অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে শিগগিরই নতুন নির্দেশনা: উপদেষ্ট
Published: 17th, February 2025 GMT
পেট্রোল বা সিএনজিচালিত অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায়ের বিরুদ্ধে শিগগিরই নতুন নির্দেশনা জারি করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
অতিরিক্ত ভাড়া আদায়ে মামলা-জরিমানা আদায় করলে মামলা করতে নির্দেশনা দেওয়ার ৬ দিনের মাথায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে তা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, বিষয়টি গভীরভাবে পরীক্ষা করে শিগগির এ ব্যাপারে একটা নতুন নির্দেশনা দেওয়া হবে।
থ্রি হুইলার যানবাহনের বিষয়ে জেলা প্রশাসকদের কি নির্দেশনা দেওয়া হয়েছে? সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ‘থ্রি হুইলার প্রধান সড়কে চলবে না। কিন্তু অন্য সড়কে চলবে। এটার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা নীতিমালা তৈরি করছে এবং এই নীতিমালার অধীনে তারা কাজ করবে।’
পেট্রোল বা সিএনজিচালিত অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে মামলা করতে চিঠি দেওয়া হলো, এরপর তা আবার প্রত্যাহার করলেন কেন? এমন এক প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, চিঠি প্রত্যাহার করার কয়েকটা কারণ আছে। একটা হলো যাত্রীর একটা বক্তব্য আছে- মিটারে যাচ্ছে না।
‘‘আর যে চালক তারও একটা বক্তব্য আছে- আমরা মিটারে পরিবহন করতে পারবো না, কারণ আমাদের জমার পরিমাণ বেশি। তারপর আমাদের এখানে ঘুষ দিতে হয়, ওখানে ঘুষ দিতে হয়। তারপর এখন নাকি একটা পুরাতন সিএনজি পেতে ২০ থেকে ৩০ লাখ টাকা লাগে। নতুন সিএনজি দেওয়া হচ্ছে না। এ জন্য এটাকে আপাতত স্থগিত করেছি বিষয়গুলো আমরা পরীক্ষা করবো,’’ বলেন উপদেষ্টা।
সিএনজি চালকরা গতকাল মিটার খুলে ফেলেছেন, সাংবাদিকদের পক্ষ থেকে এমন কথা বলা হলে উপদেষ্টা বলেন, ‘‘না না, এটা হবে না। আইন তো আমরা পরিবর্তন করিনি। আইন যে ইয়ে আছে, সেটা আছে। কিন্তু এই জিনিসটাকে আমরা আরো একটু গভীরভাবে পরীক্ষা করে শিগগির এ ব্যাপারে একটা নতুন নির্দেশনা দেব।’’
আপনারা আগে পর্যালোচনা না করে কেন চিঠি দিলেন এবং আন্দোলন হওয়ার পর কেন পিছু হটলেন? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘মিটারের ভাড়া তো আমাদের অন্তর্বর্তী সরকার নির্ধারণ করেনি, এটা আগেই নির্ধারণ করা। ওই জন্য যে জিনিসটা আমরা বলতে চাই- এই জিনিসটা একটু পর্যালোচনা করার জন্য আমরা দিয়েছি এবং এ ব্যাপারে আমরা নতুন নির্দেশনা দেব।’’
সড়ক দুর্ঘটনা কমানোর বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ‘‘আমি বলেছি প্রতিদিন খবরের কাগজে উঠে ২-৩টা মৃত্যু কিংবা মাস শেষে ৩০০-৪০০ জনের মৃত্যু, এটা আমাকে খুব ব্যথিত করে। আমি বলেছি এটা (সড়ক দুর্ঘটনা কমানো) আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হবে।’’
ঢাকা/আসাদ/এনএইচ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট আম দ র স এনজ
এছাড়াও পড়ুন:
জিমেইলে পাসকি ব্যবহার করবেন যেভাবে
পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে অনেকেই জিমেইলে প্রবেশ করতে পারেন না। এ কারণে নিয়মিত কাজে ব্যাঘাত ঘটার পাশাপাশি বিভিন্ন ধরনের জটিলতার মুখোমুখি হন অনেকে। তবে চাইলেই জিমেইলের ‘পাসকি’ সুবিধা কাজে লাগিয়ে এ সমস্যার সমাধান করা সম্ভব।
পাসকি ব্যবহার করলে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন নেই। আর তাই ব্যবহারকারীরা আঙুলের ছাপ, মুখের ছবি বা স্মার্টফোনের স্ক্রিন লক ব্যবহার করে সহজে ও নিরাপদে জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন। পাসকি হলো একধরনের ডিজিটাল অথেনটিকেশন ব্যবস্থা, যা পাসওয়ার্ডের তুলনায় অনেক বেশি সুরক্ষিত। পাসওয়ার্ডের মতো এটি লেখা বা শেয়ার করা যায় না, ফিশিং আক্রমণে চুরি করা সম্ভব নয় এবং তথ্য ফাঁসের ঝুঁকিও থাকে না। ফলে ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্ট আরও সুরক্ষিত থাকে। জিমেইলে পাসকি সুবিধা চালুর পদ্ধতি জেনে নেওয়া যাক।
জিমেইলে পাসকি সুবিধা চালুর জন্য গুগল অ্যাকাউন্টে সাইন ইন থাকা অবস্থায় অ্যাকাউন্টের পাসকি সাইন ইন পেজে প্রবেশ করতে হবে। এরপর নিরাপত্তা যাচাইয়ের জন্য বর্তমান পাসওয়ার্ড লিখে ‘ক্রিয়েট আ পাসকি’ অপশনে আঙুলের ছাপ বা মুখের ছবি যুক্ত করতে হবে। এবার প্রদর্শিত উইন্ডোতে ‘কনটিনিউ’ ক্লিক করার পর ব্রাউজার পাসকি ব্যবহারের অনুমতি চাইলে ‘অ্যালাউ’ নির্বাচন করতে হবে। পাসকি চালু হলে গুগলের যেকোনো সাইন ইন পেজে ই–মেইল ঠিকানা লেখার পর পাসওয়ার্ড টাইপ করার পরিবর্তে আঙুলের ছাপ বা মুখের ছবি দিলেই কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।
আরও পড়ুনজিমেইলের এই পাঁচ সুবিধার কথা জানেন তো০২ জুলাই ২০২৪প্রসঙ্গত, পাসকিতে ‘পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি’ নামের প্রযুক্তি ব্যবহার করা হয়। ফলে হ্যাকারদের পক্ষে ব্যবহারকারীদের কোনো তথ্য চুরি করা সম্ভব হয় না।