মেডিকেলে ভর্তির ব্যবস্থা হলো সেই ইমার
Published: 31st, January 2025 GMT
ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেও ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া গ্রামের ইমা আক্তারের চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। গত ২২ জানুয়ারি সমকালে ‘মেডিকেলে চান্স পেয়েও ভর্তি অনিশ্চিত ইমার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি নজরের আসার পর ইমার ভর্তিসহ লেখাপড়ার সব দায়িত্ব নিয়েছে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট নামের একটি আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান।
শুক্রবার দুপুরে মেডিকেলে ভর্তির খরচ বাবদ ৩০ হাজার টাকা ইমা ও তার বাবার হাতে তুলে দেন ট্রাস্টের প্রতিনিধিরা।
ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিনিধি ফেরদৌস সানজিদ নিশো বলেন, সমকালে প্রকাশিত খবরটি দেখে ইমা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট। এটি একটি আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান। ইমা আক্তারের মেডিকেলে ভর্তির জন্য ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়াও তার পড়াশোনার যাবতীয় খরচ বহন করা হবে। ইমা ভবিষ্যতে বিদেশে গিয়ে পড়াশোনা করলেও সহযোগিতা করবে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট।
ইমার বাবা বিল্লাল শেখ বলেন, আমি অনেক কষ্ট করে মেয়েকে এ পর্যন্ত এনেছি। আমার মেয়েকে সহযোগিতা করায় আমরা খুশি। যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ইমা বলেন, যারা সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞ থাকব। ভবিষ্যতে ভালো চিকিৎসক হয়ে মানুষের সেবা করব।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সহয গ ত
এছাড়াও পড়ুন:
৬ মিনিটেই ইতিহাসে সালাহ, কেইনের লাগল ৬৩ মিনিট
চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে স্কোরলাইনে নাম লেখাতে দেরি করেননি মোহাম্মদ সালাহ—সময় নিয়েছেন মাত্র ৬ মিনিট। অ্যানফিল্ডে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারায় লিভারপুল। ম্যাচের ৬ মিনিটের মধ্যে গোল করানোর পাশাপাশি মিসরীয় ফরোয়ার্ড নিজেও একটি গোল করেন। আর তাতেই দারুণ এক রেকর্ড গড়েছেন লিভারপুল কিংবদন্তি।
আরও পড়ুনকেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব৫ ঘণ্টা আগে৪ মিনিটে সালাহর ফ্রি–কিক লিভারপুল লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসনের পায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পরই বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন সালাহ। ‘অপ্টা’ জানিয়েছে, সালাহ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ম্যাচের প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করালেন। যেকোনো ক্লাবের হিসাবে সালাহ এই তালিকায় তৃতীয়। এর আগে মারিয়ানো বোমবার্দা ও করিম বেনজেমা প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করিয়েছেন।
আতলেতিকোর বিপক্ষে গোল পেয়েছেন সালাহ