সুপারশপে পণ্য কিনতে ভ্যাট লাগবে না
Published: 20th, February 2025 GMT
সুপারশপের পণ্য কেনায় মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সুপারশপ মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে জনস্বার্থে এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এদিকে, কেক ও বিস্কুটের ওপর ভ্যাট কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জারি করা আদেশে বলা হয়েছে, কেক (প্রতি কেজি ৩০০ টাকার বেশি)-এর ওপর ৭ দশমিক ৫০ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য হবে। এ ছাড়া মেশিনে প্রস্তুত বিস্কুট, হাতে তৈরি বিস্কুটে (প্রতি কেজি ২০০ টাকার বেশি) ৭ দশমিক ৫০ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য হবে। অবিলম্বে এই আদেশ কার্যকর করার কথাও বলা হয় আদেশে।
এতদিন ধরে সুপারশপে কেনাকাটা করার সময় কখনো দেড় শতাংশ, কখনও ২ শতাংশ, কখনো-বা ৫ শতাংশ ভ্যাট আরোপ করা ছিল। সর্বশেষ বাজেটের সময় সুপারশপের কেনাকাটার ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট ধার্য করা হয়।
এ নিয়ে কিছুদিন ধরে চেইন সুপারশপের মালিকেরা আপত্তি জানিয়ে আসছিলেন। এনবিআরের ভ্যাট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করেন তারা।
নতুন নিয়মে সুপারশপের মালিকদের পণ্যের গায়ে লেখা খুচরা মূল্যে বিক্রি করতে হবে। আর খুচরা মূল্যে (এমআরপি) ১৫ শতাংশ ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। সুপারশপের মালিকেরা নিজেদের মূল্য সংযোজনের অংশের ভ্যাট দেবেন। আগের পর্যায় থেকে ভ্যাট রেয়াত নেবেন।
জানা গেছে, উৎপাদন পর্যায়ে যেসব নিত্যপণ্যে ভ্যাট নেই, তবে ব্যবসা পর্যায়ে ভ্যাট আছে এমন পণ্যের তালিকা পর্যালোচনা করছে এনবিআর। যাতে করে ভোক্তার ওপর বাড়তি ভ্যাটের চাপ না পড়ে। ময়দা, আদা ইত্যাদি পণ্যে উৎপাদন পর্যায়ে ভ্যাট নেই।
ঢাকা/এনএফ/এনএইচ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর য য় র ওপর
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২ আগস্ট ২০২৫)
ইংল্যান্ড–ভারত ওভাল টেস্টের তৃতীয় দিন আজ।ওভাল টেস্ট–৩য় দিন
ইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১
কানাডিয়ান ওপেন
রাত ১০–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান
আগামীকাল সকাল ৬টা, পিটিভি স্পোর্টস ও টি স্পোর্টস