যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা চলতি সপ্তাহেও চলবে। সেই আলোচনায় অংশ নিতে ইসরায়েলি প্রতিনিধি দল কায়রোর উদ্দেশে রওনা হয়েছে। তবে মধ্যপ্রাচ্য সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর হামাসকে নিয়ে করা মন্তব্যে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে।
গাজায় ইসরায়েলের যুদ্ধ লক্ষ্যকে পূর্ণ সমর্থন জানিয়েছেন রুবিও। তিনি বলেছেন, ‘হামাসকে সম্পূর্ণ নির্মূল করতে হবে’, যা ইতোমধ্যেই নাজুক যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে। মধ্যপ্রাচ্য সফরের সূচনায় রোববার জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর সংবাদ সম্মেলনে রুবিও সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, অতীতের ক্লান্তিকর নীতিগুলোর পুনরাবৃত্তি না করে কিছু নতুন প্রস্তাব এনেছেন। নেতানিয়াহু ট্রাম্পের এ পরিকল্পনাকে স্বাগত জানিয়ে একে ‘সাহসী’ উল্লেখ করে বলেন, তিনি ও ট্রাম্প ‘গাজার ভবিষ্যৎ নিয়ে অভিন্ন কৌশল’ অনুসরণ করছেন।
এরই মধ্যে তেলআবিব থেকে সৌদি আরবে পৌঁছেছেন মধ্যপ্রাচ্য সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যেখানে তিনি রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের প্রথম সফরে আরব নেতাদের কঠোর সমালোচনার মুখে পড়তে পারেন রুবিও। বিশেষ করে ট্রাম্পের বিতর্কিত গাজা পরিকল্পনায় ক্ষুব্ধ হয়েছেন মধ্যপ্রাচ্যের নেতারা। গাজার ফিলিস্তিনি জনগণকে উচ্ছেদ করে অঞ্চলটি যুক্তরাষ্ট্রের মালিকানায় পুনর্গঠনের প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। মানবাধিকার সংস্থাগুলো এই পরিকল্পনাকে ‘জাতিগত নিধন’ বলে অভিহিত করেছে।
গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার জন্য ট্রাম্পের পরিকল্পনার নিন্দা করেছেন হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাসেম। ট্রাম্পের এমন কঠোর নীতি রুখে দিতে আরব ও মুসলিম দেশগুলোকে এর বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। রোববার টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় কাসেম বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় ১৫ মাসব্যাপী নৃশংস যুদ্ধ চালিয়েছেন। এখন নতুন করে ট্রাম্পের অবস্থান একটি ‘রাজনৈতিক গণহত্যা’ উপস্থাপন করে।
অন্যদিকে, দখলদার ইসরায়েলি বাহিনী সোমবার অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ইসরায়েলি বাহিনী নাবলুসের পুরাতন শহর এলাকায় ঢুকে বেশ কয়েকটি বাড়ি তল্লাশি চালিয়েছে। সোমবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনী ওই এলাকায় একটি ফিলিস্তিনি গাড়ি জব্দ করার পর সেখান থেকে চলে যায়। এর আগেও রোববার নাবলুসের পুরাতন শহরে সামরিক অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী।
গাজায় ধ্বংসস্তূপে প্রতিদিনই মিলছে লাশ, বাড়ছে নিহতের সংখ্যা। ধ্বংসস্তূপের ভেতর থেকে রোববার আরও ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা এ কথা জানিয়েছেন। এ নিয়ে গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৪৮ হাজার ২৭১ জনে পৌঁছেছে বলে রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় ৮০ বছর বয়সী এক ফিলিস্তিনিকে মানবঢাল হিসেবে কাজ করতে বাধ্য করেছিল। তাঁর গলায় বিস্ফোরক বেঁধে দেওয়া হয়েছিল। কথামতো কাজ না করলে তাঁর মাথা উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। ইসরায়েলি গণমাধ্যম ‘দ্য হটেস্ট প্লেস ইন হেল’-এর অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। খবর আলজাজিরা, বিবিসি ও রয়টার্সের।
উৎস: Samakal
কীওয়ার্ড: ইসর য় ল ইসর য় ল ইসর য
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইটি অফিসার পদে নিয়োগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) আইটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (QAC) অধীনে এই নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: আইটি অফিসারপদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪.০০ স্কেলে)–সহ চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। একাডেমিক জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকা যাবে না।
প্রাসঙ্গিক ক্ষেত্রে (যেমন কোয়ালিটি অ্যাসিওরেন্স, একাডেমিক প্রশাসন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বা ডেটা অ্যানালাইসিস) স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে পূর্ণকালীন তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ৪১ মিনিট আগেবয়সসীমাসর্বোচ্চ ৪০ বছর।
বেতন–ভাতাআলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
আবেদন প্রক্রিয়াআগ্রহী প্রার্থীদের স্বাক্ষরিত আবেদনপত্রের সঙ্গে বিস্তারিত সিভি, সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে জমা দিতে হবে।
আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৮ ঘণ্টা আগেআবেদনের ঠিকানা
পরিচালক,
ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ),
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ১৩ নভেম্বর ২০২৫