পাকিস্তানের বিপক্ষে ম্যাচের কোনো উত্তাপ টের পাচ্ছে না ভারত!
Published: 22nd, February 2025 GMT
যে ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে যায়। সমর্থকদের মধ্যে চলে তুমুল প্রতিযোগিতা, তর্ক-বিতর্ক। চায়ের কাপে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আলোচনা-সমালোচনা। পারফরম্যান্সের চুলচেঁড়া বিশ্লেষণ…সেই ম্যাচ নিয়ে কোনো উত্তাপ টের পাচ্ছে না ভারত!
চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে আগামীকাল রোববার (২৩ ফেব্রুয়ারি, ২০২৫) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে এশিয়ার দুই জায়ান্ট ভারত ও পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের জয়ে উড়ন্ত সূচনা পেয়েছে ভারত। অন্যদিকে নিজেদের আয়োজনে পাকিস্তান প্রথম ম্যাচে হেরে যায় নিউ জিল্যান্ডের বিপক্ষে। আগামীকালের ম্যাচ পাকিস্তানের জন্য ডু অর ডাই। ভারতের জন্য সমান গুরুত্বের। সেমিফাইনাল নিশ্চিতে তারা এগিয়ে যেতে চাইবে। কিন্তু ম্যাচের কোনো উত্তাপ তারা টের পাচ্ছে না। বলেছেন বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি পাওয়া ওপেনার শুভমান গিল।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গিল বলেছেন, ‘‘সত্যি বলতে, এটা (ভারত-পাকিস্তান) আমাদের মানসিকতায় কোনো পরিবর্তন করে না। আমরা প্রতিটি ম্যাচ জয়ের জন্য খেলি। এজন্য আমাদের ভাবনার কোনো পরিবর্তন আসে না। আমরা যেভাবে প্রতিটি ম্যাচে প্রস্তুতি নিই সেভাবেই এবারও নিচ্ছি। আলাদা কিছুই করা হচ্ছে না।’’
আরো পড়ুন:
ভারতের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানের প্রেরণা ২০১৭
৫০ মিনিটেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট
পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে আলোচনা হয় কিংবা হচ্ছে তা এখন ‘ওভার-হাইপ’ কিনা সেই প্রসঙ্গও উঠল শুভমানের কোর্টে। ডানহাতি ওপেনার বিতর্কে না জড়িয়ে কৌশলী উত্তর বেছে নিলেন, ‘‘দেখুন ‘ওভার-হাইপ’ কিংবা ‘আন্ডার-হাইপ’ এগুলো আমি বিশ্বাস করি না। ভারত-পাকিস্তানের লড়াইয়ের ইতিহাস অনেক লম্বা। দুই দল মাঠে নামলে উত্তেজনা ছড়ায়। প্রত্যেকে ম্যাচটা দেখে। তারা খুশি হয়। এজন্য বলছি, আমরা কে বলার যে ওভার-হাইপ নাকি আন্ডার-হাইপ। আমরা সেখানে কেবল খেলতে যাই। নিজেদের সামর্থ্য দিয়ে ম্যাচটা খেলার চেষ্টা করি, নিজের দেশকে প্রতিনিধিত্ব করি। হৃদয় দিয়ে ম্যাচটা জিততে চাই।’’
পাকিস্তানের বিপক্ষে সবশেষ দেখায় শুভমান রান পাননি। আহমেদাবাদে বিশ্বকাপের ম্যাচে তার ইনিংস থেমে গিয়েছিল ১৬ রানে। এবার কি একটা সেঞ্চুরি আসবে তার ব্যাট থেকে? শুভমান বললেন, ‘‘দেখুন আমি প্রতি ম্যাচে একশ করবো এমন ইচ্ছা থাকে। আমাকে আগামীকাল নতুন করেই শুরু করতে হবে এবং লম্বা ইনিংস খেলতে হবে। যদি কোনো ব্যাটসম্যান থিতু হয়ে যায় তাকে অবশ্যই লম্বা ইনিংস খেলতে হবে।’’
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শিপন ও শাওনের মায়ের মৃত্যু এনইউজের দোয়া
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য শিপন আহমেদ ও সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওনের মমতাময়ী মা মৌলুদা খান মজলিস এর মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কোরান খতম এবং বাদ মাগরিব দোয়া মাহফিল ও শোকসভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতা সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শরিফউদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাকসদুল আলম খন্দকার খোরশেদ, জাতীয় নাগরিক পার্টির নির্বাহী কমিটির সদস্য আহমেদুর রহমান তনু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ট্রেজারার আনিসুর রহমান জুয়েল, সময় টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি শওকত এ সৈকত, প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি মুজিবুল হক পলাশ, প্রনব রায়, পাপ্পু ভট্রাচার্য, হাবিবুর রহমান শ্যামল, শাহাদাৎ হোসেন স্বপন, প্রবীন সাংবাদিক ইউসুফ আলী এটম, নাহিদ আজাদ, স্বপন চৌধুরী, তানভীর হোসেন, কামাল হোসেন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম প্রমুখ।
পরে দোয়া ও মাহফিল পরিচালনা করেন মাওলানা হাফেজ মোহাম্মদ আতিকুল ইসলাম।