সোনার ভরি দেড় লাখ ছুঁতে বাকি আর ১৮৮ টাকা
Published: 10th, February 2025 GMT
দেশে সোনার ভরি এখন প্রায় দেড় লাখ টাকা ছুঁই ছুঁই করছে। নতুন করে মূল্যবৃদ্ধির পর এক ভরি সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকায় উঠেছে। অর্থাৎ প্রতি ভরি সোনার দাম দেড় লাখ টাকা ছুঁতে আর মাত্র ১৮৮ টাকা বাকি।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর তথ্য জানিয়েছে। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধি পাওয়ায় সোনার দাম সমন্বয় করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।
এ দফায় সোনার দাম ভরিতে ১ হাজার ৯৯৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা। এটি দেশের ইতিহাসে সোনার এযাবৎকালের সর্বোচ্চ দাম।
চলতি ফেব্রুয়ারি মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো সোনার দাম বাড়ানো হয়েছে। এর আগে ৫ ফেব্রুয়ারি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৯২৮ টাকা বাড়ানো হয়।
নতুন দাম অনুযায়ী, আগামীকাল থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১.
এদিকে বিশ্ববাজারেও সোনার দাম এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক বাজারে এখন প্রতি আউন্স (৩১. ১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ৯০৩ মার্কিন ডলার।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ২২ ক য র ট
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//