যে ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে যায়। সমর্থকদের মধ্যে চলে তুমুল প্রতিযোগিতা, তর্ক-বিতর্ক। চায়ের কাপে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আলোচনা-সমালোচনা। পারফরম্যান্সের চুলচেঁড়া বিশ্লেষণ…সেই ম্যাচ নিয়ে কোনো উত্তাপ টের পাচ্ছে না ভারত!

চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে আগামীকাল রোববার (২৩ ফেব্রুয়ারি, ২০২৫) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে এশিয়ার দুই জায়ান্ট ভারত ও পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের জয়ে উড়ন্ত সূচনা পেয়েছে ভারত। অন্যদিকে নিজেদের আয়োজনে পাকিস্তান প্রথম ম্যাচে হেরে যায় নিউ জিল্যান্ডের বিপক্ষে। আগামীকালের ম্যাচ পাকিস্তানের জন্য ডু অর ডাই। ভারতের জন্য সমান গুরুত্বের। সেমিফাইনাল নিশ্চিতে তারা এগিয়ে যেতে চাইবে। কিন্তু ম্যাচের কোনো উত্তাপ তারা টের পাচ্ছে না। বলেছেন বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি পাওয়া ওপেনার শুভমান গিল।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গিল বলেছেন, ‘‘সত্যি বলতে, এটা (ভারত-পাকিস্তান) আমাদের মানসিকতায় কোনো পরিবর্তন করে না। আমরা প্রতিটি ম্যাচ জয়ের জন্য খেলি। এজন্য আমাদের ভাবনার কোনো পরিবর্তন আসে না। আমরা যেভাবে প্রতিটি ম্যাচে প্রস্তুতি নিই সেভাবেই এবারও নিচ্ছি। আলাদা কিছুই করা হচ্ছে না।’’

আরো পড়ুন:

ভারতের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানের প্রেরণা ২০১৭

৫০ মিনিটেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে আলোচনা হয় কিংবা হচ্ছে তা এখন ‘ওভার-হাইপ’ কিনা সেই প্রসঙ্গও উঠল শুভমানের কোর্টে। ডানহাতি ওপেনার বিতর্কে না জড়িয়ে কৌশলী উত্তর বেছে নিলেন, ‘‘দেখুন ‘ওভার-হাইপ’ কিংবা ‘আন্ডার-হাইপ’ এগুলো আমি বিশ্বাস করি না। ভারত-পাকিস্তানের লড়াইয়ের ইতিহাস অনেক লম্বা। দুই দল মাঠে নামলে উত্তেজনা ছড়ায়। প্রত্যেকে ম্যাচটা দেখে। তারা খুশি হয়। এজন্য বলছি, আমরা কে বলার যে ওভার-হাইপ নাকি আন্ডার-হাইপ। আমরা সেখানে কেবল খেলতে যাই। নিজেদের সামর্থ্য দিয়ে ম্যাচটা খেলার চেষ্টা করি, নিজের দেশকে প্রতিনিধিত্ব করি। হৃদয় দিয়ে ম্যাচটা জিততে চাই।’’

পাকিস্তানের বিপক্ষে সবশেষ দেখায় শুভমান রান পাননি। আহমেদাবাদে বিশ্বকাপের ম্যাচে তার ইনিংস থেমে গিয়েছিল ১৬ রানে। এবার কি একটা সেঞ্চুরি আসবে তার ব্যাট থেকে? শুভমান বললেন, ‘‘দেখুন আমি প্রতি ম্যাচে একশ করবো এমন ইচ্ছা থাকে। আমাকে আগামীকাল নতুন করেই শুরু করতে হবে এবং লম্বা ইনিংস খেলতে হবে। যদি কোনো ব্যাটসম্যান থিতু হয়ে যায় তাকে অবশ্যই লম্বা ইনিংস খেলতে হবে।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সায়েমের অলরাউন্ড পারফরম‌্যান্সে পাকিস্তানের জয়ে শুরু

জয়ের ধারাবাহিকতায় পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ঢাকায় শেষ টি-টোয়েন্টি জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম‌্যাচ সিরিজের প্রথমটিতেও জয় পেয়েছে তারা।

অলরাউন্ড পারফরম‌্যান্সে পাকিস্তানের জয়ের নায়ক সায়েম আইয়ুব। তার ৩৮ বলে ৫৭ রানের ইনিংসে ভর করে পাকিস্তান লাডারহিলে ৬ উইকেটে ১৭৮ রান করে। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ১৬৪ রানের বেশি করতে পারেননি। দারুণ ব‌্যাটিংয়ের পর বোলিংয়ে সায়েম ২০ রানে ২ উইকেট নেন। ১৪ রানের জয়ে সিরিজে ১-০ ব‌্যবধানে এগিয়ে পাকিস্তান।

টস হেরে ব‌্যাটিংয়ে নেমে পাকিস্তান শুরুতে শাহিবজাদা ফারহানের উইকেট হারায়। ১২ বলে ১৪ রান করে আউট হন ডানহাতি ব‌্যাটসম‌্যান। তিনে নেমে ফখর সায়েমকে সঙ্গ দেন। দুজন ৮১ রানের জুটি গড়েন। এ সময়ে ফখর ২ চার ও ১ ছক্কায় ২৪ বলে ২৮ রান করেন। বাকি রান আসে সায়েমের ব‌্যাটে।  এ সময়ে তিনি তুলে নেন ক‌্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। হোল্ডারের বলে এলবিডব্লিউ হলে থেমে যায় তার ইনিংস।

এরপর হাসান নওয়াজের ১৮ বলে ২৪, সালমান আগার ১০ বলে ১১, ফাহিম আশরাফের ৯ বলে ১৫ রানে পাকিস্তান লড়াকু পুঁজি পায়। শেষ দিকে ১ বল খেলার সুযোগ পান হারিস। ছক্কায় উড়িয়ে পাকিস্তানের শেষটা ভালো করেন তিনি।
বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেরা ছিলেন শামার জোসেফ। ৩০ রানে নেন ৩ উইকেট।

লক্ষ‌্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৭২ রান পায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর হঠ‌্যাৎ ছন্দপতন। ৫ রান পেতেই ৩ উইকেট হারায় স্বাগতিকরা। ওই ধাক্কার পর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। জনসন চার্লস ও জুয়েল অ‌্যান্ড্রু ৩৫ রানের দুটি ইনিংস খেলেন। শেই হোপ (২),  গুদাকেশ মোটি (০), শেফরন রাদারফোর্ড (১১) ও রস্টন চেজ (৫) দ্রুত আউট হন। শেষ দিকে পরাজয়ের ব‌্যবধান কমান হোল্ডার ও জোসেফ। হোল্ডার ১২ বলে ৪ ছক্কায় ৩০ রান করেন। ১২ বলে ১ চার ও ২ ছক্কায় ২১ রান করেন জোসেফ ।

পাকিস্তানের বোলারদের মধ‌্যে সেরা ছিলেন হাসান নওয়াজ। ২৩ রানে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার। সায়েমের ২ উইকেট বাদে ১টি করে উইকেট পেয়েছেন শাহীন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
আগামীকাল একই মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ