অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে ‘সার্কেল টু সার্চ’ সুবিধা কাজে লাগিয়ে সহজেই ছবি বা ভিডিওতে থাকা নির্দিষ্ট পণ্যের বিষয়ে অনলাইন থেকে তথ্য খোঁজা যায়। আর তাই অনেকেই ছবি বা ভিডিওতে থাকা নির্দিষ্ট পণ্যের বিষয়ে তথ্য জানতে সার্কেল টু সার্চ সুবিধা ব্যবহার করেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পাওয়ায় এবার আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোন ব্যবহারকারীদের জন্য জন্য ‘সার্কেল টু সার্চ’ সুবিধার আদলে ‘সার্চ স্ক্রিন উইথ গুগল লেন্স’ সুবিধা চালু করছে গুগল।

গুগল জানিয়েছে, আইফোনের জন্য তৈরি ‘সার্চ স্ক্রিন উইথ গুগল লেন্স’ সুবিধাটি গুগল ও ক্রোম ব্রাউজারের আইওএস অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাবে। তবে এটি ব্যবহারের পদ্ধতি অ্যান্ড্রয়েডের তুলনায় কিছুটা জটিল। অ্যান্ড্রয়েডে ‘সার্কেল টু সার্চ’ সুবিধা সরাসরি ব্যবহার করা গেলেও আইফোনে তা সম্ভব হবে না। সুবিধাটি চালুর জন্য আইফোন ব্যবহারকারীদের প্রথমে গুগল অ্যাপ বা ক্রোম ব্রাউজারের তিনটি ডট আইকনে (মেনু) ট্যাপ করতে হবে। এরপর ‘সার্চ স্ক্রিন উইথ গুগল লেন্স’ অপশন নির্বাচন করলে ক্রোমের অ্যাড্রেস বারে গুগল লেন্সের আইকন দেখা যাবে। আইকনটিতে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

আরও পড়ুনঅ্যান্ড্রয়েডের যে সুবিধা আইওএসে যুক্ত করছে অ্যাপল২৬ নভেম্বর ২০২৪

গুগলের তথ্যমতে, কয়েক দিনের মধ্যেই বিশ্বব্যাপী আইফোন ব্যবহারকারীদের জন্য সার্চ স্ক্রিন উইথ গুগল লেন্স সুবিধা চালু করা হবে। তবে এ সুবিধা শুধু গুগল অ্যাপ বা ক্রোম ব্রাউজারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর তাই সুবিধাটি ব্যবহারের জন্য আইফোন ব্যবহারকারীদের অবশ্যই গুগল অ্যাপ বা ক্রোম ব্রাউজার ইনস্টল করতে হবে।

সূত্র: বিজিআর

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম

১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক

সম্পর্কিত নিবন্ধ

  • মাদক–অস্ত্র ঠেকাতে কক্সবাজার রেলস্টেশনে ডগ স্কোয়াড
  • বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম