নাঈমের সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ খুলনার
Published: 30th, January 2025 GMT
সুপার ফোর নিশ্চিতের পর টানা তিন ম্যাচে হেরেছে রংপুর রাইডার্স। বৃহস্পতিবার খুলনা টাইগার্সও তাদের চাপে ফেলে দিয়েছে। ৪ উইকেটে ২২০ রানের বিশাল সংগ্রহ পেয়েছে খুলনা। সেঞ্চুরি করেছেন দলটির ওপেনার নাঈম শেখ।
খুলনার জন্য ম্যাচটি বাঁচা-মরার। হারলেই বিপিএলের গ্রুপ পর্বে শেষ হয়ে যাবে তাদের পথচলা। জিতলে শেষ পর্যন্ত থাকবে সুপার ফোরে যাওয়ার আশা।
ওই লক্ষ্যে রংপুরের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ পেয়েছে খুলনা। ১০ ম্যাচে ৪ জয় পাওয়া দলটি এদিন ওপেনিং জুটিতে ৩২ রান যোগ করে। ১২ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফিরে যান মেহেদী মিরাজ।
তার দেওয়া ওই ভিত্তির পর দাঁড়িয়ে রানটা দুইশর ওপরে নিয়ে যান নাঈম। তিনি ৬২ বলে খেলেন ১১০ রানের হার না মানা ইনিংস। জাতীয় দলের বাইরে চলে যাওয়া এই ওপেনার আটটি ছক্কার সঙ্গে সাতটি চারের শট মারেন।
তাকে ভালো সঙ্গ দেন অজি ব্যাটার উইলিয়াম বসিস্টো ও মাহিদুল ইসলাম অঙ্কন। বোসিস্টো ২১ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে তিনটি চার ও দুটি ছক্কা আসে। অঙ্কন ১৫ বলে ২৯ রানের কার্যকরি ইনিংস খেলেন। তিনি তিনটি চারের সঙ্গে একটি ছক্কা মারেন।
রংপুরের মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মাহেদীরা হাত খুলে রান দিয়েছেন। সাইফউদ্দিন ৩ ওভারে ৫৫ রান দেন। ১ উইকেট নেওয়া মাহেদী ৪ ওভারে দেন ৪৬ রান। দুই পাকিস্তানি আকিফ জাভেদ ও ইফতিখান ১টি করে উইকেট নিলেও ৪ ওভারে যথাক্রমে ৩১ ও ৩৯ রান দেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য হলেন অধ্যাপক হযরত আলী
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিযুক্ত করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে এই বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ড. মো. হযরত আলীকে কুয়েটের উপাচার্য পদের রুটিন দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।