পাবনার সাঁথিয়ায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় মামুন হোসেন (৩২) ও ননিতা রাণী (৪৫) নামে সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের মহিষাকোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মামুন হোসেন বগুড়ার শেরপুর উপজেলার পুকুরপাড়া এলাকার মৃত বাদশার ছেলে ও ননিতা রাণী পাবনার আমিনপুর থানার চরকান্দি এলাকার প্রশান্ত মিস্ত্রীর স্ত্রী। 

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশা পাবনার কাশীনাথপুর থেকে বেড়ার দিকে যাচ্ছিল। এ সময় মহিষাকোলা নামক স্থানে পৌঁছালে পেছন থেকে ইটবোঝাইকৃত একটি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু'জন নিহত হন এবং দুইজন আহত হন।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার করে পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ওসি আরো জানান,  ট্রলিসহ ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/শাহীন/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প বন র

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বজ্রপাতে আক্কাস শিকদার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাচনা উত্তর পাড়া এলাকায় নিজের মাছের ঘেরে মারা যান তিনি।

মারা যাওয়া আক্কাস শিকদার একই গ্রামের মোজাম শিকদারের ছেলে। পেশায় তিনি মৎস্যজীবী ছিলেন।

আরো পড়ুন:

জমি নিয়ে বিরোধ: চাচার দায়ের কোপে ২ ভাতিজার মৃত্যু

কর্মদিবসের শেষ দিনে প্রধান শিক্ষকের মৃত্যু

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে নিজের মাছের ঘেরে কাজ করছিলেন আক্কাস শিকদার। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। রাতেই স্থানীয়রা তার মরদেহ বাড়িতে নিয়ে যান

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলুল হক বলেন, “নিজের ঘেরে বজ্রপাতে এক মৎম্যজীবী মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

ঢাকা/শহিদুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ