আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে থানা ঘেরাও, বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
Published: 17th, February 2025 GMT
যশোরের মনিরামপুরে মাদকসেবীসহ সাত আসামি আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগে বিক্ষুব্ধ জনতা থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে। রোববার সন্ধ্যার আগমুহূর্তে ছেড়ে দেওয়া আসামিদের অবিলম্বে গ্রেপ্তারসহ অভিযুক্ত পুলিশ কর্মকতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন বিক্ষুব্ধরা। খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা থানা পরিদর্শনে আসেন।
জানা যায়, গত শুক্রবার ও শনিবার থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসেবীসহ সাতজনকে আটক করে থানায় নিয়ে আসে। কিন্তু অভিযোগ, শনিবার রাতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আসামি ধরে এনে আবার ছেড়ে দেওয়ার প্রতিবাদে রোববার সন্ধ্যার আগে বিক্ষুব্ধ জনতা পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিল নিয়ে থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলামসহ অন্যান্য নেতাকার্মীরা বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সমাবেশে অংশ নেন।
সমাবেশে অভিযোগ করে আসাদুজ্জামান মিন্টু বলেন, শুক্রবার রাত নয়টার দিকে উপজেলা চত্বর থেকে পুলিশ মাদকসহ দুইজনকে আটক করে, রোববার সকালে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও আরও পাঁচজনকে সুনির্দিষ্ট অভিযোগে পুলিশ আটক করেও তাদেরকে ছেড়ে দিয়েছে।
এ সময় অন্যান্যরা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে থানায় ধরে এনে শত শত বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মিথ্যা মামলায় জেল-হাজতে পাঠানো হতো। দিনের পর দিন মিথ্যা মামলায় হাজতবাস করতে হয়েছে। অথচ এখন সুনির্দিষ্ট অভিযোগে আসামি ধরে এনেও থানা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে।
বিএনপির নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশ থেকে ঘোষণা দেন- থানা থেকে আসামি ছেড়ে দেওয়া বন্ধ করা না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, আটক চার জনের মধ্যে দুইজন নিরাপরাধ হওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বাকি দুইজনকে আদালতে চালান দেওয়া হয়েছে।
তিনি বলেন, থানা ঘেরাও কর্মসূচির পর খবর পেয়ে রোববার রাত সাড়ে নয়টার দিকে যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা থানা পরিদর্শনে আসেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ
এছাড়াও পড়ুন:
মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার
রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।
ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’