যে কারণে টটেনহামের খেলা দেখা যায় না উত্তর কোরিয়ায়
Published: 16th, February 2025 GMT
উদ্ভট ও বিস্ময়কর সব কাণ্ড ঘটিয়ে প্রায়ই সংবাদের শিরোনাম হতে দেখা যায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনকে। সেই ধারাবাহিকতায় এবার ফুটবলীয় এক কাণ্ডে আলোচনায় আসলেন কিম। উত্তর কোরিয়ার এই শাসক নাকি নিজের দেশে টটেনহামের খেলা দেখানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই নিষেধাজ্ঞা?
বেশ অদ্ভুত এক কারণে টটেনহামের খেলা দেখার ওপর কিমের এই নিষেধাজ্ঞা। কারণটা হচ্ছে, প্রিমিয়ার লিগের এই ক্লাবের অধিনায়ক একজন দক্ষিণ কোরিয়ান। তিনি দলের অন্যতম সেরা তারকা সন হিউং-মিন। দ্য সানের বরাতে ফক্স স্পোর্টস জানিয়েছে, যদি কোনো দলে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় থাকেন, তবে সেসব দলের খেলা উত্তর কোরিয়ায় প্রদর্শন করা হবে না
এমন সিদ্ধান্তে অবশ্য শুধু উত্তর কোরিয়ার টটেনহাম–ভক্তদের মন খারাপ হবে, তা–ই নয়, এর ফলে ভুক্তভোগী হবেন কিম নিজেও। যেমন আজ রাতে মাঠে নামবে কিমের প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু এই ম্যাচ দেখা হবে না তাঁর। কারণ, এই ম্যাচে ইউনাইটেডের প্রতিপক্ষ যে নিষেধাজ্ঞায় পড়া টটেনহাম। আর নিষেধাজ্ঞার কারণে হতাশা নিয়েই থাকতে হবে তাঁকে।
আরও পড়ুনকিম জং উনের সঙ্গে যে কারণে সন্ধি করছে দক্ষিণ কোরিয়া০১ এপ্রিল ২০২১শুধু টটেনহামই নয়, উলভস এবং ব্রেন্টফোর্ডের ম্যাচও দেখা যাবে না উত্তর কোরিয়ায়। এই দুই ক্লাবেও দক্ষিণ কোরিয়ার দুজন ফুটবলার খেলে থাকেন। উলভসে খেলেন ফরোয়ার্ড হওয়াং হি-চ্যান আর ব্রেন্টফোর্ডে খেলেন ডিফেন্ডার কিম জি-সো।
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টার দিকে উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সাইফুল, কবির ও হান্নান।
কারখানার সুপারভাইজার মিজানুর বলেন, ‘‘কারখানার গ্যাস কন্ট্রোলার রুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে নিরাপত্তাকর্মীসহ তিন জন দগ্ধ হন। দ্রুত কারখানার নিরাপত্তাকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’’
আরো পড়ুন:
পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
ইসরায়েলে দাবানলে আড়াই হাজার একরের বন পুড়ে ছাই
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘‘খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যায়। তবে, তার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলেছে।’’
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, ‘‘গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/অনিক/রাজীব