মেডিকেলে ভর্তির ব্যবস্থা হলো সেই ইমার
Published: 31st, January 2025 GMT
ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেও ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া গ্রামের ইমা আক্তারের চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। গত ২২ জানুয়ারি সমকালে ‘মেডিকেলে চান্স পেয়েও ভর্তি অনিশ্চিত ইমার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি নজরের আসার পর ইমার ভর্তিসহ লেখাপড়ার সব দায়িত্ব নিয়েছে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট নামের একটি আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান।
শুক্রবার দুপুরে মেডিকেলে ভর্তির খরচ বাবদ ৩০ হাজার টাকা ইমা ও তার বাবার হাতে তুলে দেন ট্রাস্টের প্রতিনিধিরা।
ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিনিধি ফেরদৌস সানজিদ নিশো বলেন, সমকালে প্রকাশিত খবরটি দেখে ইমা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট। এটি একটি আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান। ইমা আক্তারের মেডিকেলে ভর্তির জন্য ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়াও তার পড়াশোনার যাবতীয় খরচ বহন করা হবে। ইমা ভবিষ্যতে বিদেশে গিয়ে পড়াশোনা করলেও সহযোগিতা করবে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট।
ইমার বাবা বিল্লাল শেখ বলেন, আমি অনেক কষ্ট করে মেয়েকে এ পর্যন্ত এনেছি। আমার মেয়েকে সহযোগিতা করায় আমরা খুশি। যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ইমা বলেন, যারা সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞ থাকব। ভবিষ্যতে ভালো চিকিৎসক হয়ে মানুষের সেবা করব।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সহয গ ত
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//