কিউবার গুয়ান্তানামো বে’তে থাকা নির্বাসিত অভিবাসীদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ (আইসিই)। স্থানীয় সময় বৃহস্পতিবার গুয়ান্তানামো বে থেকে ১৭৭ জন ভেনেজুয়েলার নাগরিককে হন্ডুরাসে স্থানান্তর করা হয়েছে। সেখান থেকে ভেনেজুয়েলা সরকার তাদের নিজ দেশে ফিরিয়ে নিয়েছে।

আইসিইর অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এই স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করা হয়।

ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা ব্যক্তিদের দ্রুত অপসারণের উদ্যোগ নিয়েছে। কলম্বিয়া, ভেনেজুয়েলা ও এল সালভাদরের সঙ্গে চুক্তি করেছে, যাতে এসব দেশ নির্বাসিত অভিবাসীদের গ্রহণ করে।

গত মাসের শেষ দিকে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিরক্ষা বিভাগ (ডিওডি) এবং স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগকে (ডিএইচএস) গুয়ান্তানামো বে-তে ৩০ হাজার ব্যক্তির ধারণক্ষমতা সম্পন্ন একটি অভিবাসী আটক কেন্দ্র প্রস্তুত করার নির্দেশ দেন। তিনি বলেন, এটি আমেরিকান জনগণের জন্য হুমকিস্বরূপ সবচেয়ে বিপজ্জনক অবৈধ অপরাধীদের আটক করতে ব্যবহার করা হবে।

গুয়ান্তানামো বে মূলত সামরিক বন্দিদের আটক করার জন্য ব্যবহৃত হয়েছে, যার মধ্যে ৯/১১ হামলার সঙ্গে যুক্ত কয়েকজনও অন্তর্ভুক্ত ছিলেন। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে নির্যাতন ও দুর্ব্যবহারের অভিযোগের কারণে কুখ্যাত হয়ে ওঠে। বাইডেন প্রশাসন সেখানে কার্যক্রম কমানোর উদ্যোগ নিয়েছিল।

প্রেসিডেন্ট ট্রাম্পের স্মারক স্বাক্ষরের কয়েক দিনের মধ্যেই প্রশাসন অভিবাসীদের গুয়ান্তানামো বে-তে পাঠানো শুরু করে।

পেন্টাগন জানায়, নির্দেশনার এক সপ্তাহের মধ্যে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ ১০ জন অভিবাসীকে সেখানে পাঠানো হয়, যখন প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র নিরাপত্তা কর্মকর্তারা পরিকাঠামো প্রস্তুত করার কাজ চালিয়ে যাচ্ছিলেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ