ফেব্রুয়ারি মাসজুড়ে মাঠে থাকবে বিএনপি: ওয়াহাব আকন্দ
Published: 1st, February 2025 GMT
ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি প্রতিহত করতে ফেব্রুয়ারি মাসজুড়ে প্রতিদিন বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবে বলে ঘোষণা দিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ নগরীতে আওয়ামী লীগের কর্মসূচির ঘোষণার প্রতিবাদে মহানগর বিএনপি সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই ঘোষণা দেন।
ওয়াহাব আকন্দ বলেন, “ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বিগত ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে। বিগত সময়ে মাঠে থেকে দলের সব কর্মসূচি সফল করেছি। এখন আওয়ামী লীগ পালিয়ে থেকে হুঙ্কার দিচ্ছে। এই দলের নেতাকর্মীরা মাঠে আসলে শক্ত হাতে তাদের প্রতিরোধ করা হবে।”
আরো পড়ুন:
বালিয়াডাঙ্গীতে বিএনপির মহাসচিবের আশ্বাসে হরতাল প্রত্যাহার
নির্বাচিত সরকারকে হাসিনার বিচার করার সুযোগ দিন: জালাল
এসময় কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি খন্দকার মাসুদুল হক, ময়মনসিংহ মহানগর বিএনপির সদস্য আব্দুর রব আকন্দ রতন, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক গোলাম মসিউর সোহাগ, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি রুহুল আমিন খান, সহ-সভাপতি মিনহাজুল আবেদীন রাসু, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক দাউদ রায়হান, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, মহানগর মহিলা দলের সভাপতি খালেদা আতিক, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাহবুবা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নুরুজ্জামান চাঁন উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিবাদ মিছিল ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়। সেটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জেলা ও মহানগর বিএনপির সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন।
ঢাকা/মিলন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব আকন দ ব এনপ র দল র স হ নগর
এছাড়াও পড়ুন:
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, ভারী বর্ষণের আশঙ্কা
দেশের উপকূলীয় এলাকায় সক্রিয় রয়েছে স্থানীয় মৌসুমী বায়ু। এর প্রভাবে চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুরে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এই দিন থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, বিশেষ করে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের। একইসঙ্গে সম্ভাব্য জলাবদ্ধতা ও কৃষিক্ষেত্রে ক্ষতির বিষয়ে নজর রাখতে বলা হয়েছে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে খুলনায় ৭৫ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল নরসিংদীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা/ইভা