্যানেজার বাপ্পি মিয়া বলেন, “সকাল থেকে বাস চলাচল বন্ধ ছিল। রাত সাড়ে সাতটার দিকে ধর্মঘট প্রত্যাহারের পর থেকেই যাত্রীদের ভিড় দেখা দিয়েছে। রাত সাড়ে আটটা থেকে প্রথম সারাদেশের বাস চলাচল শুরু হবে।”
বরগুনা বাস মালিক-শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন রাইজিংবিডিকে বলেন, “বরিশালে নেতৃবৃন্দের সাথে প্রশাসনের ও শিক্ষার্থীদের বৈঠক শেষে প্রশাসন নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার পর আমরা বরিশাল বিভাগের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি। রাত সাড়ে আটটা থেকে সারাদেশে বাস চলাচল শুরু হবে। টিকিট বিক্রি চলছে।”
তিনি আরও বলেন, “বাস শ্রমিক ও বাসের নিরাপত্তার স্বার্থে আমরা বাধ্য হয়ে ধর্মঘট দিয়ে কর্মবিরতি পালন করেছিলাম সকাল থেকে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কিন্তু আমাদের জান-মালের স্বার্থে ধর্মঘটের বিকল্প ছিল না। তারপরও যাত্রী ভোগান্তির কারণে আমরা ক্ষমা চাচ্ছি।”
প্রসঙ্গত, বরগুনা-ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন অন্তত দেড় শতাধিক বাস চলাচল করে।
ঢাকা/ইমরান/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এদের কোনো দিন শিক্ষা হবে না
আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫