ময়মনসিংহের চারটি উপজেলা ও তিনটি পৌরসভায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলার হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি, ধোবাউড়া উপজেলা বিএনপি, ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

প্রায় দুই বছর পর গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কমিটিগুলো প্রকাশ করেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। কমিটি ঘোষণার পর তাৎক্ষণিকভাবে আনন্দমিছিল ও নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

হালুয়াঘাটে আসলাম মিয়াকে আহ্বায়ক ও আবুল হাসনাত বদরুল কবিরকে সদস্যসচিব করে উপজেলা বিএনপির ১১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ৯২ সদস্যবিশিষ্ট হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক করা হয়েছে হানিফ মোহাম্মদ শাকের উল্লাহকে এবং সদস্যসচিব করা হয়েছে আবদুল আজিজ খানকে। ধোবাউড়া উপজেলা বিএনপিতে জি এম আজহারুল ইসলামকে আহ্বায়ক ও আনিসুর রহমানকে সদস্যসচিব করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

ঈশ্বরগঞ্জে লুৎফুল্লাহেল মাজেদকে আহ্বায়ক ও আমিরুল ইসলাম ভূঁইয়াকে সদস্যসচিব করে উপজেলা বিএনপির ১০২ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। ঈশ্বরগঞ্জ পৌরসভা বিএনপির ৮৪ সদস্যবিশিষ্ট কমিটিতে সায়েদুল হককে আহ্বায়ক ও নূরে আলমকে সদস্যসচিব করা হয়েছে। নান্দাইল উপজেলায় ইয়াসের খান চৌধুরীকে আহ্বায়ক ও মো.

এনামুল কাদিরকে সদস্যসচিব করে ১১২ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে। ৮১ সদস্যবিশিষ্ট নান্দাইল পৌর বিএনপির কমিটিতে এ এফ এম আজিজুল ইসলামকে আহ্বায়ক ও মো. রফিকুজ্জামান ভূঁইয়াকে সদস্যসচিব করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৩ অক্টোবর ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌরসভায়, ৪ নভেম্বর ধোবাউড়ায়, ৫ নভেম্বর হালুয়াঘাট উপজেলা ও পৌরসভায় কর্মী সভা করে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিএনপি। দফায় দফায় নান্দাইল উপজেলা ও পৌরসভায় কর্মিসভার তারিখ দিলেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তা হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে ২০১৪ সালে করা কমিটি ২০২৩ সালের ৪ জানুয়ারি বিলুপ্ত করে উত্তর জেলা বিএনপি। ওই ঘটনার প্রায় দুই বছর পর কমিটি ঘোষণা করায় উচ্ছ্বসিত নেতা-কর্মীরা। তবে দীর্ঘদিন কমিটি না থাকায় একাধিক পক্ষ তৈরি হওয়ায় কাঙ্ক্ষিত পদবঞ্চিত নেতাদের মধ্যে কিছুটা অসন্তোষ রয়েছে।

উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, আড়াই বছর আগে কমিটি গঠন উপলক্ষে উত্তর জেলার উপজেলাগুলোয় কর্মিসভা করলেও আন্দোলনের কারণে কমিটি দেওয়া সম্ভব হয়নি। দলের ঐক্য, নির্বাচনমুখী রাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে কমিটি গঠন জরুরি হয়ে পড়ে। এ জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তাঁরা সাংগঠনিক প্রক্রিয়া শুরু করেছেন। দ্রুত উত্তর জেলার অন্যান্য ইউনিটের কমিটি ঘোষণা করা হবে। তিনি বলেন, দলকে ঐক্যবদ্ধ করতে সব পক্ষের লোকজন নিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প র ব এনপ প রসভ য় ব এনপ র র কম ট ই বছর গঠন ক উপজ ল

এছাড়াও পড়ুন:

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, ভারী বর্ষণের আশঙ্কা

দেশের উপকূলীয় এলাকায় সক্রিয় রয়েছে স্থানীয় মৌসুমী বায়ু। এর প্রভাবে চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুরে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এই দিন থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, বিশেষ করে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের। একইসঙ্গে সম্ভাব্য জলাবদ্ধতা ও কৃষিক্ষেত্রে ক্ষতির বিষয়ে নজর রাখতে বলা হয়েছে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে খুলনায় ৭৫ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল নরসিংদীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
 

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • এক্সপ্রেসওয়েতে বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১, আহত ৬
  • কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১০ শ্রমিক আহত
  • ময়মনসিংহে জয়নুল আবেদিন উদ্যানে উচ্ছেদ হচ্ছে মিনি চিড়িয়াখানা ও শিশুপার্ক
  • অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা
  • ময়মনসিংহে ময়লা ছিটিয়ে টাকা ছিনতাই, দুই বছর পর ঢাকা থেকে আসামি গ্রেপ্তার
  • সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
  • ময়মনসিংহের সেই মিনি চিড়িয়াখানা ও শিশুপার্কের চুক্তি বাতিল, অপসারণের উদ্যোগ
  • ময়মনসিংহে বন্ধুর বাড়িতে যুবকের রক্তাক্ত মরদেহ
  • টাঙ্গাইলে কুকুরের কামড়ে ২৫ জন আহত
  • চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, ভারী বর্ষণের আশঙ্কা