‘পত্রিকা প্রকাশে গুরুত্বপূর্ণ বাধা কর্পোরেট মালিকানা ও রাজনীতি’
Published: 3rd, February 2025 GMT
পত্রিকা প্রকাশের ক্ষেত্রে কর্পোরেট মালিকানা, ব্যবসা, বিজ্ঞাপন ও রাজনীতি গুরুত্বপূর্ণ বাধা বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
তিনি বলেন, পত্রিকা প্রকাশের ক্ষেত্রে কর্পোরেট মালিকানা, ব্যবসা, বিজ্ঞাপন এবং রাজনীতি গুরুত্বপূর্ণ বাধা। এই চার বাধা অতিক্রম করতে পারলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করা সম্ভব হবে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাবের ২০২৫-২৬ সেশনের নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, “আমি তরুণদের প্রতি কৃতজ্ঞ। তারা বিপ্লব করেছে, তাই আমরা কথা বলতে পারছি। বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, দৈনিক আমার দেশ প্রকাশিত হয়েছে।”
তিনি বলেন, “আমি বাংলাদেশ সেনাবাহিনীকে লিখছি, কারণ আপনারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের কাছে বিকিয়ে দিয়েছে, আর আপনারা বসে বসে দেখছেন। তার বিরুদ্ধে একমাত্র লিখেছে ‘আমার দেশ’। সেই অবস্থান থেকে আমরা তখনো সরে যাইনি, আজও সরে যাইনি। যতদিন এই পত্রিকা থাকবে ততদিন লিখব, ইনশাআল্লাহ।”
এ সময় তিনি ঘোষণা দেন, জুলাই গণ-অভ্যুত্থানে জাহাঙ্গীরনগরসহ বিশ্ববিদ্যালয়গুলোর বিরচিত ভূমিকা দৈনিক আমার দেশ পত্রিকায় তুলে ধরা হবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হবে এ সিরিজের সূচনা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড.
অন্যদের মাঝে আরো বক্তব্য দেন, শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, আধিপত্যবাদবিরোধী মঞ্চের নেতা শোয়াইব হাসান, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু প্রমুখ।
গত ১৪ জানুয়াবি প্রেসক্লাবের ২০২৫-২৬ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হন ওয়াজহাতুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারক।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে মাহমুদুল হাসান, যুগ্ম- সম্পাদক রাহাত চৌধুরি, কোষাধ্যক্ষ ওসমান সরদান, দফতর সম্পাদক এস এম তাওহীদ, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার ইমন। এছাড়া কার্যকরী সদস্য পদে আহসান হাবিব ও রবিউল ইসলাম নির্বাচিত হন।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার রুমে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি ওয়াজহাতুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারকের নিকট দায়িত্ব হস্তান্তর করেন সদ্যবিদায়ী সভাপতি মোসাদ্দেকুর রহমান ও সাধারণ সম্পাদক নোমান বিন হারুন।
ঢাকা/আহসান/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র রহম ন কম ট র
এছাড়াও পড়ুন:
সিলেট আর্মি আইবিএতে বিবিএ প্রোগ্রাম, আবেদন শেষ ৪ মে
সিলেট আর্মি ইনস্টিটিউট অব বিজনেস ইনস্টিটিউটে (Army IBA, Sylhet) ফল সেমিস্টারে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) অন্তর্ভুক্ত।
জেনে রাখুন—১. এ প্রোগ্রামে মোট ৪০ কোর্স।
২. মোট ১২৬ ক্রেডিট।
৩. প্রধান বিষয়: মার্কেটিং, ফিন্যান্স, হিসাববিজ্ঞান, এইচআরএম, অপারেশন ম্যানেজমেন্ট, এসসিএম, এমআইএস।
৪. শিক্ষার্থীদের জন্য হোস্টেল রয়েছে।
৫. ভর্তির জন্য আবেদন করার ওয়েবসাইট
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫ভর্তির বিস্তারিত তথ্য —১. আবেদনের শেষ তারিখ: ৪ মে ২০২৫।
২. ভর্তি পরীক্ষা: ২৪ মে ২০২৫।
৩. ভর্তি পরীক্ষার স্থান: ক. বিইউপি, ঢাকা, খ.আর্মি আইবিএ, সিলেট।
৪. ঠিকানা: আর্মি ইনস্টিটিউট অব বিজনেস ইনস্টিটিউট, জালালাবাদ ক্যান্টনমেন্ট, সিলেট।
*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:
আরও পড়ুনমাদ্রাসা ও কারিগরির শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা পাবেন অনুদান, আবেদনের সময় বাড়ল২৮ এপ্রিল ২০২৫