নাটকীয়তার অভাব ছিল না। ম্যাচের ২৩ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয়েছিল লিওনেল মেসির ইন্টার মিয়ামি ১০ জনের দলে পরিণত হয়েছিল। এরপর নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ২-১ ব্যবধানে পিছিয়েছিল গোলাপী জার্সির মিয়ামি। তবে সবাইকে অবাক করে রেফারি অতিরিক্ত ১১ মিনিট সময় যোগ করেন। সেই যোগ করা সময়ের দশম মিনিটে গিয়ে গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। তাতেই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে নিউইয়র্ক সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে মিয়ামি।

রোববার (২২ ফেব্রুয়ারি, ২০২৫) ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের পঞ্চম মিনিটেই মেসির জাদুতে এগিয়ে যায় মিয়ামি। সিটির পেনাল্টি বক্সে ঢুকে পড়া মেসি বাপ পায়ে বল ঠেলে দেন তমাস আভিলেসের কাছে। ২১ বছর বয়সী আর্জেন্টাইন সেন্টারব্যাকের গোল করতে ভুল করেননি। 
সেই আভিলেসই ১৮ মিনিট পর লাল কার্ড দেখলে মায়ামি ১০ জনের দলে পরিণত হয়। নিউইয়র্ক সিটির আলোনসো মার্টিনেজের নিশ্চিত গোলের পথে পেছন থেকে টেনে ধরায় সরাসরি লাল কার্ড দেখেন এই আর্জেন্টাইন।

আরো পড়ুন:

গোলে ও অ্যাসিস্টে আলো ছড়ালেন মেসি

ইয়ামালই এই মুহূর্তে সেরা তবে মেসির পরে 

ম্যাচের ২১তম মিনিটে মিতিয়া ইলেনিচের গোলে সমতা ফেরায় নিউইয়র্ক সিটিকে। এই স্লোভেনিয়ান রাইটব্যাক গোল করে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রেডমার্ক ‘সিউ’ সেলিব্রেশন করেন। ব্যাপারটা সচেতনভাবেই করেছিলেন তিনি। মাঠের প্রতিপক্ষ যে মেসি! চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর ‘সিউ’ সেলিব্রেশন করে মেসির আঁতে ঘা দিলেন ইলেনিচ।

বিরতির পর ৫৫ মিনিটে নিউইয়র্ক সিটিকে এগিয়ে দেন আলোনসো মার্তিনেজ। মহা বিপাকে পড়ে যায় মায়ামি। তাহলে কি পরাজয় দিয়ে নতুন মৌসুম শুরু হবে? যোগ করা সময়ের দশম মিনিটে জাদু দেখান মেসি। মাঝ মাঠ থেকে বল নিয়ে অনেকখানি দৌড়ে ডিফেন্সচেরা এক পাস বাড়ান বক্সে ঢুকে পড়া সেগোভিয়াকে। দারুণ গোলে সমতা টানেন এই ভেনেজুয়েলান মিডফিল্ডার।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ন উইয়র ক স ট

এছাড়াও পড়ুন:

ঢাকায় অনুষ্ঠিত হলো বিশেষ ফিউশন খাবার উপস্থাপনা

মানজু রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমধর্মী খাবার আয়োজন, যেখানে দেশি স্বাদের সাথে ছিল আন্তর্জাতিক রান্নার কৌশল ও উপকরণ। আয়োজনে ঐতিহ্য ও আধুনিকতা একসূত্রে গাঁথা হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এ আয়োজনের মূল আকর্ষণ ছিলেন আন্তর্জাতিকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত রন্ধনশিল্পী ইনারা জামাল, যিনি ফুড স্টাডিজে নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর এবং ইনস্টিটিউট অব কালিনারি এডুকেশন, নিউইয়র্ক থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

ইনারা জামাল বলেন, ‘খাবার শুধু স্বাদের বিষয় নয়, এটি একটি সাংস্কৃতিক অনুষঙ্গ। আমি চাই বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারকে ভিন্ন দেশের উপকরণ ও কৌশলের সঙ্গে মিশিয়ে বিশ্বদরবারে নতুন রূপে উপস্থাপন করতে। সৃজনশীল উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশি খাবারকে বিশ্বের কাছে তুলে ধরা। একইসঙ্গে, তার লক্ষ্য বাংলাদেশের খাদ্যসংস্কৃতি ও ঐতিহ্যকে গবেষণার আলোয় তুলে ধরা, যেন এই সমৃদ্ধ উত্তরাধিকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত থাকে। খাবারে তিনি সবসময় প্রাধান্য দেন প্রাকৃতিক ভেষজ উপাদান এবং টেকসই উপস্থাপনাকে।

এই আয়োজনকে আরও রঙিন করে তোলে রন্ধনশিল্পী মালিহার বাহারি পরিবেশনা, যেখানে দেশি উপাদান ব্যবহার করে তৈরি করা হয় নানান স্বাদের সুস্বাদু খাবার।

আয়োজকরা জানান, এই আয়োজনের লক্ষ্য ছিল বাংলাদেশি খাদ্যসংস্কৃতিকে আধুনিক উপস্থাপনার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা এবং ভোজনরসিকদের সামনে এক নতুন স্বাদের অভিজ্ঞতা নিয়ে আসা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা খাবারের স্বাদ, গন্ধ ও পরিবেশনায় মুগ্ধতা প্রকাশ করেন। এমন আয়োজনের ধারাবাহিকতা রক্ষার ওপর জোর দেন।

সম্পর্কিত নিবন্ধ

  • জলবায়ু সংকট ন্যায়বিচার সংশ্লিষ্ট সংকটও বটে: প্রধান বিচারপতি
  • ঢাকায় অনুষ্ঠিত হলো বিশেষ ফিউশন খাবার উপস্থাপনা
  • পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন