চলতি বিপিএলে দুটি বিষয় বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে। এর একটি খেলোয়াড়দের ঠিক মতো পারিশ্রমিক বুঝিয়ে না দেওয়া। অন্যটি স্পষ্ট ফিক্সিংয়ের সন্দেহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএলে সততার বিষয়টি অনুসন্ধানে তিন সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে। 

আপিল বিভাগের সাবেক বিচারক মির্জা হায়দার আলীকে আহবায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি দুই সদস্য হলেন- সাবেক ক্রিকেটার শাকিল কাসেম ও আন্তর্জাতিক আইনজীবী ড.

খালেদ এইচ চৌধুরী। 

বিসিবি এক বার্তায় সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানিয়েছে, স্বাধীন তদন্ত কমিটি বিসিবি ও বিসিবির দুর্নীতি দমক ইউনিটকে (আকসু) সহায়তা করবে। 

এবারের বিপিএলে বেশ কিছু ঘটনা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ১২ বলের ওভার, লম্বা লম্বা ওয়াইড, হুট করে ধীর ব্যাটিং ইত্যাদি বিষয়ে এরই মধ্যে বেশ ক’জন দেশি-বিদেশি ক্রিকেটারকে আকসু জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলেও জানা গেছে। তিন সদস্যের কমিটি এসব তদন্তে সহায়তা করবে।  

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল সদস য

এছাড়াও পড়ুন:

কানাডায় ২২ পাঞ্জাবি বংশোদ্ভূত এমপির জয়

কানাডার ফেডারেল নির্বাচনে এবার ভারতীয় পাঞ্জাবি বংশোদ্ভূতদের সংখ্যা বেড়েছে। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ২২ জন পাঞ্জাবি হাউস অব কমন্সে জায়গা করে নিয়েছেন।

এবারের নির্বাচনে কানাডার রাজনীতিতে পাঞ্জাবি বংশোদ্ভূতদের ক্রমান্বয়ে আধিপত্য বাড়ার বিষয়টি স্পষ্ট হয়ে উঠল। দেশটির পার্লামেন্টে এখন পাঞ্জাবি অধিবাসীদের ৬ শতাংশের বেশি প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হলো।

পাঞ্জাবি জনগোষ্ঠীর ঘনত্ব বেশি ব্রাম্পটন শহরে। সেখানকার নির্বাচনী ফলাফল ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে পাঁচটি আসনে পাঞ্জাবি নামধারী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

উদারপন্থি ও রক্ষণশীল উভয় দলেই পাঞ্জাবি প্রার্থী জয়লাভ করেছেন। ব্র্যাম্পটন নর্থে উদারপন্থি দলের রুবি সাহোতা রক্ষণশীল দলের আমনদীপ জুড়্গেকে পরাজিত করেন। বিবিসি।

সম্পর্কিত নিবন্ধ