ঢাকায় ডেনমার্ক দূতাবাসে চাকরি, বেতন ছাড়াও আছে পেনশন স্কিম
Published: 11th, February 2025 GMT
ঢাকার ডেনমার্ক দূতাবাস জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি হেড অব কমিউনিকেশনস অ্যান্ড পলিটিক্যাল অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভি পাঠাতে হবে।
পদের নাম: হেড অব কমিউনিকেশনস অ্যান্ড পলিটিক্যাল অফিসারপদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান, আইন, সাংবাদিকতা বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কমিউনিকেশনস, পলিসি অ্যানালাইসিস, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। আইটি দক্ষতাসহ মাইক্রোসফট অফিস, আউটলুক, ক্যানভা, মেটা বিজনেস ও হুটস্যুটের কাজ জানতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: গুলশান, ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭ ঘণ্টা
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন। এ ছাড়া বছরে ২০ দিন সবেতন ছুটি, পেনশন স্কিম এবং কর্মী ও কর্মীর পরিবারের নির্ভরশীল সদস্যদের চিকিৎসাসুবিধা দেওয়া হবে।
আরও পড়ুনপ্রাণিসম্পদ অধিদপ্তরে পুন:নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ৬৩৮২২ ঘণ্টা আগেআবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের মোটিভেশন লেটার, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, দুই থেকে তিনটি রেফারেন্সসহ সিভি [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের সাবজেক্টে ‘Head of Comms and Political Officer–(your name)’ উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ২৪ ফেব্রুয়ারি ২০২৫।
আরও পড়ুনবেসরকারি সংস্থায় ঢাকায় চাকরি, বেতন ১ লাখ ২৬ হাজার০৯ ফেব্রুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।
‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।