Risingbd:
2025-05-01@07:55:27 GMT

টানাপোড়ন শেষে বিদ্রোহের অবসান

Published: 16th, February 2025 GMT

টানাপোড়ন শেষে বিদ্রোহের অবসান

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সমস্যার সমাধান হয়েছে। ৩০ জানুয়ারির ১৮ ফুটবলার, কোচ পিটার বাটলারের বিপক্ষে বিদ্রোহের ডাক দিয়ে বসেন। অবশেষে সেই সমস্যার অবসান ঘটেছে। বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন- আলোচনার পর তারা কোচ বাটলারের অধীনেই অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন।

কিরণ বলেন, “সভাপতি ও আমার পক্ষ থেকে মেয়েদের বিষয়টি সমাধান করার চেষ্টা করেছি। সেই ধারাবাহিকতায় আজও তাদের সাথে বসেছিলাম, কথা বলেছি। এখন আমি আপনাদের বলতে পারি যে, মেয়েরা অনুশীলনে ফিরবে।”

তবে এই ফুটবলাররা এখনই অনুশীলনে ফিরবেন না। কারণ আগামী ২৪ ফেব্রুয়ারি ক্যাম্প বন্ধ হবে। “আজ কালই তারা অনুশীলনে ফিরবে না। আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে ২৪ ফেব্রুয়ারি। দল আরব আমিরাত যাবে ওই দিন ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে। ওইদিন থেকে সবার জন্য ক্যাম্প বন্ধ। সিনিয়র মেয়েরাও চাচ্ছে একটা ব্রেক নিতে। তাই ওরাও ছুটিতে চলে যাবে। আরব আমিরাত থেকে দল দেশে ফিরলে তারাও ছুটিতে যাবে। তারপর আমরা সবাইকে একসঙ্গে ক্যাম্পে ডাকবো। ওরা ফিরলে আমরা উইমেন্স উইং মেয়েদের নিয়ে সভাপতি, সহ সভাপতি যারা আছেন এবং কোচদের নিয়ে বসবো। বিষয়টি নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা মিটিয়ে দেওয়া হবে। কারণ, কেউ কারও ওপর অসন্তুষ্ট থাকলে ভালো কিছু হবে না।”- যোগ করেন কিরণ

আরো পড়ুন:

হামজাকে রেখে বাংলাদেশের দল ঘোষণা

বাটলারের আগ্রহ নেই বিদ্রোহীদের নিয়ে 

বিদ্রোহী ফুটবলাররা ৩০ জানুয়ারি কোচ বাটলারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। যার মধ্যে গালিগালাজ, বডি শেমিং ও মানসিক নির্যাতনের কথা উল্লেখ ছিল। তারা জানিয়ে দিয়েছিলেন ইংলিশ লোচ বাটলারের অধীনে তারা অনুশীলন করবেন না। 

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি খুন

ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। বুধবার দিবাগত রাতে উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফজিলা খাতুন (৪৫) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির মিয়া (৩০) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের সেলিম মিয়ার ছেলে। ঘটনার রাতে স্ত্রী রুমা আক্তারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যান মনির। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি বাড়ি ফিরে আসেন এবং চার বছরের ছেলে রোহানকে নিয়ে চলে যেতে চান। এতে স্ত্রীর সঙ্গে তার আবারও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মনির হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করতে গেলে শাশুড়ি ফজিলা খাতুন বাধা দেন। তখন মনির শাশুড়িকে ছুরিকাঘাত করেন। পাশাপাশি স্ত্রীকেও আঘাত করেন তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফজিলা খাতুনের মৃত্যু হয়।

মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো। তবে অভিযুক্ত পালিয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ