অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে ‘সার্কেল টু সার্চ’ সুবিধা কাজে লাগিয়ে সহজেই ছবি বা ভিডিওতে থাকা নির্দিষ্ট পণ্যের বিষয়ে অনলাইন থেকে তথ্য খোঁজা যায়। আর তাই অনেকেই ছবি বা ভিডিওতে থাকা নির্দিষ্ট পণ্যের বিষয়ে তথ্য জানতে সার্কেল টু সার্চ সুবিধা ব্যবহার করেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পাওয়ায় এবার আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোন ব্যবহারকারীদের জন্য জন্য ‘সার্কেল টু সার্চ’ সুবিধার আদলে ‘সার্চ স্ক্রিন উইথ গুগল লেন্স’ সুবিধা চালু করছে গুগল।

গুগল জানিয়েছে, আইফোনের জন্য তৈরি ‘সার্চ স্ক্রিন উইথ গুগল লেন্স’ সুবিধাটি গুগল ও ক্রোম ব্রাউজারের আইওএস অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাবে। তবে এটি ব্যবহারের পদ্ধতি অ্যান্ড্রয়েডের তুলনায় কিছুটা জটিল। অ্যান্ড্রয়েডে ‘সার্কেল টু সার্চ’ সুবিধা সরাসরি ব্যবহার করা গেলেও আইফোনে তা সম্ভব হবে না। সুবিধাটি চালুর জন্য আইফোন ব্যবহারকারীদের প্রথমে গুগল অ্যাপ বা ক্রোম ব্রাউজারের তিনটি ডট আইকনে (মেনু) ট্যাপ করতে হবে। এরপর ‘সার্চ স্ক্রিন উইথ গুগল লেন্স’ অপশন নির্বাচন করলে ক্রোমের অ্যাড্রেস বারে গুগল লেন্সের আইকন দেখা যাবে। আইকনটিতে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

আরও পড়ুনঅ্যান্ড্রয়েডের যে সুবিধা আইওএসে যুক্ত করছে অ্যাপল২৬ নভেম্বর ২০২৪

গুগলের তথ্যমতে, কয়েক দিনের মধ্যেই বিশ্বব্যাপী আইফোন ব্যবহারকারীদের জন্য সার্চ স্ক্রিন উইথ গুগল লেন্স সুবিধা চালু করা হবে। তবে এ সুবিধা শুধু গুগল অ্যাপ বা ক্রোম ব্রাউজারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর তাই সুবিধাটি ব্যবহারের জন্য আইফোন ব্যবহারকারীদের অবশ্যই গুগল অ্যাপ বা ক্রোম ব্রাউজার ইনস্টল করতে হবে।

সূত্র: বিজিআর

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

সিডনিতে সুরের মূর্ছনায় মাতালেন নকীব-তাহসান

বাংলা সংগীতের দুই প্রজন্মের জনপ্রিয় দুই শিল্পী নকীব খান ও তাহসান খান এক মঞ্চে উঠে মুগ্ধ করলেন। প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজন করা এই বিশেষ কনসার্টে উদ্‌যাপিত হয় সংগীতজগতের দুটি মাইলফলক—নকীব খানের সংগীতজীবনের সুবর্ণজয়ন্তী এবং তাহসান খানের রজতজয়ন্তী। গত শনিবার লিভারপুল ক্যাথলিক ক্লাবের (এলসিসি) থিয়েটারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান, যার শিরোনাম ছিল ‘জেনারেশনস অব মেলোডিজ’।
সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া কনসার্টে সিডনিতে বসবাসরত কয়েক শ সংগীতপ্রেমী অংশ নেন। শুরু থেকেই একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলেন দুই শিল্পী।

নকীব খান ‘মুখরিত জীবনের চলার বাঁকে’, ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’সহ আরও অনেক গান গেয়ে শ্রোতাদের ফিরিয়ে নেন সোনালি অতীতে। মঞ্চে বর্তমান সময়ের জনপ্রিয় সংগীত তারকা তাহসান খান পরিবেশন করেন তাঁর আলোচিত গান ‘আলো আলো’, ‘বিন্দু তুমি’, ‘মাঝে মাঝে’সহ আরও কয়েকটি গান। তাহসানের তারুণ্যদীপ্ত পরিবেশনা শ্রোতাদের উচ্ছ্বাসে ভরিয়ে তোলে। পুরো অডিটরিয়ামে তখন তৈরি হয় মেলোডির অনন্য মেলবন্ধন—একদিকে নকীবের নস্টালজিক সুর, অন্যদিকে তাহসানের আধুনিক আবেগময় গান।

অনুষ্ঠান শেষে দর্শকেরা জানালেন তাঁদের মুগ্ধতার কথা। প্রবাসী আবাসন নির্মাতা তালাত মাহমুদ বলেন, ‘নকীব খানের গান শুনে বড় হয়েছি। আজ তাঁকে সরাসরি মঞ্চে দেখে মনে হলো, এ এক অনন্য অভিজ্ঞতা।’ কেক এন বেকের কর্ণধার মাসুম খান বলেন, ‘তাহসানের গান আমার সব সময়ের প্রিয়। আজকের কনসার্ট ছিল স্বপ্নের মতো।’ ‘আমাদের কথা’র সম্পাদক পূরবী পারমিতা বোস বলেন, ‘পরিবারের সবাই মিলে এমন একটি সুন্দর সন্ধ্যা কাটানো সত্যিই অসাধারণ। নকীব খান ও তাহসান—দুজনই তাঁদের সেরাটা দিয়েছেন।’
এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আইকনিক ট্রেড অস্ট্রেলিয়া। সহযোগী হিসেবে ছিল ক্রেজি টিকেটস ও ধূমকেতু ব্যান্ড।

আয়োজকদের পক্ষ থেকে আইকনিক ট্রেড অস্ট্রেলিয়ার কর্ণধার মোশারফ রেহান বলেন, ‘সিডনিবাসীর কাছে আমরা কৃতজ্ঞ। তাঁদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া এমন একটি সফল আয়োজন সম্ভব হতো না। নকীব ও তাহসানের মতো শিল্পীদের এক মঞ্চে পাওয়া আমাদের জন্যও ছিল বড় প্রাপ্তি।’
সব মিলিয়ে সিডনিতে অনুষ্ঠিত এই কনসার্ট হয়ে উঠেছে প্রবাসী বাংলাদেশিদের কাছে স্মরণীয় এক সংগীতযাত্রা। যেখানে মিশেছে দুই প্রজন্মের সংগীতধারা, নস্টালজিয়া আর আধুনিকতার অনবদ্য সুর।

সম্পর্কিত নিবন্ধ

  • সিডনিতে সুরের মূর্ছনায় মাতালেন নকীব-তাহসান