অস্ট্রেলিয়ায় দুই মুসলিমকে লাঞ্ছিত করার ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ
Published: 19th, February 2025 GMT
অস্ট্রেলিয়ার পুলিশ গত সপ্তাহে মেলবোর্নের একটি শপিং সেন্টারে দুই মুসলিম নারীকে লাঞ্ছিত করার অভিযোগে ৩১ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মেলবোর্নের সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পাসকো ভ্যালের ওই নারীকে বুধবার আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে অভিযোগ, গত ১৩ ফেব্রুয়ারি তিনি দুই ভুক্তভোগীকে তাদের মাথা ঢাকা পোশাকের কারণে হামলা করেছিলেন।
আরো পড়ুন:
সর্বনিম্ন রানের লজ্জায় ডুবে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া
এবার চ্যাম্পিয়নস ট্রফি থেকে সরে দাঁড়ালেন স্টার্ক
তার বিরুদ্ধে এপিং শপিং সেন্টারে হিজাব পরিহিত ৩০ বছর বয়সী এক গর্ভবতী নারীকে গলাটিপে হত্যার চেষ্টা এবং এর ১০ মিনিট পর হিজাব পরিহিত ২৬ বছর বয়সী আরেক নারীকে ধাক্কা ও চড় মারার অভিযোগ আনা হয়েছে।
অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক সময়ে ইহুদি-বিরোধী একাধিক হামলার পর, দেশটির সরকার ঘৃণামূলক অপরাধের বিরুদ্ধে কঠোর নতুন আইন পাস করার দুই সপ্তাহ পর এটি ঘটল।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘটনাকে ‘নিন্দনীয়’ বলে নিন্দা করেছেন। তিনি এই সমালোচনা প্রত্যাখ্যান করেছেন যে, তার সরকার মুসলিম-বিরোধী হামলার ঘটনাগুলোকে ইহুদি-বিরোধী হামলার তুলনায় কম গুরুত্বের সাথে নিচ্ছে।
তিনি সাংবাদিকদের বলেন, “আমি বিশ্বাসের ভিত্তিতে মানুষের ওপর সব হামলাকে গুরুত্বের সঙ্গে নিই এবং তাদের সকলেরই আইনের পূর্ণ শক্তির মুখোমুখি হওয়া উচিত।”
গতকাল মঙ্গলবার, অস্ট্রেলিয়ার ইসলামোফোবিক বিরোধী সংগঠনের মুখপাত্র আফতাব মালিক দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন এবিসি নিউজকে বলেছেন, “সকল ধরনের ঘৃণা বন্ধ করা উচিত এবং দেশটির নেতাদের মেলবোর্নে এই ঘটনার নিন্দা জানানো উচিত।”
চলতি সপ্তাহের শুরুতে, অস্ট্রেলিয়ান ফেডারেশন অব ইসলামিক কাউন্সিলের সভাপতি রাতেব জেনেইড দেশটিতে মুসলমানদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারের প্রতিক্রিয়াকে ‘খুব অপর্যাপ্ত’ বলে অভিহিত করেন।
অস্ট্রেলিয়ার সরকার ফেব্রুয়ারির শুরুতে পাস হওয়া নতুন আইনগুলোকে ‘ঘৃণামূলক অপরাধের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে কঠোর আইন’ হিসাবে বর্ণনা করেছে।
নাৎসি স্যালুটের মতো ঘৃণার প্রতীক ব্যবহারের জন্য এক থেকে ছয় বছর পর্যন্ত বাধ্যতামূলক কারাদণ্ডের বিধান রাখা রয়েছে।
ইহুদির ওপর হামলা দেশটিতে তীব্র বিতর্কের বিষয় হয়ে ওঠার পর আইন সংস্কার করা হয়েছে।
গত সপ্তাহে, ইসরায়েলি রোগীদের চিকিৎসা দিতে অস্বীকার করা ও হত্যার হুমকি দেওয়ার একটি ভিডিও প্রকাশের অভিযোগে অস্ট্রেলিয়ার দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করা হয়েছিল।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এদের কোনো দিন শিক্ষা হবে না
আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫